নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

একটি নষ্ট আত্মার জিজ্ঞাসা.

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

আইএসকে (ব্রেইন ওয়াশড) নন মুসলিম বলে না হয় ইসলামের ইমেজ ঠিক করলে.
কিন্তু জাকির নায়েক ইস্যুতে কাদের ব্রেইন ওয়াশড বলবে? কৌমি মাওলানাদেড় ব্রেইন ওয়াশড যারা একেকজন 30/40 বছর ধরে বুখারীশরীফ পড়াচ্ছে, যাদের মাধ্যমে তুমার দাদারা মুসলিম হৈছে যাদের দিয়ে তোমার বাবাদের বিয়ে পড়ানো হৈছে, যাদের পিছনে নামাজ পরে ও ওয়াজ শুনে তুমি দু একটা ইসলামের কথা শিখছো?

নাকি স্মরণকালের শ্রেষ্ঠ ইসলামী গবেষক জাকির নায়েকেরই ব্রেইন ওয়াশড করা হৈছে?

উত্তর দেন: ব্রেইনওয়াশড কাদের????

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসান ভাই, আপিনও!!!!!!!!!!!!

আবেগে আর অন্ধত্বে ভাসাদর কথা বাদ!
আচ্ছা বলেনেতা সকল কিছুরই একটা মাপকাঠি আছে না। বিজ্ঞান থেকে শুরু করে সাধারন জীবন চলার পথে একটা মিনিমাম ষ্ট্যান্র্ড আছে যার ভিত্তি ধরে মানুষ চলে।

ইসলামের মৌলিক মাপকাঠি কলেমা। কলেমার অর্ধেক হল মুহাম্মদ সা: কে রাসূল বলে মানা। মক্কায় বহু লোক ছিল একেশ্বরবাদী। তারা নবীজির কথা সত্যও বলত কিন্তু উনাকে আল্লাহর রাসূল বেল স্বীকার করত না। তাই তারা মুসলিম ছিলনা।

দূরের কথা বাদ দেন দেশের কথাই ধরেন- একজন যদি স্বাধীনতার সব ইতিহাসই মানল, মুক্তিযুদ্ধ নিয়ে মূখে ফেনা তুলে ফেলে কিন্তু ব্ঙ্গবন্ধুকে অস্বীকার করে ! তাকে আপনি কি বলবেন? অবশ্যই রাজাকার..
তেমনি যারা নবী এবং আহলে বাইতকে অস্বীকার করে তারা যত বক্তা বা জ্ঞানী হেকানা কেন তারা বাতিল।

এবার ভেবে দেখুন- আপনি কি জাকির নায়েকের পক্ষে দাড়াবেন না নবী এবং আহলে পরিবারের পক্ষে দাড়াবেন।

২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯

মেটাফেজ বলেছেন: নিক ম্যালফাংশন কর্সে নাকি দাদা :((

৩| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

আহলান বলেছেন: সেটাই! নায়েক পন্থী দের কথানুসারে মনে হয় আল্লাহর নবী সাঃ এর পারে আর কোন হাক্কানী আলেম উলামা দুনিয়ার বুকে আসেন্নাই! নায়েক সাহেব শরিয়তের যে ব্যাখ্যা দেন সেটা ছাড়া আর সব আলেম উলামা ও ব্যাখ্যা ভুল বাতিল ব্লা ব্লা। মনে হয় ওনারা পিস টিভি দেখেই মুসলমান হয়েছে, পরিবারে আগে কেউ মুসলমান ছিলো না! মুলত লা মাজহাবীদের একটি বড় হাতিয়ার এখন নায়েক সাব! আহলে হাদিস বা সালাফী যাই বলেন তাদের কাছে একমাত্র তারাই সহিহ, বাকি সব বাতেল ... বিভ্রান্তি আর বিভেদ সৃষ্টি করতে অতুলনীয় পিস টিভি এবং তার শাইখগং ...

৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১১

সোহাগ সকাল বলেছেন: ধর্মটা এখন এমন পর্যায়ে আছে যে কার কথা কে বিশ্বাস করবে বোঝা বড় দায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.