নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

রাজশাহীর এই জায়গাগুলো কে কে চিনেন?

১৪ ই মে, ২০১৪ ভোর ৬:২৬

রাজশাহীর শহরের উপর আমার দখল চট্রগ্রামের মত নয়। তারপরও দেখা যাক কে কে চিনতে পারেন?



কয়েকটা ছবি সহজেই ধরতে পারার কথা।







শেষ করছি কানসাটের একটি আমের বাজারের ছবি দিয়ে:



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ সকাল ৭:১৯

পানকৌড়ি বলেছেন: সবগুলো ছবিই সুন্দর ও পরিচিত । তবে নিচ থেকে ৩নং ছবিটা কোথাকার ? সবাইতো আর চিনবেনা তাই ছোট্ট করে পরিচিতিটা দিলে মনে হয় ভাল হতো ।

১৪ ই মে, ২০১৪ সকাল ৭:৩৬

বিডি আইডল বলেছেন: আপনি যেগুলো চিনেন সেগুলোর পরিচয় দিয়ে সবাইকে চিনিয়ে দিন :)

২| ১৪ ই মে, ২০১৪ সকাল ৮:০১

পংবাড়ী বলেছেন: রাজশাহী সুন্দর; ওখানে শিবির ঘাঁটি করেছে, ওদেরকে তাড়ানো দরকার; না হয় ওরা সবকিছু নস্ট করে দেবে।

১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১৬

বিডি আইডল বলেছেন: শিবিরের ঘাটির ঠিকানাগুলো দেন..আমার ছাত্রলীগের জনসেবক ভাইদের পাঠিয়ে দেই।

৩| ১৪ ই মে, ২০১৪ সকাল ৮:৩৮

দালাল০০৭০০৭ বলেছেন: শুরু করেছেন নওদাপাড়া আমচত্রর দিয়ে স্থান পেয়েছে ইউনিভারসিটি,সাহেব বাজার পদ্মার পাড়, রাজশাহী কলেজ, শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা, জিয়া পারক

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

বিডি আইডল বলেছেন: অনেকগুলোই পেরেছেন

৪| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ১. আম চত্তর, নওদাপাড়া।
২. রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩.রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪.
৫. পুঠিয়ার শিব মন্দির।
৬. রাজশাহী কলেজ।
৭. ভদ্রার মোড়।
৮. শহীদ কামারুজ্জামান কেন্দ্রিয় উদ্যান।
৯. পদ্মার পাড়, (সম্ভবত রিভার ভিউ স্কুলের দিকটা)।
১০. পুঠিয়া রাজবাড়ী কলেজ।
১১. পদ্মার পাড় (বড়কুঠি এলাকা)।
১২.
১৩. পদ্মার পাড় (বড়কুঠি এলাকা)।
১৪. বাঘা মসজিদ।
১৫. পঞ্চবটি ???
১৬.
১৭.
১৮. জিয়া পার্ক।

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৭

বিডি আইডল বলেছেন: ১৭. রাজশাহী চিড়িয়াখান
১৬. শাহ মখদুমের মাজার (দরগাপাড়া)

৫| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৩০

সুফিয়া বলেছেন: রাজশাহী আমি মাত্র একবার গিয়েছি। সেই সুবাদে প্রথম ছবিটা দেখেছি। বাকীগুলোর একটু ক্যাপশন দিতে পারলে ভালো হতো। তবে ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপনাকে।

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৮

বিডি আইডল বলেছেন: পোষ্টটাই ক্যাপশন কটটেস্ট নিয়ে...দিয়ে দিলে তো মজা শেষ!

৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৪১

ড. জেকিল বলেছেন: শেষের উপরে তিন নাম্বারটা আমি চিনিনাই |-)

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৮

বিডি আইডল বলেছেন: চিড়িয়াখানা

৭| ১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭

এন ইউ এমিল বলেছেন: রাজশাহী একবারও যাওয়া হয়নি, এত দুর ভাবলেই আর ইচ্ছা থাকেনা

৮| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আহারে বিশ্ববিদ্যালয় জীবন... মিস করতেছি

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৯

বিডি আইডল বলেছেন: :(

৯| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

মিলটন বলেছেন: মোটামুটি অনেকগুলোই চিনতে পারছি দুই একটি ছাড়া। কেন দেশে এসে বেড়াতে যাবেন নাকি?

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৯

বিডি আইডল বলেছেন: আপনি রাজশাহীর লোক হয়ে কোন জায়গা চিনতে পারেন নাই??

১০| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১১

সানড্যান্স বলেছেন: সুন্দর!!!

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৯

বিডি আইডল বলেছেন: হুম...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.