নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

সিলেটের এই জায়গাগুলো কে কে চিনেন?

১৬ ই মে, ২০১৪ ভোর ৬:৫৪

চট্রগ্রাম ও রাজশাহীর পর এবার সিলেট।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ সকাল ৮:২১

নিঃশব্দ শিশির! বলেছেন: সিলেট!!! বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটা্ই কাটাইছি!! ৭ টা বছর!! বত শত স্মৃতি এই সব জায়গা ঘিরে!!!!

২| ১৬ ই মে, ২০১৪ সকাল ৮:৪৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: না দেখা হয়নি, দেখে অবাক হলাম

অনেক ধন্যবাদ

৩| ১৬ ই মে, ২০১৪ সকাল ৯:১৮

এইচ এম তানভীর মাহমুদ বলেছেন: ami dekeci

৪| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৮

আরহাসান বলেছেন: কিছু কিছু চেনা ও দেখা, সব গুলো নয়।

৫| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৪০

ফেরদাউস আল আমিন বলেছেন: নাম লিখে আপনি একটি MCQ জেনারেট করতে পারতেন!!

৬| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বেশি ভাগই দেখা (রাতারগুল ছাড়া)

৭| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ১) সুরমা নদী

২) রাতারগুল

৩) সীমান্তের একটা ঝর্না। নামটা 'প' দিয়ে। এই মুহুর্তে মনে পড়ছে না।
৪) মাধবকুন্ড

৫) রাতারগুল

৬) জাফলং

৭) পর্যটনের ঐ দিকে একটা শিশু পার্ক। নামটা খেয়াল নেই। মালিনীছড়া চা বাগান পার হয়ে যেতে হয়।

৮) নাজিমগড় রিসোর্ট।

৯), ১০) হজরত শাহজালাল আর শাহপরানের মাজারের কবুতর।

১১) যদি শহরে হয় তাহলে মালিনীছড়া চা বাগান, আর নইলে শ্রীমঙ্গল :P

১২) জাফলং

১৩) কনফিউসড। দেখে মনে হচ্ছে সুনামগঞ্জ হাওড় অঞ্চলের সীমান্তবর্তী ছবি।

১৪) হবিগঞ্জের দিকে মসজিদ। নামটা মনে পড়ছে না এইমুহুর্তে।

১৫) কিং ব্রিজের সামনে।

১৬) মাধবপুর লেক।

১৭) নাজিমগড়

১৮) সুরমা নদীর পাড়

১৯) মালিনীছড়া চা বাগান।

২০) হজরত শাহজালাল (রঃ) মাজার।

২১) মাধবকুন্ড ঝর্না

২২) রাতারগুল

২৩) গ্রান্ডসুলতান রিসোর্ট।

২৪) শাপ্রবি।

২৫) শাহজালাল (রঃ) মাজার গেইট।

২৬) জাফলং।

২৭) জৈন্তাপুর রিসোর্ট

২৮) জাফলং খুব সম্ভবত!

২৯) নাজিমগড় রিসোর্ট

৩০) মাধবপুর লেক।

কয়টা হইছে বইলেন।

৮| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৬

মনপুরা হাসান বলেছেন: আমি দেখেছি এবং চিনি

৯| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

রাজীব বলেছেন: ভারতের ছবিও আছে মনে হচ্ছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

বিডি আইডল বলেছেন: না

১০| ১৬ ই মে, ২০১৪ রাত ৮:৪০

গেন্না বয় বলেছেন: অসাধারন সব ছবি।

১১| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:১১

রহস্যময়ী কন্যা বলেছেন: কমেন্ট থেকে নাম শিখে নিলাম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.