নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কি সমকামীতা বৈধ?

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১





বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডে বা দশ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন এবং তদুপরি অর্থদন্ডেও দন্ডিত হবেন।



এ ধারায় বর্ণিত অপরাধীরূপে গণ্য হবার জন্য যৌন সহবাসের নিমিত্তে অনুপ্রবেশই যথেষ্ট বিবেচিত হবে।



[Section 377. Unnatural offences-- Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.



Explanation-- Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.]



এই ধারার অধীনে সমলিঙ্গ মানুষের মধ্যে পরস্পর যৌন-সহবাস, পায়ুকাম এবং পশ্বাচার (পশুর সাথে নর বা নারীর পায়ু বা যোনিপথে সংগম) শাস্তিযোগ্য অপরাধ। এধরনের অপরাধ স্বেচ্ছায় করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।



আইন যদি এই হয়, তবে আমার প্রশ্ন বাংলাদেশে রুপবান এর মত ম্যাগাজিন কি করে প্রকাশ হয় আর সমকামীদের রেইনবো প্যারেড কি করে হয়??

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

দালাল০০৭০০৭ বলেছেন: বাংলাদেশ ত সবই সম্ভব

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯

বিডি আইডল বলেছেন: সবই সম্ভব না। রিজওয়ানার জামাই পকেটে ৩০০/- নিয়া উদ্ধার হইতে পারলেও ইলিয়াস আলীর উদ্ধার হওয়া সম্ভব না।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

ইমাম হাসান রনি বলেছেন: দালাল০০৭০০৭ এর সাথে একমত । এখানে যে কোন কিছুই হতে পারে সব সম্ভবের দেশ বাংলাদেশ X(( X((

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

মুদ্‌দাকির বলেছেন: আসলে প্রশ্ন গুলা সংস্কৃতি মন্ত্রি , স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রি কে এক সাথে করে যেতে পারে!!!

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮

বিডি আইডল বলেছেন: প্রশ্ন হইলো উনারা যদি সমকামী হোন!?

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

আলী খান বলেছেন: যেই ধারার কথা উল্লেখ করলেন তার ব্যাখ্যা আমাদের রাষ্ট্রপ্রধান ভাল বলতে পারবেন,,,,,,,,কোথায় এখন হেফাজতের শফী??????

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: প্রথমবার দেইখা সবাই ভ্যাবাচ্যাকা খায়া গেসিলো। এর পরে বেশি তেড়িবেড়ি করলে হোমোগিরি ছুটায়া দেয়া হবে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

রজনী সেন বলেছেন: বর্তমান উন্নত সকল বহির বিশ্বে সমকামিতাকে অনুমতি দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশে দিলে সমস্যা কোথায়?

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯

রাতুল রেজা বলেছেন: উদ্বেক জনক । এরকম র‍্যালি রাস্তায় হতে দেয়া হয়েছে এটা যথেষ্ট উদ্বেকের। মুসলীম প্রধান দেশে সমকামীতার শাস্তি মৃত্যুদন্ড হতে হবে।


** অলরেডি একজন হোমো অধিকার চেয়ে ফেলেছে ওপরে।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

নিক-অনিক বলেছেন: এইসব আজাইরা ব্যাপারগুলা যতদিন বড় কোন ইস্যু হয়ে না উঠবে, "বড় মানুষ"গুলা যতদিন এর মাঝে নিজেদের স্বার্থ খুঁজে না পাবে - ততদিন কারো নজরে পড়বে না।

অথচ ততদিনে এসব নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে :(




"সবকিছু নষ্টদের অধিকারে যাবে"

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

ফনিমনসা বলেছেন: বিকৃত রুচির চূড়ান্ত প্রকাশ!

১১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

দি সুফি বলেছেন: রাতুল রেজা বলেছেন: উদ্বেক জনক । এরকম র‍্যালি রাস্তায় হতে দেয়া হয়েছে এটা যথেষ্ট উদ্বেকের। মুসলীম প্রধান দেশে সমকামীতার শাস্তি মৃত্যুদন্ড হতে হবে।

X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.