নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর শাসনামলের পাকিস্হানী পয়সা

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

কলাবাগান১ বলেছেন: ১৯৭২ সনে কি টাকা-পয়সা প্রিন্ট করার ক্ষমতা কি বাংলাদেশের ছিল?

বঙ্গবন্ধু পাকিস্হানী পয়সা ইউজ করে ছিলেন কি পাকিস্হানীদের খুশী করার জন্য? আমার তা মনে হয় না.........।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

দখিনা বাতাস বলেছেন: এই পয়সা গুলা আমরাও ছোট থাকতে নিয়ে দোকানে গেছি, বাতাসা, টিকটিকির ডিম, কাঠি লজেন্স কিনতে।

বলাবাহুল্য, আমার জন্ম, ১৯৭৬ এ। তার চাইতে বড় কথা, এই পয়সা কেনো মুজিব জিয়া্ ২ আমলেই ছিল তা জানার জন্য গবেযক হইতে হয়না।

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

আসফি আজাদ বলেছেন: ইন্টারেষ্টিং! কারণ সন উল্লেখ আছে ১৯৭২! এটা আগে এভাবে লক্ষ্য করিনি। প্রশ্ন হচ্ছে ১৯৭২ সনে কেন এই পয়সা বাজারে ছাড়া হল? হতে পারে ডিজাইন এবং ছাঁচ তৈরী হয়েই ছিল; কিন্তু প্রয়োজনীয় জনবল/অর্থ ইত্যাদি না থাকার কারণে যা ছিল সেটা পরিবর্তন না করেই এগুলো উৎপাদন করা হয়েছে।

আর এগুলো ১৯৮০ সালের প্রথমার্ধেও চালু ছিল।

আমার কাছে ১/৫/১০/২৫/৫০ পয়সা সবগুলোই আছে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

গেন্না বয় বলেছেন: নব্য ইতিহাসবিদ তারেক জিয়ার শিষ্য আইছে.......

দেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর ১৯৭১
বঙ্গবন্ধু দেশে আসেন ১০ই জানুয়ারী ১৯৭২
আপনাদের কথা শুনে মনে হয় বঙ্গবন্ধু হাতে আলাউদ্দীনে আশ্চর্য প্রদীপ থাকা উচিত ছিল। উনার উচিৎ ছিল ১৭ ডিসেম্বর ১৯৭১ সালেই নতুন টাকা, নতুন পাসপোর্ট ছাপিয়ে বাংলাদেশে আসা।

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

ভূতের কেচ্ছা বলেছেন: উনার উচিৎ ছিল ১৭ ডিসেম্বর ১৯৭১ সালেই নতুন টাকা, নতুন পাসপোর্ট ছাপিয়ে বাংলাদেশে আসা।

৬| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

আমিনুর রহমান বলেছেন:



ইন্টারেস্টিং !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.