নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

মাস্ক কথন

২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৯

হাসপাতাল থেকে হেঁটে আসার পথে মাস্ক এর উপরে একটা জরিপ করলাম। স্যাম্পল সাইজ ৬৭২ জন



মাস্ক পরে নাই
২১১১১ ২২২১১ ১১১১৩ ১১২৩২ ৩১৩১১ ২২২২২ ২২২২৩ ২১২১১ ২৪৩৩২ মোট: ৮০ জন

থুতনির নীচে মাস্ক পরছে
১১১২১ ২১২১১ ১১১১১ ১২৩২৫ ৫৫২৩২ ৪২৩৩১ ২১২১৭ ৩১১৬২ ১২২১১ ২২১১২ ৫৩২২২ ২৩২১২ ২২৭৩৩ ৩৬৩৫৫ ৫৫৫৫৩ ৯২ মোট: ১৯৯ জন

ঠিক মত পরছে ১২১২১ ১১১১১ ১১৬২১ ২১১৩১ ২৪১২২ ৩১১৪৩ ৩৩১৬১ ২১৩৩৬ ৩৩৫২২ ১২১০৮ ৮৯৮৭৫ ৪২৬২৩ ৬৯৯৯৯ ৯৫৫৫৫ ৯৩৯৯৬ ৯৯৯৬৫ ৫৫৯৯৫ ৫৪৫৫ মোট: ৩৬৯

কানে পরছে
১১১২১১ মোট: ৬ জন

মুখে পরছে
১১১১১ ১৩৩১১ ২১২ মোট: ১৮ জন

রেজাল্ট :

মাস্ক পরে নাইঃ ১১.৯ %
থুত্নিতে মাস্ক পরছেঃ ২৯.৬ %
ঠিকমত মাস্ক পরছেঃ ৫৪.৯ %
কানে মাস্ক পরছেঃ . ৮৯ %
মুখে মাস্ক পরছেঃ ২.৭ %

সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, কানে মাস্ক পার্টি।
(ফেবু পেজ সুত্রে সংগৃহীত লেখা...)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪২

বিডি আইডল বলেছেন: ব্লগে লাস্ট পোষ্ট করেছি দেখি প্রায় ১ বছর আগে!! সময় কিভাবে পাল্টে যায়...এই ব্লগের সাথে আছি আজ ১২ বছরের উপর...একটা সময় ছিলো যখন হয়ত দিনে ৫-১০টা পোষ্ট করা হত!!

২| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন বিশেষজ্ঞরা বলছে মাস্ক খুব দরকারি ও কার্যকরী। আমাদের এটা মানা উচিত। শুনেছি নিজের ভালো নাকি পাগলেও বোঝে। তবে বিশেষজ্ঞরা এটার গুরুত্ব আরও আগে বুঝলে কিছু লোক কম মরত। করোনার ক্ষেত্রে সারা বিশ্বের বিশেষজ্ঞরাই কেমন যেন বিভ্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেক বার একেক কথা জোর দিয়া বলছে। এখন দেশিও বিশেষজ্ঞরা বলছেন টেস্টের দরকার নাই। লক্ষণ দেখে ব্যবস্থা। বিশেষজ্ঞদের বিভ্রান্তির কারণে মানুষও তাদের কথা গুরুত্ব দিচ্ছে না। তবে সচেতনতা উচ্চবিত্ত ও মধ্যবিত্তের মধ্যে আছে কিন্তু নিম্নবিত্ত ও হতদরিদ্র শ্রেণীর মধ্যে খুব কম। কি কারণে যেন নিম্নবিত্ত ও হতদরিদ্রদের রোগটা হচ্ছেও কম।

৩| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আপা্তত মাস্ক আর হাত ধোয়ার মধ্যেই আছি।

৪| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: মাক্সে নিজে নিরাপদ । আর মুখ বন্ধ হলে শাসক নিরাপদ

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২

পদ্মপুকুর বলেছেন: বিডি আইডল বলেছেন: ব্লগে লাস্ট পোষ্ট করেছি দেখি প্রায় ১ বছর আগে!! সময় কিভাবে পাল্টে যায়...এই ব্লগের সাথে আছি আজ ১২ বছরের উপর...একটা সময় ছিলো যখন হয়ত দিনে ৫-১০টা পোষ্ট করা হত!!

আমিও সেইটাই ভাবছি। সেই ২০১০ সালের দিকে আপনার প্রোপিকটা অন্যরকম ছিলো।

৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে কত চমৎকার একজন ব্লগার সেটা অনেকেই জানেন না। আমরা যখন শুরু করি, তখন আপনার ব্লগিং দেখতাম। কিঞ্চিত ভয়ও পেতাম হা হা।

মাঝে মাঝে সময় পেলে লিখবেন ভাইয়া!!

২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪১

বিডি আইডল বলেছেন: সময় পাইনারে ভাই...ফেবুতে ফাকি ঝুকি পোষ্ট দেয়া যায়...ব্লগে যায় না...আর ব্লগ মানুষজন পড়েও না আজকাল

৭| ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

হাবিব ইমরান বলেছেন:

মারাত্মক জরিপ। :D

যাইহোক, আশার কথা হলো ‘ঠিকমতো মাস্ক পরছেঃ’র সংখ্যা অর্ধেকের বেশি। এটা একধরণের সফলতা এ জাতির জন্য। অনভ্যস্ত একটা জাতির মধ্যে অল্প সময়ে অর্ধেকের বেশি সঠিক পথে চলা সত্যিই একধরণের সফলতা। আশা করছি ‘কানে মাস্ক পরা পার্টি’ এবং ‘থুতনির নিচে মাস্ক পরা পার্টি’র মধ্যে খুব দ্রুত পরিবর্তন আসবে।

৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৫২

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো? কতদিন পর দেখছি।

২৮ শে জুন, ২০২০ রাত ১০:৪১০

লেখক বলেছেন: সময় পাইনারে ভাই...ফেবুতে ফাকি ঝুকি পোষ্ট দেয়া যায়...ব্লগে যায় না...আর ব্লগ মানুষজন পড়েও না আজকাল

ব্লগ মানুষজন পড়ে না । এটা কি বললে??


হা হা আগে কত পোস্ট দিতে।

ঝামেলাও বাঁধিয়ে দিতে...
কেমনে এই নেশা কেটে গেলো ভাইয়া???


যাইহোক অনেক ভালো থেকো......:)

৯| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:১১

আমি সাজিদ বলেছেন: অনলাইনে নাম দেখে আসলাম। বেশ ভালো মুভি রিভিউ লেখতেন আপনি। নিয়মিত পোস্ট চাই, মাসে একটা হলেও...

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: বাজারে গেলে এখন দেখি, সব কাষ্টমার পরে কিন্তু কোন বিক্রেতা পরে না!

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: এখন তো কেউ আর পরেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.