নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

শার্ট-লুংগি কথন

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২

ক) থাকবো নাতো শার্ট পরে
দেখাবো এবার দেহ টারে।

থাকবো আমি প‌্যান্ট পরে
হাটঁবো আমি ঢং করে।

...মেয়েরে যেন চোখ মারে!

খ) পাগলা হাওয়ার জোরে
লুংগি আমার উড়ু-উড়ু করে।

ওরে ওরে হাওয়া থাম না-রে
লুংগি পরেছি বহুদিন পরে।

গ) শাড়ি বলে লুঙ্গিরে তুই বড় খোলামেলা,
সবটাই ফাঁকাফাঁকা, মাঝেসাঝে ঢিলেঢালা!

লুঙ্গির বাঁকা বাণী-" তোরেও কি কম চিনি?"
১২ হাত তবু তোর, হাটু ফাঁকা - হলে ভোর!

শাড়ি বলে দুর দুর, এক গিটে বাহাদুরি?
মুঠো যদি নাই রাখো; একটানে যায় উড়ি!

তবু ও তো মারি গিঠ ৩ হাত প্যাঁচে মোর!
চার গুণ লম্বাতে সেলাইএর নেই ফোঁড়।

আমি ঢাকি সারা দেহ তোর মোটে আধখান!
খোঁচা লেগে ছিড়ে যদি টানাটানি প্রাণ মান!

ঢাকে যত, খোলে তত, আহা কি যে ছবি;
তাই দেখে আনচান- বাঙালি কবি!!

সবটাতে বাড়াবাড়ি এই হলো লুঙ্গি
পড়ে খালি খাটো লোকে আর কিছু জঙ্গী!

মাপে বেশী, ঝাপে বেশী, দুরুদুরু ব্ক্ষ
রঙ ঢঙ ইশারায় শাড়ি অতি দক্ষ!

বিডি আইডল বলে ওরে, এইবার তোরা থাম।
ফেস ভ্যালু কে বা দেখে, ফল এ তেই হলো কাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:




আমি পড়ি নাই :/

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

আহমেদ রশীদ বলেছেন: নিষিদ্ধ পল্লির ছেলে মনে হচ্ছে!!!!!!!!

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

সাইফুল ফরিদপুর বলেছেন: মিলাইলেন ক্যামনে?

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৯

তুষার কাব্য বলেছেন: বিডি আইডল বলে ওরে, এইবার তোরা থাম।
ফেস ভ্যালু কে বা দেখে, ফল এ তেই হলো কাম।

জট্টিলস.... B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.