নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার পদ্মা সেতু

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩৩



১৫ মে, ২০১৮। রাশিয়ার সাথে সমুদ্রের উপর দিয়ে সংযুক্ত হল ক্রিমিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে উদ্ভোদন করেন ১৮.১ কিলোমিটার দীর্ঘ এই “ইন্জিনিয়ারিং মার্ভেল”

এটি ইউরোপের দীর্ঘতম ব্রীজই নয় শুধু, তৈরী করা হয়েছে বৈরী আবাহাওয়ার ব্ল্যাক সী’র উপর দিয়ে। ব্রীজটি তৈরী করতে সময় লাগে কাঁটায় কাঁটায় তিন বছর । এটিকে একটি ব্রীজ না বলে দুটি পাশাপাশি ব্রীজ বলা চলে। একটি চার লেনের রোড ব্রীজ, সাথে দুই লেনের রেল ব্রীজ মিলিয়ে ক্রিমিয়া ব্রীজ।

উত্তাল সাগর, কন-কনে ঠান্ডার মধ্যে নিরবিচ্ছিন্ন কাজ করে তৈরী হয়েছে এই জোড়া সেতু। এই সেতুর বিশালত্ব কিছুটা হয়ত বোঝা যাবে আমাদের দেশের মহাপ্রকল্প পদ্মা সেতুর সাথে তুলনা করলে।

- দৈর্ঘ্য ১৮.১ কিমি (পদ্মা সেতু - ৬.১৫ কিমি)
- স্প্যান ২২৫ মিটার (পদ্মা সেতু - ১৫০ মিটার)
- পাইল এর সংখ্যা ৫১০০ টি ৬০-৯০ মিটার গভীর (পদ্মা সেতু - ২৭২ টি , ৮০-১২৮ মিটার গভীর )
- নৌযান যাতায়াত এর জন্য উচ্চতা- ৩৫ মিটার (পদ্মা সেতু - ১৮ মিটার)
- সড়ক ৪ লেন x ১৮ কিমি (পদ্মা সেতু - ৪ লেনx৬.১৫ কিমি)
- রেল লাইন, সমান্তরাল ২ লেন ( (পদ্মা সেতু - ১ লেন)
- ব্যায়: ৩.৫ বিলিয়ন ডলার ( পদ্মা সেতু ৩.৮ বিলিয়ন ডলার )

ফুটনোট:

১. পদ্মা সেতুর প্রস্তাবিত টোল



২. পদ্মা সেতুর উপরিভাগ




৩. পদ্মা সেতুন নীচভাগ

মন্তব্য ১৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন চােখ আঙুল দিতে নেই ভায়া
ন্যাংটো হয়ে পড়ে সব!

কি দূর্ভাগ্য আমাদের ১.১ বিলিয়নের সেতুর ব্যায় বেড়ে গেল তিনগুন!
রাতারাতি কোটিপতির দেশও হয়ে গেলাম আমরা আম্রিকাকে টপকে
আবার সেই ব্যায় উত্তোলনে আমাদেরই গুনতে হবে দ্বিগুনেরও বেশি মাসুল!!!

মাৎসানায় একে বলেনাতো কাকে বলে?????

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৭

আমি সাজিদ বলেছেন: মজার একটা ব্যাপারে ছবি দিচ্ছিমজার একটা ব্যাপারে ছবি দিচ্ছি
এই যখন বিচারকদের শপথের অবস্থা তখন বিটিভি প্যারালাল মিডিয়া পদ্মা সেতুকে পৃথিবীর সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বলে সকাল বিকাল প্রতিবেদন করবে সেটাই স্বাভাবিক৷ খরচের বিষয়ে প্রশ্ন করলে রাজাকার বলবে সেটাই স্বাভাবিক৷ তবে পদ্মা সেতু নিয়ে বেগম খালেদা জিয়ার সেই হাসি ঠাট্টা এখনও চোখে ভাসছে। এবং প্রমাণ করে দিচ্ছে কতোটা দুর্বল বিরোধী দল কপালে জুটলে সাধারণ নাগরিককে অনেক সময় দুঃখের দায়ভার নিতে হয়, স্বৈরাচারে যাতা কলে পড়তে হয়, কুমীরের এক বাচ্চাকে সাত বার দেখতে হয়।


পদ্মা সেতুর জন্য শুভকামনা। আমার ঘরের দুষ্ট ছেলে পদ্মা সেতু। ছেলেকে ভালোবাসি কিন্তু ছেলে বাইরের দুনিয়ায় রাজ্য বিক্রি করে বসে আছে।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৪

এভো বলেছেন: The cost of the Padma Bridge Project in Bangladesh could rise by around US$173 million, according to a report by the Financial Express newspaper.

A Planning Commission official said the money would be needed for compulsory purchase of nearly 2,6700 more hectaresClick here for link. Work started in 2014 and the project is likely to finish by the end of 2018.

It will be the third cost hike for the two-level steel truss Padma Bridge across the Padma River. The bridge, nearly 6.2km long, will connect Louhajong, Munshiganj to Shariatpur and Madaripur, linking Bangladesh’s south-west region to the northern and eastern areas. The goal is to boost transportation between the underdeveloped south and the capital Dhaka along with the main port of Chittagong.

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি পুটিনের ব্রীজের উপর দিয়ে বরিশাল যাইয়েন, সেটার টোল কম।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলেনত ভায়া প্যাচগি লাগায়া

আপনার পুষ্ট পড়ে আগ্রহ লাগলো- গুগল করলাম বিশ্বের দীর্ঘতম ব্রীজ আর তার ব্যায় জানতে

চীনের তৈরী সাগরের উপরে ৫৫ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম ব্রীজের অংক পড়ে মাথা খারাপ
ছুডুকালের ঐকিক নিয়মে যা ফল আসলো
৫৫ কিলোমিটার সেতুর ব্যায় ২০ বিলিয়ন ডলার
সুতরাং ১ “ “ ১/২০ “
সুতরাং ৬ “ “ ১/২০*৬ = ০.৩ বিলিয়ন ডলার

পড়ে সহজ সমাধান পেয়ে গেলাম।
আগের দশমিক আর শুন্যটা মুছে দিয়েছে :P
ব্যাস! অংক মিলে গেছে =p~ =p~ =p~

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: কিতা কইতাম, কই যাইতাম কন দেখি ভাইজান!!

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

পদ্মপুকুর বলেছেন: সেই পুরোনো বাংলাদেশী ইঞ্জিনিয়ার আর জাপানী ইঞ্জিনিয়ার এর কৈতোকটা মনে পইড়া যায়...



***আপ্নে অ্যাদ্দিন কই আছিলেন?

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মেগাপ্রজেক্টে লাভ বেশি তাই সেদিকে নজরও বেশি; সিম্পল ম্যাথ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: প্লেট টা চেটে পুটে শাফ করে নাই বলেই পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। শুকরিয়া করেন।

আপনি নদি শাসনের কথা বললেন না তার খরচের কথা বললেন না। তারপর আমরা বাংগালীরা যে শুনেছি পদ্মা সেতু হবে ওমনি সেতু এলাকায় বাড়ি ঘর বানিয়ে ক্ষতিপুরন দাবি করে বসে ছিলাম তার খরচের কথা বললেন না। পদ্ম হোল পৃথিবীর সেই সব নদির অন্তর্ভুক্ত যার মতিগতির পুর্বাভসা পাওয়া যায় না। সে প্রমত্তা, তাকে কখনই এক স্থানে বাধা যায় নাই। তাই এই নদি শাসন কঠিন ছিল এবং আছে। কোনদিন শুনতে পারেন পদ্মা সেতুর কোন পিলার নরে গেছে কারন এই নদির তলদেশ খুবি পরিবর্তনশীল এর তলদেশ পলি মাটির এবং এই পলি মাটি যখন সরে যায় সর্বচ্চ ৬২ মিটার জায়গা নিয়ে সরে যায় , ৬২ মিটার মানে ১৩ তালা বিল্ডিঙের সমান জায়গা।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আসল কথাটা তো বললেন না!!
রাশিয়া ধনী দেশ। আমরা গরীব।
রাশিয়া তাদের ব্রীজ নিজেরা বানিয়েছে। আমরা চীন থেকে লোক নিয়ে এসেছি।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: দেখলাম শুনলাম চুপ থাকলাম। দেশে নতুন রাজাকারের হাল চাষ করছে

১২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

রাােসল বলেছেন: Human may be judged from his/ her conversation. What will we say, who says " Go Barisal by Putin's bridge. How some people honor him.

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনছিলাম পদ্মা পদ্মা সেতু নাই নিজেদের অর্থায়নে হবে!!

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২১

ভুয়া মফিজ বলেছেন: এসব তুলনা দেখে মন খারাপ না করাই ভালো। দূর্ণীতি একটা শিল্প। রাশানরা এই শিল্পে দূর্বল, এটা ওদের সমস্যা। আমরা আমাদের পারফরমেন্সে খুশী.....এটাই হচ্ছে আসল কথা। :P

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: আমি কিছুই কই নাই , সব বিদ্রোহী ভৃগু কইয়া দিছে । ৫৫ কিঃ মিঃ এক কি মি সমুদ্রের নিচ দিয়া গেছে । জাপানিরা ব্রিজ উপ্রে বানায় না সমুদ্রের নিচ দিয়া বানায় । ব্রিজ বানাইছে আনন্দের কথা কিন্তু যা কিছু করবেন "পৃথিবী শ্রেষ্ঠ" ট্যাগ দিয়েন না প্লিজ ।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

মাকার মাহিতা বলেছেন: 我不这道。

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৯

কালো যাদুকর বলেছেন: @মাকার মাহিতা বলেছেন "I don't do this."

রানার ব্লগ যেটা বলেছেন সেটা একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.