নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

RHIDOY THAKE BOLCHI.......

bond007

-

bond007 › বিস্তারিত পোস্টঃ

ত্রি-ফলার গুন

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪১

বিজ্ঞানের যুগে আছি আমরা। তাই আশেপাশে আমরা বিজ্ঞানের আশির্বাদগুলোকে চাইলেই অস্বীকার করতে পারিনা্। কিন্তু একটু ভেবে দেখলে দেখি আমাদের অনেক পুর্বজনেরা শারিরিক দিক্ দিয়ে আমাদের চেয়েও ভালো ছিলেন। তারা আমাদের মতো এত অতি বিজ্ঞানের আশীর্বাদপুষ্ট ছিলেন না। তারা নির্ভর করতেন প্রকৃতির উপর। যার কারনে তাদের স্বাস্থ্য ও ছিল আমাদের তুলনায় অনেক ভালো।

যাই হোক্ মুল প্রসঙ্গে আসি। বর্তমানে আমরা প্রায় সবাই গ্যাস, হজমে সমস্যা, কৌষ্ঠকাঠিন্য সহ এই জাতীয় রোগের কারনে হামেশাই এ্যলোপেথিকের শরনাপন্ন হচ্ছি। কিন্তু আমাদের প্রকৃতিতেই রয়েছে এই সব রোগের চমৎকৃত ওষুধ।



আপনারা নিশ্চয় আমলকি, হরিতকি, বহেরা এই তিনটি ফলের নাম শুনেছেন। এগুলো খুুবই স্বস্থা ফল এবং সহজলভ্যও বটে। এই তিনটি ফলকে একত্রে করলে ত্রি-ফলা বলে। এই ফলগুলো বাজারে শুকানো অবস্থায় পাওয়া যায়। কেজি ৫০-৬০ টাকা নেয়। আর আপনাকে এক কেজি নিতে হবে না। শুধু ১০০ গ্রাম এই শুকানো ফল সংগ্রহ করুন। তারপর ভাল করে ধুয়ে পরিস্কার করুন।এবার পরিমান মতো লবন দিয়ে একটি কাচের বোতলে এক লিটার পানির ভিতর একদিন ভিজিয়ে রাখুন। এবার ভাল কোন কোন ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পানি টুকু রাখুন, এটাই ওষুধ। এবার ওই পানি প্রতিদিন সকালে খাওয়ার আগে ও রাতে খাওয়ার পর আপনার পরিমান একটি ছোট কৌটায় নিয়ে খান।পরিমানঃ ঃএক চায়ের কাপের ১/৪ ভাগ হলেও চলে।সকালের প্রাকৃতিক কর্ম দেখবেন এত ক্লিয়ার যে টেরই পাবেন না। আর খাওয়ার সাথে সাথে দেখবেন সেভেন আপ বা স্প্রাইট খেলে যেমন কয়েকটি ডেকুর উঠে একটু আরাম বোধ হয় এটাও ওভাবে কাজ করবে। আর যারা অনেকদিন এই ওষুধ রাখতে চাইলে তারা এই ত্রিফলা সেদ্ধ করে তারপর ছেকে নেওয়া পানিটুকু প্রতিদিন পানের জন্য সংরক্ষন করতে পারেন। এই পানি ২ সপ্তাহ পর্যন্ত ভাল থাকে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ!

২| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ার করার জন্যে

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৭

bond007 বলেছেন: সবাকে মটামটের জননো ডোননবাড.সরি। ামার কিবোরড কাজ করসেনা।

৪| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

bond007 বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য

৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো শেয়ার।

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

bond007 বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

সুমন কর বলেছেন: কাচের বোতলেই কি রাখতে হবে ?

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

bond007 বলেছেন: প্লাষ্টিকের বোতলে রাখলে একধরনের গন্ধ বেড়োয়। তাই কাচের বোতলই মনে হয় ভাল।

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮

কানাই স্যার বলেছেন: কিডনি টা নষট করার াগে জেনে নিন কার কি পোরিমান খেতে হোবে??

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০

bond007 বলেছেন: আমলকি, হরিতকি, বহেরা, লবন আর বিশুদ্ধ পানিয় জল যে কিডনি ন্ষ্ট করে জানা ছিলনা। আপনি শিউর তো এই উপাদানসমুহ সম্পর্কে?

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

bond007 বলেছেন: এক চায়ের কাপের ১/৪ ভাগ হলেও চলে

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালাে না। ত্রি-ফলা চূর্ণ ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

bond007 বলেছেন: এক চায়ের কাপের ১/৪ ভাগ হলেও চলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.