নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

ভাই দেশটা না ছাড়লেই কি নয়?

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

অনলাইনে লোকাল ক্লাসিফায়েডে (কিজিজি) ঘুরাঘুরি করছিলাম সস্তায় একটা জিনিষ কেনার জন্য। লোকজন বাসা মুভ করার সময় অনেক কিছু অল্প দামে বেচে দিতে বাধ্য হয়। আমি এইরকম সেল থেকে দারুণ দারুণ সব জিনিষ সস্তায় কিনেছি অতীতে।



কি মনে হতে বাংলাদেশ লিখে সার্চ দিলাম। বিবিধ সার্চ উত্তরের সাথে নীচের একটি আ্যড দেখে মনটা খারাপ হয়ে গেল।



Job Wanted.



Date Listed 30-May-13

Address Scarborough, ON M1K 1P1, Canada



Hi,



I am a new immigrant in Canada.I badly need a full-time job.Now I am working in a restaurant named Sizzling Grill,1468,Queen Street,West for 2 days in a week.But I need a full-time job in any warehouse,Shopping mall,Dollarama or fast food shop.I am a post-graduate and fluent in English and an Assistant Professor of Leading University in Bangladesh.



I am very hard-working,punctual,dedicated and honest to my work. I am ready to work in morning & evening shift at any day in a week.

I am eagerly waiting for your response.



Best Regards,



Tan***** ****man



Contract- 647-778-****

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১০

কালোপরী বলেছেন: :(


থাক বিদেশে নাই পড়লাম

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৩

আনন্দক্ষন বলেছেন: কে বোঝাবে এদের?......খারাপ লাগে যখন দেখি, এই মানুষগুলোই ৭/৮ বছর পর চরম মানষিক কষ্টে ভোগেন.....।অথ

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৫

মনিরা সুলতানা বলেছেন: কিভাবে কত ভাবে এদের কে বোঝাবে ...।
আত্মীয় ,পরিচিত বন্ধু ,শিক্ষক কত জন এর কথা বলব... গুন্তে গেলে আঙ্গুল কম পরে যাবে ...


৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৬

একাকী বালক বলেছেন: হুমম। আশা করি উনি তাড়াতাড়িই জব পাবেন। দেশ ছাড়াটা ব্যক্তিগত ব্যাপার আসলে। নিজেকে অন্যের জায়গায় কখনোই বসায় বিচার করা যায় না।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১০

বিডি আইডল বলেছেন: নিজেকে অন্যের জায়গায় না...অন্যকে নিজের জায়গায় বসিয়ে বিবেচনা করুন।

দেখুন, দেশে যারা ভালো আছে; বিদেশ তাদের জন্য নয়। এই আপ্তবাক্য যতই রুঢ় বা খারাপ শোনাক...সত্য।

৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি বিদেশে যায়নি গেলেউচ্চ শিক্ষার্থে যেতে পারি আবার চলে আসব।দেশে ভাল যব না পেলে বিদেশে যাবে ।যেতে পারে। সুন্দর পোস্ট ।

৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৫

জাহাজ ব্যাপারী বলেছেন: ইউনিভার্সিটিতে চাকরীটা কেমনে পাইছিল এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর! মগজের জোরে নয় নিশ্চয়ই।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১১

বিডি আইডল বলেছেন: হয়ত মেধার জোরেই পেয়েছে। কিন্তু একজন শিক্ষক মানুষ কতটা অসহায় অবস্হায় পড়লে রেস্টুরেন্টে কাজ করার পাশাপাশি শপিং মলে কাজ খোজার জন্য এইরকম আ্যড দিতে পারে...সেটা ভেবে দেখার বিষয়

৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১৬

মিনেসোটা বলেছেন: হু হু, বিদেশে খালি বিডি সাব থাকবেন, বাকি লোকজনের প্রবাসী হইয়া বিদেশের মর্যাদা কমানোর তেব্ব্র প্রতিবাদ জানাই

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৯

বিডি আইডল বলেছেন: এই পোষ্টটা কেন দিয়েছি সেটা বোঝার মত ঘিলু আপ্নার নাই

৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৪

মিনেসোটা বলেছেন: ঠিক ভাই, আপনেই একমাত্র ঘিলু ওয়ালা লোক যে কানাডায় থাকেন
বাকিদের আল্লাহ ঘিলু ছাড়া জন্ম দিয়েছে। তাদের দেশেই পঁচে মরা উচিত

৯| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:২৮

পরিযায়ী বলেছেন: দেশে থাকলেতো আপনি জীবনেও পুরান আসবাব কিনতেন না মিয়া। =p~ =p~

নিজে যেমন আমাদের নামাইছেন তেমন ওই লোকও আমাদের নামাইছে। ২জনরেই গদাম।

১০| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

হাছুইন্যা বলেছেন: ইংলিশের লেকচারার যার বাংলাদেশে মাসিক ইনকাম ৫০ হাজারের উপরে এমন লোককেও দেখেছি কানাডায় গিয়ে শপিং মলে কাজ করতে।

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:০১

আমি তুমি আমরা বলেছেন: দুঃখজনক

১২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মুনতা বলেছেন: আমি বাংলাদেশে ভাল আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.