নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

জিন্সের প্যান্টের ঐতিহাসিক সব উপকারিতা:

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৫

১) দেশের কাহিনী: আমাদের এলাকায় মানিকঞ্জে এক ছেলে জিন্স-টিশার্ট পরে সাইকেল চালাচ্ছিলো আর পিছনে বসা ছিলো সেলোয়ার পাঞ্জাবি টুপি পরা আরেকজন ছেলে. সাইকেল নিয়ে দুষ্টামি করতে করতে এক কুকুরের উপর দিয়ে উঠায় দিছিলো, কুকুরে ঘ্যাচাং করে দুইজনেরই দিছিলো কামড়. পিছনের সেলোয়ার পরা ছেলেকে দিতে হৈছে ১৪ টা ইনজেকশন, আর জিন্স ওয়ালার জিন্স ভেদ করে পায়ে একটু আঁচড় লাগছিলো, ডাক্তার ডেটল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, ঘটনা শেষ।

২) মিশরের কাহিনী: শীতের সকাল, কন কনে ঠান্ডা. আমার এক ফ্রেন্ড ট্রাউজার পরে তার উপর জিন্স পরে বাইক নিয়ে বের হৈছে. পিছনে বসা ছিলো এক বড় ভাই, পায়জামা পাঞ্জাবি আর তার উপর সুয়েটার পরা, মাথায় টুপি. স্পিডে এক মোর ঘুরতে গিয়ে স্লিপ খেয়ে বাইক নিয়ে গেছে পরে. জিন্স পরা ফ্রেন্ডের হাতের তালুতে একটু ছিল গেছিলো, আর পায়জামা পরা বড় ভাই বেশি না ৪ দিন হাসপাতালে ছিলো. গিরা গিরায় ব্যান্ডেজ করে আরো ১২ দিন বসে ছিলো বিছানায়.
এবার বুঝলেন পায়জামার চেয়ে জিন্স জীবন বাঁচাতে কত বেশি সাহায্য করে?

জীবন বাঁচানো ছাড়াও জিন্সের উপকারিতা অপৰিসীম.
+ একটা জিন্স আপনি অনায়াসে ৩/৪ বছর পড়তে পারবেন.
+ জিনসের প্যান্ট আয়রন করা ছাড়াও পরা যায়.
+ না ধুয়ে এক দেড় মাস পরা যায়.
+ গন্ধ হয় না, হলেও বডি স্প্রে মেরে আবার লাগে রাহো মুন্না ভাই.....
+ দামেও কম, এখন তো ১২০০ টাকার প্যান্ট অনেকে ৪০০ টাকায় ও বিক্রি করে.
+ জিন্স পরে প্রায় সব জায়গায় যাওয়া যায়.
+ জিনসের সাথে পাঞ্জাবিও পরা যায়, পুরা জামাই জামাই লাগে. (আমার আগের পোস্টার প্রথম ছবি দ্রষ্টব্যঃ)
+ চাচা খালা মামা, বিয়াই বাড়ি, খেলার মাঠ, হাট বাজার এমনকি গফের সাথে দেখা করতেও জিন্স পরা যায়.
+ পাবলিক বাসে জিন্স একটু বেশিই উপকারী, ভিড়ের মধ্যে পিছন সাইডে কারো ব্যক্তিগত বাম্পারের সাথে ঘষা লাগলে তেমন বুঝা যায় না.
+ জিন্সের প্যান্টের রঙ উঠে না, উঠলেও উঠার পর আরো বেশি সুন্দর কালার হয়.
+ জিন্স ছিড়ে গেলেও পরা যায়, দেখে মনে হয় আরো দাম বেশি
+ দেশের যে পরিস্থিতি, জিন্স পরে বের হলে হরতাল কিংবা আন্দোলনের সময় পুলিশের ছররা গুলি জিন্সের উপরে লাগলে ভেদ হয়ে শরীরে বিধবা না.
+ জিন্স পরে মাঝে মাঝে ভুলক্রমে ভিতের ছোট প্যান্ট না পড়লেও তেমন সমস্যা হয় না।

দেখছেন, জিন্সের প্যান্ট জীবন বাচানোর সাথে সাথে পয়সা ও ইজ্জ্ত বাঁচানোর চমৎকার এক প্যাকেজ. কাজেই বেশি বেশি জিন্স পড়ুন পেট্রোলের উপর চাপ কমান, আই মিন জীবন বাঁচান.

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গরিবের কাপড় জিন্স।
বড়লোকের কাপড় জিন্স।

জিন্স মানে সাম্য। জিন্স মানে একতা।

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহা হো একমত :)

২| ০৫ ই মে, ২০১৭ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: জিন্স নিয়ে কাব্যগাথা সুন্দর হয়েছে।।

০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধনয়বাদ :)

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ১:৫৯

ওমেরা বলেছেন: আপনি কি জিন্স এর ব্যবসা শুরু করেছেন ?

৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ৮:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সাবধান!
ভুমিকম্পের আশংকার কথাডাও মাথায় রাইক্ষেন।

৫| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৪

টারজান০০০০৭ বলেছেন: জিন্সের অনেক উপকারিতা সন্দেহ নাই ! এমনকি রাস্তা ঝাড়ু দিতেও কাজে লাগে। তাই পোলাপাইন পায়ের তলায় ফেলাইয়া রাখে ! একটাই সমস্যা , ভেন্টিলেশনের ব্যবস্থা নাই ! :D লিলিপুট মরার জোগাড় হইয়া যায় ! :( একারণেই বাঙালি লুঙ্গি ছাড়িতে পারিল না ! টারজানও বিল্বপত্র ছাড়িতে পারিল না !
ভেন্টিলেশনের ব্যবস্থা করার জোর দাবি জানাই ! :D

৬| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সালমান মাহফুজ বলেছেন: আরাম লাগে না যে !!

৭| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কায়রো ভাই, আপনি কুথায়?!! অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.