নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

কেপ স্পিয়ার - যেখান থেকে শুরু নর্থ আমেরিকা

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪



কানাডার কনকনে ঠান্ডার প্রদেশ নিউফ্যান্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডার। আটলান্টিকের পাড়ে পুরো এলাকা। মানুষ-জন খুবই কম। এরা বহুদিন পর্যন্ত কানাডা কনফেডারেশনে যোগ দেয়নি। ব্রিটেনের সাথে যাওয়ার কথা-বার্তা হচ্ছিলো বিধায়।

এই প্রদেশের রাজধানী হলো সেন্ট জনস। ছোট্র-সুন্দর পাহাড়ী শহর। শহরের এক মাথায় আছে ঐতিহাসিক জায়গা-কেপ স্পিয়ার। এখান থেকেই শুরু হয়েছে নর্থ আমেরিকার ভৌগলিক মাপ। এটি দক্ষিণ আমেরিকায় সর্ব-পূর্ব এলাকা। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের ঘাটি ছিলো এখানে।

অসাধারণ সুন্দর জায়গা। খাড়া পাহাড়ের নীচেই আটলান্টিক, গরমের শেষে দেখা যায় আইসবার্গ, তিমি।



আছে লাইট হাউজ। ছোট একটা মিউজিয়ামও আছে।

দর্শনার্থীদের খুবই প্রিয় জায়গা এটি। তবে সমুদ্রের পাড়ে আর উচ্চতার কারণে সবসময় হাল্কা ঠান্ডা থাকে।

মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন সুন্দর!

এই ভুবনের কিছূই দেখা হলো না! :(

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

বিডি আইডল বলেছেন: আপাতত এইটা দেখো
Cape Spear Drone

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

অপু তানভীর বলেছেন: এমন জায়গায় একদিন বেড়াতে যাওয়ার ইচ্ছে ।
টেকাটুকা হোক তখন যামু !

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

বিডি আইডল বলেছেন: এই জায়গাটা লন্ডন থেকে অল্প কয়েক ঘন্টার ফ্লাইট

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

বিডি আইডল বলেছেন: ট্যুরিজমের একটা অ্যাড

view this link

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

বিডি আইডল বলেছেন: view this link

আইসবার্গের ড্রোন ভিডিও

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

শামিল কায়সার বলেছেন: সমুদ্রের ভিত্রে বরফ ক্যামতে আইলো? আইমিন, গলেনা কিল্লাই? B:-)

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৬

বিডি আইডল বলেছেন: ভলিউমের কারণে...এইগুলা আসছে উত্তর মেরু থেকে ভাসতে ভাসতে...এক একটা সাইজ বিশাল পর্বতের মত..পানির তাপমাত্রাও বেশ কম

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একই প্রশ্ন আমারও। ঐ বরফের গেটটা কি প্রাকৃতিক?

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৬

বিডি আইডল বলেছেন: হ্যা...

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

গেম চেঞ্জার বলেছেন: এই গেডের নিচ দিয়া যাইতে ডর লাগে না? :-*

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৬

বিডি আইডল বলেছেন: নিরাপত্তার জন্য নীচ দিয়ে যায়না হয়ত কেউ..পাশ দিয়ে যায়

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

সোহানী বলেছেন: ভালো সময় পোস্টটা দিয়েছেন। আমার বান্ধবী এই সামারে সেখানে সিফ্ট করছে...তাই আগামী সামারে আমি যাবো....

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৭

বিডি আইডল বলেছেন: :) গেলে কেমন দেখলেন জানাবেন

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

কল্লোল পথিক বলেছেন: সুন্দর দৃশ্য যাইতে মন চায়।
কিন্তু পকেটে টাকা নাই।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর। বেশি ঠান্ডা আমার ভালো লাগেনা।

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৮

বিডি আইডল বলেছেন: এইগুলো যখন তীরের কাছে আসে...তাপমাত্রা বেশ সহনীয় থাকে সে সময় ভূমিতে

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন: :-B

আপনার নাম দেখে বিশেষ করে এই মন্তব্য করা ...

আশা করছি নিয়মিত হবেন।

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৭

বিডি আইডল বলেছেন: :) ফেবুতে তো আছিই!

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭

ঘুম হ্যাপি বলেছেন: কিছূই দেখা হলো না!

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক অসাধারণ সুন্দর জায়গা।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর জায়গা, ছোট্ট কিন্তু সুন্দর ব্লগের জন্য ভাললালা। :)

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৮

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ :)

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

শরণার্থী বলেছেন: অসাধারণ সুন্দর জায়গা।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৫

ইলি বিডি বলেছেন: যেতে মন চায়।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

রাঙা মীয়া বলেছেন: বিডি ভাইয়্যু,কেমন আছেন ? :-B

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৯

বিডি আইডল বলেছেন: :) বালা!!

১৯| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:২৮

বিবর্তনবাদী বলেছেন: আপনে এখন ব্লগান এইখানে!!! কিপ ইট আপ।

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৯

বিডি আইডল বলেছেন: আরে না...বছরে কয়েকবার ঢু মারি! কেমন আছেন? ফেবুতে আছেন? এডাইন তাইলে:

https://www.facebook.com/bdidol.khan

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.