নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

জ্বী, এইটা শাওনের ডিজাইন করা হুমায়ুন আহমেদের কবর সৌধ

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩





"এটা তো যেনতেন মানুষের কবর না। তাই এর ডিজাইনে বিশেষত্ব রাখা হয়েছে। গেট দিয়ে কেউ প্রবেশ করলে সরু করিডোর দিয়ে এগিয়ে যাওয়ার পর কবরের দিকে তার মনোযোগ পড়বে।"



পারডন মি ম্যাডাম শাওন। ইনার কবর নিয়ে এইরকম মস্করা করার রাইট আপনাকে কেউ দেয় নাই। উনার কবরের আর্ন্তজাতিক মানের ডিজাইন পাওনা ছিলো এবং শুধু খবরটা প্রচার করলেই দেশী-বিদেশী আর্কিটেকচারদের ডিজাইনের ভারে আপনি চাপা পড়তেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

মুরাদ-ইচছামানুষ বলেছেন:
এই ডিজাইন খারাপ কি হইছে?

এসব নিয়ে আসলে কথা বলার কিছু নাই। তাদের পারিবারিক ব্যাপার।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০

বিডি আইডল বলেছেন: হুমায়ুন আহমেদ জাতীয় সম্পত্তি। কারো বাপ-দাদারা ব্যাপার না এটা।

২| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

টেস্টিং সল্ট বলেছেন: খারাপ কি???

৩| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

শুঁটকি মাছ বলেছেন: শাওনের চামচামি করতে আসিনাই।তবে ভাল জিনিসকে ভাল বলা উচিত!!!!

৪| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

অসহায় নাগরিক বলেছেন: এইটা কি বানাইসে? হায়রে...

৫| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

স্পেলবাইন্ডার বলেছেন: মরেও মানুষটা শান্তি পাইল না...

৬| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

জান্নাতুল এন পিয়াল বলেছেন: লেখক আঙ্কেল, এখানে আপনি খারাপ কি দেখলেন? খামোকা নিজের মনোভাব অন্যের উপর চাপায় দিতে চান কেন?

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

বিডি আইডল বলেছেন: বাথিজা তুমি পোলাপান মানুষ...সাইডে যাইয়া ফিডার খাও।

৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

অচিন তারা বলেছেন: হাজব্যন্ড এর কবরের ডিজাইন ওয়াইফ করেছে তাতে সমস্যা কোথায়? আন্তর্জাতিক মানের ডিজাইনার করলে কি স্বপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হয়ে যেতো? আমাদের সমস্যা এটাই। সব কিছু নিয়ে একটা প্যাচ লাগাইতেই হবে।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০

বিডি আইডল বলেছেন: হুমায়ুন আহমেদ জাতীয় সম্পত্তি। কারো বাপ-দাদারা ব্যাপার না এটা।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

বিডি আইডল বলেছেন: ডিজাইন সম্পর্কে কোন ধারণা নেই আপনার বোধ করি। সৌধ দেখতে কেমন হয়েছে নীচে কমেন্ট দেখুন।

৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

নিমচাঁদ বলেছেন: একজন করদাতা সাধারণ নাগরিক হিসাবে যদি মন্তব্য করার অধিকার থাকে , তবে এই ডিজাইন টা নিয়ে আমি বলবো, এটা আমার কাছে বন্যা কবলিত গ্রাম দেশের জন্য নির্মিত একটা উচুঁ কমোডের মতোন ডিজাইন বলে পরিগণিত হয়েছে ।

কবর , কবরের মতোনই রাখা যেতো, যাতে হুমায়ুনের মা হাত দিয়ে সেই মাটি স্পর্শ করে ছেলেকে কিছুটা ছুতে পারতেন।
অথবা ,
একটা সমাধির মতোন ই মনে হয় এই রকম অনেক ডিজাইন বিনা পয়সায় পাওয়া যেতো।

সমস্যা হইছে , খারাপ শুনা গেলো ও বলি, আইনানুসারে মুরগীর মালিক, মুরগী ঠাং দিয়ে কাটবে না গলা দিয়ে কাটবে, সে অধিকার কিন্তু মিসেস শাওনের।
তাই ,আপাতত এই নিয়ে আর কিছু না ভাবি।
হুমায়ুন আমাদের কাছে ,আমাদের মতোই বেচেঁ থাক।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

বিডি আইডল বলেছেন: হুমায়ুন আহমেদ জাতীয় সম্পত্তি। উনার এইরকম ডিজাইনের সৌধ প্রাপ‌্য ছিল না।

৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

wrongbaaz বলেছেন: জনপ্রিয়তার চেতনায় শাওনের কবর ব্যবসা, X( , বলি হুমায়ুন আহমেদ কি তোর বাপের সম্পত্তি X(

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

বিডি আইডল বলেছেন: হুমায়ুন আহমেদ জাতীয় সম্পত্তি। কারো বাপ-দাদার ব্যাপার না এটা।

১০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

আলফা-কণা বলেছেন: manush pareo,,,, khali paknami kore,,,nijere pondit banaite ashey public er samne,,,,

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

বিডি আইডল বলেছেন: জ্বী..আপ্নে ভালোই পন্ডিতি দেখাইয়া গেলেন

১১| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: বাস্তবে না দেখে মন্তব্য করা চলে না!

১২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

মইনুল১০২ বলেছেন: এত ডিজাইন করার দরকার কি ? যেটা হয়েচে সেটাই তো বেশী।

১৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

আহলান বলেছেন: সমস্যা কি? ঐটা কি আসলেই বিতর্কের কিছু?

১৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পড়ার আহবান জানাই

সাহিত্যিকের মৃতু এবং আমাদের গদগদে আবেগ

Click This Link

১৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: প্রথম কথা হলো, আস্তিক মানেই মুসলিম বা হিন্দু বা প্রতিষ্ঠিত কোনো ধর্মের নিচে অবস্থান নিতে হয় সেটা নয়। পৃথিবীতে এখন অনেক আস্তিক আছেন যারা শুধু সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। এর মানে এই নয় যে, তারা কোনো ধর্মের আন্ডারে গিয়ে আস্তিক হয়েছেন। হুমায়ূন যদি মুসলিম আস্তিকই হতেন তবে মুসলিম সংস্কৃতি নিয়ে রসিকতা করতেন না। বা খাড়া কবর দেওয়ার কথা বলতেন না। বোঝা গেছে?

১৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫

আততায়ী০০৬ বলেছেন: কয়দিন পর এইডা হইপে মাজার।

১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

একজন ঘূণপোকা বলেছেন: বাল বানাইছে, স্যারের নিয়া মজা করা অফ করা দরকার

১৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

সানড্যান্স বলেছেন: ঠিক যেমন নোংরা মহিলা শাওন, ঠিক তেমন অভিজাত হল গুলতেকিন!

এটা কি সমাধি বলে?
আমার বালের আর্কিটেক্ট মহিলা!

১৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

সানড্যান্স বলেছেন: নিম চাদ ভাইয়ের কমেন্টে কয়েকশো লাইক!

২০| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ও

২১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

অচিন তারা বলেছেন: একজন স্থপতি কে বলছেন যে ডিজাইন সম্পর্কে আইডিয়া নেই। বিষয়টি "মায়ের কাছে মামা বাড়ীর গল্প" করার মত হয়ে গেল না? আর আমি কবরের ডিজাইন নিয়ে মন্তব্য করিনি। প্রতিটা মানুষ প্রথমে তার পরিবারের তারপর দেশ/জনগনের সম্পত্তি। সে যত বড় সেলিব্ররেটিই হোক না কেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

বিডি আইডল বলেছেন: আপনার মত ডিজাইনারদের শিক্ষক এই পোষ্টেই আছেন। তাদের কাছে মাসীর কাছে পিসির বাড়ীরও গল্প হয়ে যাচ্ছে না।

জ্বী, এই কারণেই হুমায়ুনের লাশ মর্গে রেখে তার দুই পক্ষের দুই স্ত্রী-পরিবার আদালত পর্যন্ত যাচ্ছিলেন কবর কোথায় হবে সে বিষয়ে সুরাহা করতে।

২২| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

এম এস সোহেল বলেছেন: কবর ব্যবসা আগে শুধু মাত্র কথিত অলি আউলিয়া দরবেশদের নিয়ে হতো,এখন সাহিত্যিক দের দিয়েও হয়।যেমন খাদেম শাওন।

২৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ম্যানহোলের ঢাকনার মতো দেখতে লাগছে, আমার একটুও পছন্দ হয়নি। তবে স্ত্রী হিসেবে যেহেতু উনি ডিজাইনটা করেছেন, যেমনই হোক, ঠিকই আছে।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মুনসীমাহফুজ বলেছেন: মানুষের মৃত্যুর পর তার আমলনামাটাই শুধু থাকে, লাশ বাঘের পেটে গেলো না সমাধি বানিয়ে সবাই শ্রদ্ধা করল, এগুলো কোন বিষয়ই না।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

কেএসরথি বলেছেন: আমার কাছে ডিজাইনটা অসম্পূর্ন মনে হচ্ছে।
যাই হোক।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: :-* :| :| :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.