নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

২০২১ এর ডিজিটাল বাংলাদেশের প্রথম বিজ্ঞাপন: মেয়ের বিয়ের জন্য কিডনী বিক্রি করতে চান বাবা

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১১



আশরাফ উদ্দিন (৪৫)। পেশায় অটোরিকশা চালক। গ্রামের বাড়ি গাজীপুর সদরে। করো’না শুরু হওয়ার পর আশরাফের একদিকে যেমন আয়-রোজগার কমে গেছে, তেমনি চিন্তায় পড়েছেন ঘরে থাকা বিবাহসম্ভবা মেয়েকে নিয়ে।সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম অবস্থা তো রয়েছেই। সবমিলিয়েই মা’থায় যেন আকাশ ভেঙে পড়ছিল আশরাফের। বাধ্য হয়েই নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিন। বিজ্ঞাপন দিয়ে যার দাম তুলেছেন তিন লাখ টাকা।

‘একটি কিডনি বিক্রি করা হইবে’ শিরোনামে সাঁটানো সেই বিজ্ঞাপন এখন রাজধানীর অলি-গলিতে।

একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে আশরাফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘করোনায় আমার সবশেষ।এখন আমি সংসার চালাবো নাকি মেয়েকে বিয়ে দিব? তাই তিন লাখ টাকা দিয়ে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।’

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

আতিকুররহমান আতিক বলেছেন: কোনো বড় সংস্থা থেকে সাহায্য করার ব্যবস্থা করা যায় না?

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড়ই মর্মান্তিক।
সংবাদটি অন্য একটি মাধ্যম থেকে জেনেছি।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারের সাহায্য করা উচিত।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ ভোর ৬:০২

অগ্নিবেশ বলেছেন: বাবা ঐ বিবাহ সম্ভবা মেয়েটিকে আত্মহত্যার প্ররচনা দিচ্ছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৪

মেরুভাল্লুক বলেছেন: বিয়ে দিতে এক কেজি খেজুরই যথেস্ট

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই সাহায্যের হাত বাড়ালে এ যাত্রায় লোকটি বেঁচে যাবে। আহা! বাংলাদেশ। আহা দুঃখী মানুষেরা।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আচ্ছা ব্লগে একটা কমন ব্যাংক বা বিকাশ একাউন্ট থাকলে কেমন হয় যার ইচ্ছে সে স্বেচ্ছায় ৫০,১০০ থেকে হাজার পরিমান টাকা জমা দিবে এবং একসাথে সেই টাকা গরীব, দুস্থ, অসহায় মানুষকে পৌছে দিবে। মাঝে মাঝে িএমন পোস্ট আসে কিন্তু ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারেন না অনেকে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:১২

কামরুননাহার কলি বলেছেন: অগ্নিবেশ# কথাটি ভুল বললেন-বাবা ঐ বিবাহ সম্ভবা মেয়েটিকে আত্মহত্যার প্ররচনা দিচ্ছে। বাবা নয় দিয়েছে ছেলের পক্ষেরা। কারণ ছেলেদের লোভ ছেলেদের অমানবিকতা, আজ সমাজের মেয়ের বাবা দের এই অবস্থা। আজ যদি ছেলেদের লোভ, ঝোলা ভরে নিয়ে যাওয়া আর গুষ্ঠি শুদ্ধ রাখশের মতো পেত ভর্তি করে না খাওয়া ইচ্ছা থাকতো তাহলে আজ বাবাদের এই পথে আসতে হতো না।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

অগ্নিবেশ বলেছেন: কামরুননাহার কলি, আইচ্ছা ছেলেদের গুষ্ঠিতে কি একটাও মেয়ে নেই? থাকলে তারা কি করে? আমারতো মনে হয় মাইয়ারাই ছেলেদের কাছে বায়না ধরে এইডা আইন্যা দাও ওইডা কিইন্যা দাও, ছেলেদের শর্টকার্টে কামাইতে প্ররচনা দেয়। অবশ্য সব মেয়েরাই সমান নয়। আমারতো মনে হয় বাপের ঘাড় থেকে স্বামীর ঘাড়ে না চাইপ্পা, মেয়েদের উপার্জন করা শেখা উচিত। অবশ্য আপনার ধর্মের বিধিনিষেধই মেয়েদের ছেলেদের গোলাম হওয়ার শিক্ষা দেয়, স্বাধীন জীবন যাপনে বাধা দেয়।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: দেশ উন্নতি করেছে মেয়ে বিয়ে কিঠনি বিক্রীতে

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

রবিন.হুড বলেছেন: অসহায় কিডনী বিক্রেতাকে সহযোগিতা করার লক্ষ্যে জাগ্রত জনতা (জাজ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান স্থানীয় চেয়ারম্যান তার সমস্যার সমাধান করে দিয়েছেন। আসুন আমরা নেতিবাচক তথ্য প্রচার না করে সমস্যার গভীরে ঢুকে যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৭

সোহানী বলেছেন: তারপর যৈাতুকলোভী সে ছেলে ৬ মাস পর হয় তালাক দিবে নতুবা আরেকটা বিক্রির জন্য চাপ দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.