নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

সামুর সর্ব্বোচ্চ হিট পাওয়া ব্লগারের তালিকাতে কি নতুন কেউ ঢুকেছে?

০৯ ই মে, ২০১৪ ভোর ৬:৪৩

নীচের তালিকাটি ২০১২ সালের (ক্রম পরিবর্তন হয়েছে, আপডেটেড এজ অব টুডে)। এই তালিকাতে কি বাইরের কেউ ঢুকার মত হিট পেয়েছে (বা ৪ লক্ষ হিট অতিক্রম করেছে??



[ব্লগের যে মরা-ধারা অবস্হা, আর ক্ষণে ক্ষণে খারাপ জ্বীনের ব্যাড গেটওয়ে দেখায়, সেখানে লোকজন আসবো ক্যামতে]



১. নাফিস ইফতেখার: ৯৫২৯৪৬



২. কৌশিক: ৯০০২৭৭



৩. বিডি আইডল: ৮০৬৪২৩



৪. ইমন জুবায়ের: ৭৯১৮৪৫



৫. ত্রিভুজ: ৭৮৮০৫৪



৬. ফিউশন ফাইভ: ৭৩২৫৮০



৭. রাজামশাই: ৬৮৪৭৩২



৮. অমি রহমান পিয়াল: ৫৪১১৮৬



৯. রাগ ইমন: ৪৯৯৪৮০



১০. রাগিব: ৪৫৬১৫২





পাদের টীকা:



হিট ধুইয়া কি পানি খামু??

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৩০

উপপাদ্য বলেছেন: হিট পাইবো ক্যামতে? গজামের নাস্তিকেরা ইসলাম বিদ্বেষ করে বাংলা ব্লগিংয়ের ইজ্জতটা এমনভাবে মারছে আর এই ভ্রস্টদের ব্লগিং প্লাটফর্মগুলো এমনভাবে প্রমোট করেছে যে সমাজের শিক্ষিতশ্রেনী লজ্জা পায় ব্লগিং করতে।

আলেক্সাতে সামু ৪০ এর ঘরে।


[ পাদের টিকা:
হিট ধুইয়া কি পানি খামু ]

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৩

বিডি আইডল বলেছেন: শিক্ষিতশ্রেণীর সংজ্ঞা জানতে চেয়েছেন একজন :)

২| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
টীকায় সহমত.... :)

তবে ব্লগের জন্য ওটা দরকারি... যেমন দরকারি অ্যালেক্সা রেইট।

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৩

বিডি আইডল বলেছেন: অ্যালেক্সা নিয়ে এই ব্লগের কর্ণাধাররা একসময় বহু মাতামাতি করেছিলেন...তারা এখন কি করেন জানতে মুন্চায়

৩| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৪৩

পংবাড়ী বলেছেন: ওষব হিটমিট ছিলো ব্লগিং এর শুরুতে; তখন আলাদা নতুন আমেজ ছিলো; এখন উনাদের লেখা হিট করার সম্ভাবনা কম!

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৪

বিডি আইডল বলেছেন: শুরুতে বলা ঠিক না। তবে নীচের কমেন্টে যেমন এসেছে...ফেসবুক একটা বড় ভূমিকা রেখেছে।

৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৫৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ব্লগে এখন ইন করা মানুষই আসেনা যেখানে, ব্লগের হিট সেখানে অনেক পরের কথা, ফেসবুকের সর্বগ্রাসী প্রভাবে এখন কেউ ব্লগে ১ম পেজের এক্সেস বা হিট নিয়ে মাথা ঘামাবেও না, এককালে এক্সপি সেটাপ এর পোস্টও সর্বকালের সেরা পোস্ট তালিকায় অন্যতম ছিল, বর্তমানে সেই টাইপের পোস্ট (আইডিএম বিষয়ক, টেকি, ২-১ লাইনের মুভি ডাউনলোড লিঙ্ক) হালে পানিই পাবে না।

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৫

বিডি আইডল বলেছেন: ৮০% সহমত। ব্লগের আহাম্মকি মার্কা মডারেশন না থাকলে তবু মানুষজন ব্লগিং করতো। ফেসবুকের ফ্রিডম ব্লগে কেন দেয়া যাবে না কে জানে!?

৫| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:২২

মামুন রশিদ বলেছেন: হিট এখন ইতিহাসের ব্যাপার ।

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৫

বিডি আইডল বলেছেন: তাইতো মনে হচ্ছে।

৬| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:১৮

সাদা মনের কালো মানুষ বলেছেন: সামুর মৃত প্রায় অবস্থা!! এখন ভালো কোনো ব্লগার নাই সব চটি লেখক!!

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৫

বিডি আইডল বলেছেন: আমি মাঝে মাঝে ঘুরে যাই...১০-১২ জন দেখি লগড ইন!

৭| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:২৪

ময়নামতি বলেছেন: উনাদের মহান কৃপায় সামু এখন নোবেল পাইতে যাইতেছে........................

বেশী তৈল দিলে কাপড় ধোয়া সাবান দিয়েও গোসল করানো যায়া না বরং পচা সাবানের নাস্তিক মার্কা খুশবু বের হয়।
জয় হউক তৈল মাতার ।

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৬

বিডি আইডল বলেছেন: আপ্নে যে গ্রুপের কথা বলছেন...এর বাইরের কেউও এখন আর ব্লগিং করে না

৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩

দালাল০০৭০০৭ বলেছেন: পাদটীকায় সহমত।

জৈবন আর হিট সবসময় থাকে না।
;-)

৯| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০১

মরণের আগে বলেছেন: উপপাদ্য এর সাথে একমত

১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০৯

একজন ঘূণপোকা বলেছেন:
৪ লক্ষ হিট!!!! B:-/ B:-/ B:-/ B:-/


এখন সামুর যে অবস্থা আট বছর ব্লগিং করলেও ৪ লক্ষ হিট কেউ পাইব না।

সাম্প্রতিক স্টিকি পোস্টের যে করুন অবস্থা, তা দেখলেই বোঝা যায় যে ৪ লক্ষ হিট পাওয়া কতটা টাফ।


পাদের টীকা:

হিট ধুইয়া কি পানি খামু??

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫৭

বিডি আইডল বলেছেন: হ...প্রচুর পোষ্ট স্টিকি হয় দেখি ইদানিং..তবে মার্কেট পায় না :)

১১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৫৭

কালের সময় বলেছেন: কি ভাবে হিট হবে দারি রাখলেই যেমন জামায়েত ইসলামের লোক হয় তেমন দেশের ভাল মন্দ কিছুর ব্যপারে লেখলেই সে হয়ে যায় বিরোধী দল ।
আর হেমনেই হ্যরে হয়ত গ্রেফতার নয়ত মেরে ফেলেন ।

১২| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:৫২

আমি তুমি আমরা বলেছেন: এটা কি আমার পোস্টের আপডেটেড ভার্সন?

১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫২

বিডি আইডল বলেছেন: হ্যা তালিকাটা তোমার পোষ্টের

১৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪

ইমরান হক সজীব বলেছেন: জনাব উপপাদ্য, শিক্ষিতশ্রেনী কারা?

১৪| ১০ ই জুন, ২০১৪ রাত ৩:১৯

উপপাদ্য বলেছেন: যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত। যারা অবজেক্টিব, গনতন্ত্রমনা, অনয়ের মতকে শ্রদ্ধা করে।


দুঃখিত। মাসের উপরে অনলািনে ছিলাম।

ধন্যবাদ। ভালো থাকুন।

১৫| ১০ ই জুন, ২০১৪ রাত ৩:২৪

উপপাদ্য বলেছেন: *** মাসের উপরে অনলাইনে ছিলাম না।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

রাতুলবিডি৫ বলেছেন: উপপাদ্য বলেছেন: হিট পাইবো ক্যামতে? গজামের নাস্তিকেরা ইসলাম বিদ্বেষ করে বাংলা ব্লগিংয়ের ইজ্জতটা এমনভাবে মারছে আর এই ভ্রস্টদের ব্লগিং প্লাটফর্মগুলো এমনভাবে প্রমোট করেছে যে সমাজের শিক্ষিতশ্রেনী লজ্জা পায় ব্লগিং করতে।


++++++++++++++++++

১৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

 বলেছেন: হিট এখন ইতিহাসের ব্যাপার :( :(

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

বিডি আইডল বলেছেন: এইটার আপডেট কেউ চেক করতে পারবেন??

১৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৭

পদ্মপুকুর বলেছেন: বহুদ্দিন্বাদে আপ্নেরে দেইখ্যা কইল্জা জুর্লো। আমি অহনো লাইগ্যা আছি।
যাউগ্গা, অহন্কার দিনে ব্লগার চাঁদগাজী ওই লিস্টে হান্দাইবার পার্ছে মনে লয়। ওনার পোরডাকশন রেট ভালো।

আসেন না মাঝে মাঝে। দেখলে ভাল্লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.