নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

সর্তক হোন ব্লু হোয়েল চ্যালেন্জ (গেম) সম্পর্কে

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৫



আপনার নিজের পরিবাবের এবং আশ-পাশের বিশেষত: টিন এজাররা এই চ্যালেন্জ তথা গেমের খপ্পরে পড়তে পারে। যে বিয়ষগুলো অবশ্যই জানা প্রয়োজন:

১. বিষয়টি ফালতু/হোক্স/গুজব এই ভেবে উড়িয়ে দিবেন না। যারা আত্মহত্যা করেছে, তারা এবং তাদের পরিবার জানে এটি কত করুণ সত্য।
২. ডিপ্রশনের স্বীকার কিশোর/কিশোরী এর স্বীকার।
৩. এটা অ্যাপ টাইপ কোন গেম নয়। এদের ফোরামে ঢোকার জন্য নানা ধরণের অলিখিত নিয়ম আছে। তার মাধ্যমেই এর ভিতর ঢোকা যায়। (এই বিষয়ে বিস্তারিত কিছু বললাম না এর অপব্যবহার হবে বলে)।
৪. চ্যালেন্জ গেমের কোন পর্যায়ে অ্যাপ ইনস্টল করতে বলা হতে পারে। তবে অ্যাপ ছাড়াও এই গেম খেলেছে অনেকে। এই অ্যাপটি মূলত: হ্যাকিং অ্যাপ। ইউজারদের সব তথ্য হ্যাক করার জন্যই এটি ব্যবহৃত হয়। কেউ গেম খেলতে না চাইলে এইসব তথ্য ব্যবহৃর করে তাকে বাধ্য করা হয়ে থাকে ব্ল্যাকমেইলিং বা ভয় দেখিয়ে।
৫. বাবা-মা'দের বিশেষ দায়িত্ব আছে এই বিষয়ে। আপনার সন্তান সোশ্যাল মিডিয়াতে কি করছে, কি কি ছবি আপলোড করছে, কি কি ছবি তুলে ডিলেট করে দিচ্ছে এই সব বিষয় সর্তক নজর রাখুন।

মনে রাখবেন হিরোগিরি দেখাতে যেয়ে অনেকেই এই চ্যালেন্জে ঝুকবে এখন। সর্তক হবার সময় এখনই।

আরো মনে রাখবেন এই কিশোর-কিশোরীরা বয়সে কম। আপনি-আমি যেভাবে চিন্তা করি, সে মানসিক পরিপক্কতা এদের এখনও হয়নি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: দরকারি পোস্ট।

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এগুলো চরম বোকামীর কাজ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

চোরাবালি- বলেছেন: বাঙালী হুজুগে মাতাল।
এই ভিডিও গেম যখন আসল তার উপর সুফল সম্পর্কে টিভি পত্রিকা পর্যন্ত গড়ালো।

গেম খেললে বুদ্ধি বাড়ে, মেধা বিকাশ হয়, সাহসী হয়, এই গেম খেলে উন্নত বিশ্ব---------------- কত্ত লম্বা লম্বা বয়ান। এখন যেই বাচ্চাদের চোখ নষ্ট নিরবুদ্ধিতা বিভিন্ন অঘটন শুরু হল তখন বাঙালা বুঝতে চেষ্টা করছে।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

কাছের-মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন। অভিভাবকরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে তাদের সন্ত্রান্দের এ দিক থেকে ফেরাতে।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

হারানোপ্রেম বলেছেন: আজব দুনিয়া..

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

মতিউর রহমান (মীম) বলেছেন: ☛ ব্লু হোয়েল গেমে ৫০টি লেভেল রয়েছে। এক বা একাধিক কিউরেটর দ্বারা পরিচালিত এই গেমের শেষ লেভেলের টাস্কগুলো খুবই ভয়ংকর। তবে প্রথম দিকের লেভেল ও তার টাস্কগুলো বেশ মজার হওয়ায় এই গেমের প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়েন কিশোর-কিশোরীরা।
বিস্তারিতব্লু হোয়েল গেম

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.