নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

মা তুমি উজাড় কোরে দেও যা পাই চেটে পুটে খাই

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

০১.
আচ্ছা, বাংলাদেশে মাত্র দুটি পত্রিকা-দৈনিক সত্য আর দৈনিক সংবাদ কেন? একটা থাকলেই তো হতো।
উত্তর: দুটিই দরকার। কারণ দৈনিক সত্যে কোন সংবাদ নেই আর দৈনিক সংবাদে কোন সত্য নেই।

০২.
আচ্ছা, আমেরিকাতে কি বাকশাল প্রতিষ্ঠা সম্ভব?
উত্তর: খুবই সম্ভব, কিন্তু ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই...

০৩.
কক্সসবাজারের এক গ্রামে আওয়ামী লীগের সভা চলছে। বক্তৃতা দিচ্ছেন ইয়াবা কিং বদি।

ভাইয়েরা আমার, কেবল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়ন হোক, দেখবেন উন্নয়নের জোয়ারে ভাসবে গোটা দেশ। আরে, তখন আমাদের সবারই একটা করে প্লেন থাকবে।

এক মুর্খ চাষা প্রশ্ন করলো- প্লেনের মালিক হয়ে আমরা কি করব?

বদি: আরে আবুল জনগণ এটিও বুঝতে পারছেন না? ধরুন আপনি বাজারে গেলেন। দোকানে চাল নেই, নো চিন্তা, প্লেন নিয়ে চট্রগ্রাম চলে যান, চাল কিনে ফিরে আসুন...শেখ হাসিনার সাথে থাকলে এইসব সবই সম্ভব।

০৪.
ঢাকা শহরে আওয়ামী লীগের সভা চলছে। চোরা সুরন্জিত বক্তৃতা দিচ্ছেন:

দাদারা আমার...দেখুন আমাদের প্রত্যেকের জীবনে শেখ হাসিনা কতো পরিবর্তন নিয়ে এসেছে! উদাহরণ তো হাতের কাছেই আছে, এই ধরুন সামনের সারিতে বসা জরিনা। মুর্খ নারী ছিল। তার একটিই মাত্র জামা ছিল, কোনো জুতা ছিল না। আজ তার পায়ে জুতা আছে।

ধরুন কুদ্দুস। গ্রামের সবচেয়ে গরীব ছিল। তার জমি ছিল না, বলদ ছিল না। আজ সে ট্রাক্টর চালায়, তার দু জোড়া জুতা। ধরুন আবুল। কী জীবন ছিল তার! রাস্তায় রাস্তায় ঘুরত। প্রচণ্ড শীতের রাতেও তাকে কেউ আশ্রয় দিত না, সব চুরি করে নিয়ে যাবে এই ভয়ে। সেই আবুল চোরা দেখুন আজ কতো বদলে গেছে। আজ সে পার্টির লোকাল সেক্রেটারি....

(রাশিয়ান কৌতুকের বাংলা ভাবানুবাদ)



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

নিজাম বলেছেন: হাঃ হাঃঃ হাঃঃঃ

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: =p~ =p~ =p~

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

জেকলেট বলেছেন: আর যা কইছেন। এক্কেবারে হাছা কথা.

আমি পিলন চালাইমু.। আহহা কি আনন্দ আকাশে বাতাসে.। =p~ =p~ =p~

৪| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: কৌতুকেও আজকাল আমার হাসি পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.