নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

ইনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী!!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪





আমি ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে-শুয়েই আইফোনে দেশের নিউজগুলো একটু ঘুতাই। আজ সকালে সেটা করতে যেয়ে বিডিনিউজের হোমপেজে একটা নিউজ দেখে ধাক্কা খেলাম!



প্রধানমন্ত্রী বলছেন যেহেতু জনগণ লোডশেডিং এর সমালোচনা করে, তাই ঈদের পর তাদের শাস্তি হিসাবে লোডশেডিং আরো বাড়িয়ে দেয়া হবে! এর আগেও তিনি বলেছেন লোডশেডিং কি সেটা বোঝাতে তিনি দিনে ২ ঘন্টা করে লোডশেডিং এর নির্দেষ দিয়েছেন।



একজন সুস্হ মস্তিকের প্রধানমন্ত্রী কি এই ধরণের কথা বলতে পারে?!?

মন্তব্য ১৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

বিডি আইডল বলেছেন: খবরটি বিডি নিউজ ইচ্ছাকৃত ভাবে প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে। এর পরের খবরগুলোও এখনও হোমপেজে আছে তাদের।

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

নীলতিমি বলেছেন: কারণ, উনি আগামীবার ক্ষমতায় আসতে চান ! ;-)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

বিডি আইডল বলেছেন: জ্বী.সব লাইট বন্ধ করে দিয়ে...মতিঝিলের মত

৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

রিওমারে বলেছেন: উনি সুস্থ এই কথা আপনাকে কে বলল । অশিক্ষীত মানষিক বিকার গ্রস্ত । :P :P

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

বিডি আইডল বলেছেন: রোজার মাস..তাই ভাষা একটু সংযত করলাম আর কি :)

৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

সৌমিক জামান বলেছেন: ভালো তো, ভালো না? আমার গ্রামের বাড়িতে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উনি যদি একটু কষ্ট করে আরও ৬ ঘণ্টা লোডশেড এর বেবস্থা করেন, তাহলে চোখ বন্ধ করে নৌকায় ভোট দিব(বাকিরা কি করবে,আমার দেখার বিষয় না)

৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

হৃদয়হীনা বলেছেন: আপনাকে কে বললো উনি সুস্থ মস্তিস্কের প্রধানমন্ত্রী? আপনার হয়তো খেয়াল নেই, মাননীয় আদালত উনাকে রং হেডেড ওমেন এবং পরবর্তীতে পরোক্ষ ভাবে হায়েনা (হায়ার য়েডুকেটেড নারী) নামে আখ্যায়িত করেছেন। ও বলতে ভুলেই গেছি "ইউ আর এ লায়ার"

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

দুরন্ত-পথিক বলেছেন: রং হেডেড পারসন এর কথা নিয়া টানা টানি না করাই বুদ্ধিমানের কাজ হবে।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

ছাঈক্লোন বলেছেন: জনগনের ভালর জন্যই তো বলেছেন খরচ কমবে! ঘরে ছেলে মেয়েরা সারাদিন সিরিয়াল দেখবেনা! আরো কতো সুবিধার কথা মাথায় রেখে তো এই কাজ করছেন!!

৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: করে দিক!

৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: ইউপিএস, আইপিএস এর ব্যবসা করব ভাবতেছি ;)

১০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

নয়ামুখ বলেছেন: যে নেত্রী সামান্য সিটি নির্বাচনে জনগনের রায় মেনে নিতে পারেননি, হুমকী দিচ্ছেন বিদ্যুত বন্ধ করে দিয়ে এর প্রতিশোধ নেবেন, সে নেত্রী যদি জাতীয় নির্বাচনে পরাজিত হন তখন তিনি কি করতে পারে।

তিনি কি তখন দাদাদের ডেকে এনে দেশের মানুষকে হত্যা করবেন ? এই প্রশ্নের উত্তর কে দেবে ?

১১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

ধীবর বলেছেন: বুড়া বয়সে ভীমরিত ধরেছে উনার। ক্ষমতা হারানোর আতংকে আর জনতার আদালতে বিচার হবার ভয়ে উনি স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছেন।

১২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

মাজহারুল হুসাইন বলেছেন: নয়ামুখ বলেছেন: যে নেত্রী সামান্য সিটি নির্বাচনে জনগনের রায় মেনে নিতে পারেননি, হুমকী দিচ্ছেন বিদ্যুত বন্ধ করে দিয়ে এর প্রতিশোধ নেবেন, সে নেত্রী যদি জাতীয় নির্বাচনে পরাজিত হন তখন তিনি কি করতে পারে।

তিনি কি তখন দাদাদের ডেকে এনে দেশের মানুষকে হত্যা করবেন ? এই প্রশ্নের উত্তর কে দেবে ?

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: এমন লাগাম ছাড়া মুখ পৃথিবীর আর কোন প্রধানমন্ত্রীর আছে কিনা কে জানে /:) /:)

১৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিডি ভাই বাংলাদেশটা হাসিনার পৈতৃক সম্পত্তি...আপনের এত্ত বড় সাহস হাসিনার সমালোচনা করেন X((

১৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

মিজানুর রহমান মিলন বলেছেন: এটাকে বলে নারীপনা ! বৌ শাশুড়ির ঝগড়া যেরকম হয় আর কি ! আজব দেশের আজব প্রধানমন্ত্রী । আসলে ওমনিপটেন্ট প্রধানমন্ত্রী হলে যা হয় আর কি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.