নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ও বাস্তবতাকে পাশাপাশি নিয়ে চলা নিতান্তই সাধারন একজন মানুষ।

ফাহাদ জুয়েল

ফাহাদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের "ইতিহাসের স্বপ্নভঙ্গ"

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১


হিটলারের আত্মহত্যার পর ঠিক সতেরো দিন পর জার্মানি বিনাশর্তে আত্মসমর্পন করে মিত্রশক্তি বাহিনীর কাছে।জার্মান জাতিই শ্রেষ্ঠ জাতি আর তারাই সারা পৃথিবীতে প্রভূত্ব করবে,এই স্বপ্নে তাদের মাতিয়ে তুলেছিল হিটলার।কিন্তু যুদ্ধের পর তারাই পরাধীন হয়ে গেল!মিত্রশক্তি দেশটাকে দু'ভাগ করে নিজেদের দখলে নিয়ে নিল।আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের অধিকৃত অংশে প্রতিষ্ঠিত হল ধনতন্ত্র,অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের দখলীকৃত অংশে প্রতিষ্ঠা করা হল সমাজতন্ত্র। একই ভাষা,সংস্কৃতি আর এক জাতি দু'টুকরা হয়ে গেল।প্রাচীর দিয়ে ভাগ করা হলো দুটি অংশকে! যা ঐতিহাসিক "বার্লিন ওয়াল" নামে পরিচিত।

১৯৬১ সালে এই দেওয়াল তোলার পর সোভিয়েত দখলীকৃত অংশে চাপিয়ে দেওয়া হয়েছিল সমাজতন্ত্র।শোনানো হয়েছিল একটি সুখী রাষ্ট্রের গল্প! যেখানে কেউ অন্যের শ্রম নিয়ে মুনাফা করবে না,ব্যক্তি স্বার্থ মুছে যাবে,উৎপন্ন ফসল ও দ্রব্যের সমবন্টন হবে,সকলেই সমান শিক্ষা,আহার,বাসস্থান ও চিকিৎসা সুবিধা পাবে!এটাই তো বোধহয় ইতিহাসের স্বপ্ন ছিল!

সব দেওয়ালেরই কোথাও না কোথাও ছিদ্র থাকে,আর সেই ছিদ্র ক্রমশ বড় হয়।কংক্রিটের তৈরি বার্লিন প্রাচীরের ছিদ্রও বড় হতে লাগলো।মানুষ পালাতে লাগলো সমাজতন্ত্র থেকে,আর পালাতে গিয়ে লাশ হয়েও পড়ে থাকলো অনেকে!কিন্তু সমাজতন্ত্রে যে সুন্দর গল্প শোনানো হয়েছিল তাহলে কি তা রূপকথার গল্প ছিল?আর দেওয়াল বদ্ধ মানুষের যে উন্নয়নের কথা বলা হয়,তা কি শুধুই ফাকা বুলি?

অবশেষে ১৯৯১ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ভাঙা হল বার্লিন প্রাচীর।মানুষের গড়া দেওয়াল মানুষই ভাঙলো।পতন হল সমাজতন্ত্রের।বিনা যুদ্ধে মিলিত হল দুই জার্মানি,বিংশ শতাব্দীর ইতিহাসে যা অবশ্যই এক বিরাট ঘটনা।আর সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে লেখক ছুটে গিয়েছিলেন বার্লিনে।এর পর সেখান থেকে ছুটেন হাঙ্গেরি,রোমানিয়া ও পোল্যান্ডে।পূর্ব ইউরোপের অন্যান্য অনেক দেশের মতই এসব দেশেও ঘটে গেছে পালাবদল।সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে গণতন্ত্রে ফিরে গেছে এসব দেশ।কিন্তু কেন?

গোষ্ঠিতন্ত্র,সামন্ততন্ত্র, ধনতন্ত্র পার হয়ে সাম্যবাদ,শোষনহীন সমাজের পথে এগিয়ে যাওয়ার কথাই তো ছিল মানবসভ্যতার।আর সমাজতন্ত্রের আদর্শ তো তাই ছিল। ইতিহাসের স্বপ্নও তো এমন ছিল,এ স্বপ্নভঙ্গ হল কেন?

এই কৌতূহল ও প্রশ্ন নিয়েই এসব দেশে ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষদের সঙ্গে,জেনেছেন তাদের মতামত।

"ইতিহাসের স্বপ্নভঙ্গ" বইটি ভ্রমনকাহিনী হলেও এসব দেশের প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতাই তুলে ধরেছেন আমাদের সামনে।বইটির দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে আরেক সমাজতান্ত্রিক দেশ রাশিয়ার মস্কো সফরের অভিজ্ঞতা, দেখানো হয়েছে এর ভেতরের চিত্র।

এসব দেশের ভেতরের গল্প, সমাজতন্ত্রের রূপ আর এর পতনের কারন জানতে চাইলে পড়তে পারেন এই বইটি।

হ্যাপি রিডিং! :)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

আবিদা সিদ্দিকী বলেছেন: লেখাটা পড়ার পর বইটা পড়ার ইচ্ছা তীব্র হলো। ধন্যবাদ।

২| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

ফাহাদ জুয়েল বলেছেন: পড়ে ফেলুন, ভালো লাগবে আশা করি।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: পড়েছি বইটা।
কবে ওপার বাংলা আর এপার বাংলার দেয়ালটা ভাঙবে! বার্লিনের প্রাচীর যেমন জার্মানেরা নিজেরা ভাঙেনি, বাঙালিরাও গড়েনি মাঝের এই কাঁটাতার। ইংরেজদের চরম রাজনৈতিক ষড়যন্ত্রের এ ফল।
তবে, ভাঙবে একদিন হয়তো। হয়ত হাজার বছর পর।
ভাল লিখেছেন

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

ফাহাদ জুয়েল বলেছেন: হয়তো দুই বাংলার মাঝের এই দেয়ালটাও একদিন ভাংবে,ইতিহাসে তো বহুবার বহু প্রাচীর ভেঙ্গেছে, আবার নতুন ভাবে গড়ে উঠেছে।

৪| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: খুব লেখা । এমন লেখা আরও দেবেন । সেই অপেখ্খায় রইলাম ।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬

ফাহাদ জুয়েল বলেছেন: ধন্যবাদ অনেক।

৫| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

ধ্রুবক আলো বলেছেন: রিভিউ ভালো লাগলো, বইটা পাওয়া যাবে কোথায় আর দাম তা বলে দিন।

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩১

ফাহাদ জুয়েল বলেছেন: আমি কিনেছি বিবিধ বুক শপ থেকে ৯০ টাকা দিয়ে, এছাড়াও বিভিন্ন বুক স্টল ও অনলাইন শপ গুলোতে পাবেন।

৬| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

টারজান০০০০৭ বলেছেন:
হপে না। সুনীল কেন চাঁদগাজীর সাক্ষাৎকার এই বইতে ছাপায় নাই !

@ আরণ্যক রাখাল ! আপনারা আওয়াজ তুলুন না, আমরা আছি আপনাদের সাথে ! বজ্রকণ্ঠে বলুন, আমরা ভারতের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলার সাথে মিলতে চাই !

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

ফাহাদ জুয়েল বলেছেন: সহমত পোষণ করছি।

৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বো। ধন্যবাদ আপনাকে।

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

ফাহাদ জুয়েল বলেছেন: আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.