নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

দেশে দেশে মুসলিম জনসংখ্যা

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

মুসলিম জনসংখ্যা কোন দেশে কেমন জানেন? বাংলাদেশের প্রায় ৯০% মুসলিম...সংখ্যাটা ১৫৫ মিলিয়নের মত। কিন্তু জানেন কি ভারতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিমের বাস!

ভারতে ২০% (২৫৬ মিলিয়ন) মুসলিম।

চাইনিজ জনসংখ্যার ১০% মুসলিম..সংখ্যায় সেটা ১৩৬ মিলিয়ন। ইসরাইলী জনসংখ্যার ১৬% মুসলিম (১.৩০ মিলিয়ন)।

রাশিয়াতে মুসলিম জনসংখ্যা ২০ মিলিয়ন যেটা আমেরিকাতে ৭ মিলিয়ন।

ঘানার ৪৫% লোক মুসলিম (১২ মিলিয়ন)। সাউথ আফ্রিকা এবং কানাডার ৩% লোক মুসলিম।

মোট জনসংখ্যার প্রায় শতভাগ মুসলিম এমন দেশের মধ্যে রয়েছে: মৌরিতানিয়া, সোমালিয়া, আফগানিস্হান, মালদ্বীপ, সৌদি আরব, এবং ইয়েমেন।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আগাছার হিসাব কষে লাভ কি?

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

বিডি আইডল বলেছেন: বটে...তা আপনি কোন গাছের ফল?!

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

ফারুক৭ বলেছেন: খুব ভাল লাগলো ;)

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: জেনে ভালো লাগলো ।

১ নাম্বার মন্তব্যকারির সমস্যা কি !!!!!!!!!! B:-)

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: কিন্তু জানেন কি ভারতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিমের বাস!

হুম জানতাম।সবাই জানত এতে নতুন কিছু নেই।

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

নাহিদ মাহমুদ বলেছেন: কি অবস্থা ভাই?

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: আপনার তথ্যে ভুল খুব বেশী ।

এখানে দেখুনঃhttp://en.wikipedia.org/wiki/Islam_by_country

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: @শাহ আজিজ: উইকির তথ্যের উপর এখন নির্ভর করা যায়না।

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম ভালো।

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪

কলমের কালি শেষ বলেছেন: জানলাম ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: ভারতে প্রায় ২৬ কোটি মুসলিমের বাস। এটা অনেক ভারতবাসীই জানে। ভারতের মুসলিম জনসংখ্যা সেখাঙ্কার আর্থ সামাজিক ক্ষেত্রে বড় ভুমিকা পালন করে। কিন্তু আশ্চর্যজনক হল, ভারত যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ - এটা কেউই স্বীকার করতে চায়না। সবাই এক্ষেত্রে ইন্দোনেশিয়াকেই এগিয়ে রাখতে চায়। এর কারণ কি আসলে?

- ভারতকে যাতে কেউ ভুল করে মুসলিম দেশ না ভাবে!
- ভারতের মুসলিম সম্প্রদায়কে দমিয়ে রাখা যায়!
- মার্কিন নজরদারি থেকে বেঁচে থাকা যায়!

নাকি অন্য কিছু?

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৭

বিডি আইডল বলেছেন: সবচেয়ে বেশি কিন্তু নয়

১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

আমি তুমি আমরা বলেছেন: জানি ভারতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিমের বাস।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন: দ্যা ফ্রীল্যান্সার একটি নরকের কীট।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০২

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভারতে মুসলিমদের প্রকৃত সংখ্যা ভারত সরকার কখনোই প্রকাশ করে না।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: ম্যাপের সবুজ অংশটুকু বিশ্বের সবচাইতে বড় এবং সবচাইতে বেশী সময় ধরে টিকে থাকা এক সাম্রাজ্য। হাজার বছর ধরে যে সাম্রাজ্যের অঘোষিত সম্রাট হযরত মুহাম্মদ (সাঃ) । সাম্রাজ্য বললাম এই কারণে যে এখানকার ভূরাজনৈতিক অবস্থাও বহুলাংশে নিয়ন্ত্রিত হয় ধর্মের মাধ্যমে।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: মাত্রই মজার একটা জিনিষ খেয়াল করলাম। বাংলাদেশই একমাত্র বিচ্ছিন্ন মুসলিম প্রধান দেশে যার কোন প্রতিবেশী দেশ মুসলিম প্রধান না।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৭

বিডি আইডল বলেছেন: ইয়েস...ইন্টারেস্টিং

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

মিতক্ষরা বলেছেন: ভারতে এত মুসলিম থাকলে কি হবে, ওদের অবস্থা খুব সুবিধার নয়।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

গেদা (Geda) বলেছেন: তথ্য দেওয়ার জন্য । ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.