নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

প‌্যান্টের জিপার কোন কারণ ছাড়াই খুলে যায়

১০ ই মে, ২০১৩ দুপুর ১:১৯





একটা প‌্যান্ট আছে আমার ওইটার জিপার কোন কারণ ছাড়াই একটু পর পর খুলে যায়। আজকে কাজের ফাকে দেখি পোষ্টাপিস খোলা। স্বাধের প‌্যান্ট।



এইটার সমাধানে প্রকৌশলী ও বস্ত্রকৌশলীরা এগিয়ে আসেন।

মন্তব্য ৭৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:২১

বিডি আইডল বলেছেন: যেকোন সাইট আপগ্রেড করার মত এইরকম স্লো হয়ে যায় এইটা জানতাম না। সামু ব্লগের পেজ লোড হতে ৩০-৪০ সেকেন্ড লাগে এখন। নানান লিংকও (ছবির বিশেষ করে) কাজ করে না

২| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৩২

তোমোদাচি বলেছেন: প্যান্টের উপর জাঙ্গিয়া পরেন তাইলে আর কোন টেনশন থাকল না!! ;)

১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৭

বিডি আইডল বলেছেন: তাইলে তো সুপারম্যান!

৩| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

দেখি তাই বলি বলেছেন: জিপারের মাথায় যে ছিদ্রটা আছে সেটার সুতা বা তার দিয়ে উপরে কিছু একটার সাথে আটকে দিন। আটকানোর মত কিছু না থাকলে ছোট্ট একটা তারের বোতাম উল্টো করে বোতামের কাছাকাছি লাগিয়ে দিন।

১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

বিডি আইডল বলেছেন: তারে আবার অন্য কিছু আটকাইয়া গেলে?!

৪| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা............।।

১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

বিডি আইডল বলেছেন: :( :(

৫| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

বিডি আমিনুর বলেছেন: ভিতরে তো কিছুই দেখতে পাচ্ছি না #:-S #:-S #:-S

১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

বিডি আইডল বলেছেন: সেইটা পোলাপাইনের জন্য সেন্সর্ড ;)

৬| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: পিলাচ দিয়া হাল্কা করে চাপ দেন :প

১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

বিডি আইডল বলেছেন: কোন জিনিষে চাপ দিবো!!

৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৪৫

মেহেদী হাসান '' বলেছেন: প্যান্ট উলটাইয়া পড়েন =p~ =p~

১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

বিডি আইডল বলেছেন: ই ই :(

৮| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

গ্রামের মানুষ বলেছেন:

ভাই, প্যান্ট বাদ দেন, পাজামা পরেন। আর চেইন টানা লাগবো না.....

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৪

বিডি আইডল বলেছেন: পাজামা পরলে আবার হেফাজত সন্দেহে পিটাইয়া লাশ কইরা ফেলে কিনা!

৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কারণ ছাড়া না খোলা বোঝবার পারলাম না।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৪

বিডি আইডল বলেছেন: নীচের দিকে দেখেন...এই সমস্যা অনেকেরই হয়

১০| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বিডি আমিনুর বলেছেন: ভিতরে তো কিছুই দেখতে পাচ্ছি না :প

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৫

বিডি আইডল বলেছেন: লেখক বলেছেন: সেইটা পোলাপাইনের জন্য সেন্সর্ড ;)

১১| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

পাকাচুল বলেছেন: পিডিবির কোন একটা পাওয়ার প্ল্যান্টের এক প্ল্যান্ট ম্যানেজার। তিনি প্রায় সময় সাদা প্যান্ট পড়েন। এবং তার জিপার খুলে যায় আপনার মতো।

পরের কথা হলো, তিনি স্হান ,কাল, পাত্র ভুলে গিয়ে বসা থেকে দাড়িয়ে জিপার লাগান।

আর প্রত্যক্ষদর্শীরা দেখেও না দেখার ভান করেন। বড় স্যার বলে কথা।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬

বিডি আইডল বলেছেন: হা হা হা :) এই রকম কিছু ঘটনা কলিগদের মাঝে হয়েছিলো, তবে ম্যাসিভ আকারে না

একবার কোচিং এর সময় এক ইয়াং টিচারের চেইন খোলা ছিলো...সবাই উসখুশ করছিলো...শেষে এক পোংটা বলে ভাই আপনার ইয়ে খোলা!

১২| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

মাঞ্জু বলেছেন: আমারও জিপার নিয়ে একই সমস্যা হচ্ছে। ডাক্তার বলেছে আমারটা নাকি স্বাভাবিকের চেয়ে বেশি বড় হয়ে গেছে।:P অপারেশন করে সাইজ কমাতে হবে।:|:| B-)) B-))

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬

বিডি আইডল বলেছেন: কিসের সাইজ বড় হইছে জিপার না?!

১৩| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:২০

গান পাগলা বলেছেন: জিপারের মাথায় যে ছিদ্রটা আছে সেটার সুতা বা তার দিয়ে উপরে কিছু একটার সাথে আটকে দিন। আটকানোর মত কিছু না থাকলে ছোট্ট একটা তারের বোতাম উল্টো করে বোতামের কাছাকাছি লাগিয়ে দিন।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬

বিডি আইডল বলেছেন: নীচে ছবি দিছে একজন, সেটা দেখে পরিস্কার হলো কি বলতে চাইছেন

১৪| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:২২

রাতুল রেজা বলেছেন: টা পোস্ট মাস্টার কি বাহিরে ছিল না ভেতরে? ;)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৭

বিডি আইডল বলেছেন: সেইটা সেন্সরর্ড ছিলো

১৫| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:২২

স্বাধীন জামিল বলেছেন: চেইন টা খুলে ফেলে পুরা যায়গা টা সেলাই করে দেন।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৭

বিডি আইডল বলেছেন: problem hoi

১৬| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

vorer pakhi বলেছেন: প্যান্টের উপর জান্গিয়া পড়েন ।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৭

বিডি আইডল বলেছেন: ta hole ki superman hote par mu?

১৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬

বিডি আমিনুর বলেছেন: কোন কারণ ছাড়া কিছুই হতে পারেনা, নিচ্চয়ই জামাত শিবিরের কাজ ।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮

বিডি আইডল বলেছেন: :) হ!

১৮| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৮

আিম এক যাযাবর বলেছেন: জিপারটা পাল্টায়া ফেলেন, নতুন জিপার লাগান। :D

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮

বিডি আইডল বলেছেন: সেইটা অবশ্য সহজ-সরল বুদ্ধি!

১৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৮

মেকগাইভার বলেছেন: ভিমরতি ধরলে যা হয় আরকি।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮

বিডি আইডল বলেছেন: কার জিপারের??

২০| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৪১

ফ্যাট পান্ডা বলেছেন: পিলাচ দিয়া হাল্কা করে চাপ দেন। ছবির মত করে।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৮

বিডি আইডল বলেছেন: দুইটা টেকনিক পাইলাম..এইটা ইজি মনে হইলো তার মধ্যে, ধন্যবাদ

২১| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮

স্পেলবাইন্ডার বলেছেন:


আপনিও বিশ্বাস করেন সামু বন্ধ ছিল আপগ্রেডেশনের জন্য! ;)

বাই দ্য ওয়ে, লিঙ্কনহুসাইনের পদ্ধতিটা কিন্তু ঠিক আছে। জিপারের রানারটা যদি মেটাল হয় তবে প্ল্যায়ার্স দিয়ে হালকা চাপ দিলেই আর সহজে খুলে যাবে না। তবে যদি লকটাই ভেঙ্গে যায় তবে নতুন জিপার লাগানো ছাড়া আর উপায় নাই। /:)

বিশেষজ্ঞ হিসেবে মতামত দিলাম! ;)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

বিডি আইডল বলেছেন: হে হে হে...আকলমান্দকে লিয়ে ইশারাই কাফি ;)

হ পদ্ধতিটা পছন্দ হইছে

২২| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

ফাহীম দেওয়ান বলেছেন:

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

বিডি আইডল বলেছেন: পিনের মাথা কই যাইয়া ঢুকে পরে!

২৩| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:

Click This Link

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫০

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ..নিট টেকনিক!

২৪| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:১০

আইজউদদীন বলেছেন: মাঝে মাঝে প্যান্টের জিপার খোলা থাকোন বালা মিয়া..... হাওয়া বাতাস যানের প্রয়োজন আছে..... :-P :-P :-P :D :D :D B-) B-)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫০

বিডি আইডল বলেছেন: ইজ্জতও হাওয়া হয়ে যাবে তো!

২৫| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:১২

পথিক মানিক বলেছেন: হলুদ পত্রিকা আর মিডিয়া দেখা বন্ধ করেন তাইলে আর কারোরে কিছু করতে মন চাইবো না । চাপে চেইন খুলবো না । কি ঠিক কইছি তো ? ;) :)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫১

বিডি আইডল বলেছেন: ;) মিডিয়াতে চাপাচাপি করার মত আর কিই বা আছে?? সানি লিউনের ভিডিও তো আর নাই?

২৬| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭

অকপট পোলা বলেছেন: আমার ও একই সমস্যা। তবে প্যান্টের কোমড় চিকন আর স্ট্রেচ প্যান্ট বলেই। আপনার এই প্রবলেম না হলে প্লায়ার্স লাগান।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫১

বিডি আইডল বলেছেন: কোমড় মোটা...ভালোই!

২৭| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩

্ঘুেন খাওয়া রোদ বলেছেন: লগ ইন না করে পারলাম না। পোষ্ট অফ দ্যা সেঞ্চুরী।। এপিক !!! ;)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫১

বিডি আইডল বলেছেন: ;) ১০০ হইছে?

২৮| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:১৪

অগ্নি সারথি বলেছেন: কুল থাকেন মিয়া।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫১

বিডি আইডল বলেছেন: চেইন খোলা রাইখা??

২৯| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ব্লগ ৪১৬ বলেছেন: বুঝতে পারছি, এইডা ল্যান্ডি বাজারের প্যান্ট। যাই হোক প্যান্টের জিপার এর টানোন্না যন্ত্রের পরিবর্তনের সময় হইয়াছে, বাইচ্ছা লন:

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫২

বিডি আইডল বলেছেন: জিপার পাল্টাইতে কন?

প‌্যান্ট কানাডা থেকে কিনা...তবে মেড ইন বাংলাদেশ মনে হয়

৩০| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৩

বিডি আইডল বলেছেন: :) কারো পৌষ মাস, কারো মুখে হাসঁ

৩১| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মুনসী১৬১২ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p

জিপারে একটা ফিতা বাইন্ধা টাইয়ের সঙ্গে বেধে রাখুন

নাহলে লুঙ্গি পড়ুন :P :P :P :P :P

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৩

বিডি আইডল বলেছেন: ডেস্টিনির লুকজনরা মনে হয় ওই করে আজকাল :)

৩২| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৩১

বইয়ের পোকা বলেছেন: বহুত জিনিস শিখলাম। এইটা নিয়াতো একখান পিএইচডি করন যাইব। ;) ;)

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৩

বিডি আইডল বলেছেন: হ! এইটা অন্যতম জাতীয় সমস্যার ১০টার মধ্যে একটা

৩৩| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৫১

সায়েম মুন বলেছেন: অনেকে প্লাস দিয়া চাপ দিতে বলতেছেন। এখন যদি প্লাস না থাকে একটা শক্ত কিছু দিয়া হাল্কা বাড়ি মারেন। একবারে না হলে আর দুই তিনটা বারি দ্যান।

আর পোস্টের বিষয়বস্তু যদি ছবি সংক্রান্তই ধরে নেয়া হয় তাহলে বলবো ছবির ব্যাপারে সামুর সার্ভার একদম নাখোস।

৩৪| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

সায়েম মুন বলেছেন: বারি দেয়ার আগে চেইনটা প্লেইন মেঝেতে রাখুন। #:-S

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪

বিডি আইডল বলেছেন: পরা অবস্হায় বাড়ি দিলে তো হাসপাতালে যাওয়া লাগবো ;)

৩৫| ১০ ই মে, ২০১৩ রাত ১১:০৩

মৈত্রী বলেছেন:
এই সমস্যার জন্য এখন বাটন প্যান্ট পরি...

এতেও আরেক যন্ত্রণা... ইমার্জেন্সি মোমেন্টে সময় বেশি লাগে...

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪

বিডি আইডল বলেছেন: হ...আর বাটন প‌্যান্ট সব ডিজাইনে পাওয়াও যায় না

৩৬| ১০ ই মে, ২০১৩ রাত ১১:১৬

বটতলার টারজান বলেছেন: তালার উপরে কথা নাই !

''একটা চাবি মাইরা দিছে ছাইড়া'' =p~ =p~

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪

বিডি আইডল বলেছেন: তালা দিবে কই?!

৩৭| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমারো একটা প্যান্টে একই সমস্যা।

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৫

বিডি আইডল বলেছেন: উপরে দুইটা সমাধান আসছে (৩ নং জিপার পরিবর্তন করা)

৩৮| ১১ ই মে, ২০১৩ রাত ৩:১৯

এস আর সজল বলেছেন: "মোঃ মহসিন আলম (রনি)" ভাইয়ের আইডিয়াটা সবচে চরম হইসে :P :P :P

১২ ই মে, ২০১৩ সকাল ৮:৫৫

বিডি আইডল বলেছেন: :)

৩৯| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৪১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:

৪০| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার বাসা যদি বারিধারা না হয় তবে সমাধান আছে।

জিন্স ফিন্স লাথি মেরে ফেলে দিন। বাংলার লুংঙ্গি পড়ুন্। কাছা মারুন শক্ত করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.