নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

নরেন্দ্র মোদীর পর আদিত্যনাথ, কোন পথে হাটছে আধুনিক ভারতীয় সমাজ

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৪

কট্টর হিন্দুবাদী, ধর্মান্ধ, উগ্র, 'নরেন্দ্র মোদী' ক্ষমতায় এসে একেবারে পরিবর্তন হয়েগেছেন। ভেবেছিলাম তিনি যেহেতু পরিবর্তন হয়েছেন সেহেতু নিজের পূর্বাবস্থান থেকে সরে এসে নিজ সমাজকেও কুসংস্কারমুক্ত করতে প্রানপন চেষ্টা করবেন। সত্য বলতে তিনি চেষ্টা করেছেনও, কিন্তু অন্ধত্বের শেকড় এত গভীরে যে সহজেই উপরে ফেলা সম্ভব নয়, তারই প্রমান মিললো এবার ভারতের 'উত্তর প্রদেশ' রাজ্য। সম্প্রতি নির্বাচনে ইউপির মুখ্যমন্ত্রী হয়েছেন এমন একজন ব্যক্তি যে কেবল কট্টর হিন্দুবাদীই নন, রীতিমত তিনি একজন সাধু, যোগী, সন্যাসী। মোদ্দকথা সকল প্রকার কুসংস্কারের চলন্ত উদাহরণ তিনি। শুধু তাই নয়, ইসলাম ধর্মের অনুসারীদের ব্যাপারে তার বক্তব্য সন্ত্রাসীদের বক্তব্যের মতই।
নাম তার আদিত্যনাথ, - যিনি তার মুসলিম-বিরোধী কথাবার্তার জন্য সুপরিচিত। 'সুযোগ পেলে প্রত্যেক মসজিদে গৌরী গণেশের মূর্তি বসানোর' কথাও একবার বলেছিলেন তিনি।

আধুনিক ভারতীয় সমাজে প্রকাশ্য ভোটে এমন একজন ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়াটা খুবই দুঃখের বেপার। এই থেকে স্পষ্ট ধারণা পাওয়াযায় আমাদের ভারতবর্ষকে কুসংস্কারমুক্ত হয়ে বিবেকবান সচেতন সু-শিক্ষিত মানুষ হতে সময় লাগবে আরো অনেক বছর। সেই পর্যন্ত হায় হুতাশ আর আক্ষেপেই কাটবে আমাদের জীবন....

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:০৯

শিখণ্ডী বলেছেন: ভুতের নাকি উল্টো দিকে পা থাকে। আমরা কি সবই ভুত হয়ে গেলাম!!!!!!!

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তেমনটাইতো দেখা যাচ্ছে।

২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: ভারতের অনুসরনীয় কয়েকটি পদ্ধতি এবং সংগঠন: নির্বাচন এবং কমিশন, বিচার বিভাগ, সিবিআই।। বাকী সব প্রাগৈতিহাসিক।। শুধু ভারতই নয় বিশ্বের একনম্বর দেশ, আমেরিকাও একই কাতারে!! ট্রাম্পের জয়, তারই প্রমান।।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আদিত্যনাথ, মোদী, আর ট্রাম্পের বিষয় এক না। ট্রাম্পের অধিকাংশ কথায় ও কাজে যুক্তি আছে, যদিও কট্টরতা একটুও বেশীই।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:২৪

জাহিদ হাসান বলেছেন: ধর্মকে পূজি করেই তো এখানে জম্পেশ রাজনীতি! X(

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শুধু ধার্মিক নয়, অন্ধ ধার্মিক।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৪

আখেনাটেন বলেছেন: অামাদের দেশেও যোগির মতো না হলেও কাছাকাছি কিছু লোককে আমরাও ক্ষমতার স্বাদ পেতে সাহায্য করেছিলাম।

তবে মি: মোদী উ্ত্তর প্রদেশের নির্বাচনের মওকায় ছিল এতদিন। এখানে ক্ষমতা পাওয়াতে তার কিছুটা ট্রু কালার দেখাতে শুরু করেছে।

এখন দেখার বিষয় ভারতের এই চরমভাবে ডানে ঝুঁকে পড়া উপমহাদেশের অন্য দেশের ধর্মান্ধ দলগুলো কিংবা মানুষেরা কীভাবে নেয়? তবে সবদেশের মাইনোরিটির জন্য এই ধরণের পদক্ষেপ একটি অশনিসংকেত।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাংলাদেশে যোগীদের মত কিংবা কাছাকাছি কারা নির্বাচিত হয়েছিলো?

৫| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৬

নূর মোহাম্মদ প্রধান বলেছেন: বুঝলাম না উপমহাদেশে ম্যাক্রো লেভেলে চিন্তা করার লোকজন কি কমে যাচ্ছে নাকি!

৬| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
হিন্দুস্তানিদের দোষত্রুটি খোজার আগে মোসলমানদের নিজেদের দোষ পাপ অসভ্যতার জন্য অনুতপ্ত হওয়া উচিত।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পোস্ট না বুঝে, পোস্টের উদ্দেশ্য না বুঝে, লেখকের মাইন্ড রিড না করে নিজের ঘিলু তে যা ছিলো দিলেন উপুত করে ঢেলে। অাশ্চর্য, এতদিন ধরে ব্লগিং করেন তারপরও না বুঝেই কমেন্ট করেন।

৭| ১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের রাজনীতি ওদের থেকে অনেক পেছনে; ওরা যদি যদি পেছেন পড়ে, আমাদের কাছাকাছি আসে, আমাদের ক্ষতি কি?

৮| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

টারজান০০০০৭ বলেছেন: নিজে নরাধম আছিলো , আরেক নরাধমরে ক্ষমতায় বসাইল ! আর তাহাদের গোবৎসদের কাছে তাহাদের সমালোচনা ভালো লাগিবে না এটাই স্বাভাবিক !

৯| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমাদের রাজনীতি ওদের থেকে অনেক পেছনে; ওরা যদি যদি পেছেন পড়ে, আমাদের কাছাকাছি আসে, আমাদের ক্ষতি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.