নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

সামুর ১৫ বছরের ইতিহাসের সবচেয়ে হিট ৫ টি পোষ্ট

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩১



সামু ব্লগের বয়স ১৫ বছর হয়েছে। এই ১৫ বছরে অসংখ্য ব্লগার এসেছেন, চলে গেছেন। হাজার হাজার পোষ্টও এসেছে। সেই সহস্রাধিক পোষ্টের মধ্যে থেকে ইতিহাস ঘেটে এই ব্লগের সবচেয়ে হিট হওয়া ৫ টি পোষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম।


ক্রমিক#১

নারী নির্যাতন নিয়ে ব্লগার সর্বনাশার ২০১২ সালের পোষ্ট ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই। পোষ্টের হিট ৫৮,৩২৬। ২০১৩ এর পর থেকে এই ব্লগার আর ব্লগ লিখেন না।

ক্রমিক#২

বাঙ্গালী নেটে কি কি করে বেড়ায় এই বিষয়ে ব্লগার নাফিস ইফতেখারের ২০০৮ সালের পোষ্ট
বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)। পোষ্টের হিট ৪৯,৬৫৬। নাফিসও ২০১৩ এর পর থেকে আর ব্লগ লিখেন না।


ক্রমিক#৩

তুলনামূলক ভাবে অপরিচিত ব্লগার বিলালের ২০০৮ সালের পোষ্ট ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। পোষ্টটির হিট ৪৪,৪১৭। সেও ২০১৩ সালের পর আর ব্লগে সক্রিয় নয়।

ক্রমিক#৪

কুঁড়ের বাদশার ২০১০ সালের পোষ্ট শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে। পোষ্টটির হিট ৪৬,৫৪১। এই ব্লগার ২০১১ এর পর ব্লগে সক্রিয় নয়।


ক্রমিক#৫

জনপ্রিয় ব্লগার দূর্যোধনের ২০১২ সালের পোষ্ট আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ। পোষ্টটির হিট ৩৬,৫৯৬। কাকতালীয়ভাবে এই ব্লগারও ২০১৩ এর পর আর ব্লগে সক্রিয় নন।

--------------------------
বোনাস: ক্রমিক ৬ এ ৩৪,৭৪১ হিট নিয়ে আছে আমার ২০০৯ এর পোষ্ট ই-বুক কালেকশনঃ পর্ব-৬ শুধুমাত্র ১৮+ দের জন্য। আমি এখনও মাঝে মাঝে ব্লগে ঢুঁ মারি।

================
পাদ-টীকা: উপরের অনেকেই ফেবুতে পরে সক্রিয় হয়েছেন। এই হিট পোষ্টগুলোর বেশির ভাগ ফেসবুক-টুইট্যার পূর্ব যুগের। নেটও ছিলো সীমাবদ্ধ। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলতে সে সময় ছিলো সামু ব্লগের রাজত্ব। উপরের ছবিটি ২০০৮ সালের ব্লগের একটি স্ক্রিনশট।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


৬টা পোষ্টের মাঝে ৩টিই ১৮+ ; আপনারটাও ১৮+

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৬

বিডি আইডল বলেছেন: ব্লগে ১৮+ মানেই হিট ছিলো ২০০৭-২০১১। এর পর লোকজন চালাক হয়ে গিয়েছিলো।

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৭

সোহানী বলেছেন: ফেসবুক আর সেখানের বিভিন্ন গ্রুপের ধাক্কায় বড় অংশ ব্লগ বিমুখ।

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৭

বিডি আইডল বলেছেন: ব্লগেও নানারকম স্বেচ্ছারিতা ছিলো। মডারেশন নিয়ে ক্ষোভ ছিলো অনেক ব্লগারের। স্ট্যাটাস সেফ-জেনারেল ই্ত্যাদির কারণে পোষ্ট-কমেন্ট করতে পারতো না ব্লগাররা

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০২

কাছের-মানুষ বলেছেন: চাদগাজী সাহেবের পর্যবেক্ষন ভাল! ৩ টি পোষ্টেই ১৮ প্লাস লেখা!!

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ যে এক বিশাল কর্মযজ্ঞ!!
শুধু ধন্যবাদ দিয়ে আপনার
এ কর্মকে গৌণ করতে চাইনা।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৭

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

মেহেদি_হাসান. বলেছেন: আপনার পোস্টের কমেন্ট পড়ে আসলাম

চোখ বন্ধ করে ছবিগুলো দেখলাম। নাউজুবিল্লাহ :)
এই কমেন্টটা জোস ছিলো :D

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮

বিডি আইডল বলেছেন: :) ব্লগে বেশ কিছু জনপ্রিয় ডায়ালগ ছিলো, যেমন: কইষ্যা প্লাস (ব্লগে + দিয়ে রেটিং দেয়া যেত সে সময়)

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

জাহিদ হাসান বলেছেন: আপনি তো ডায়নোসর যুগের ব্লগার।

পিক ফর এটেনশন



০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৮

বিডি আইডল বলেছেন: এরা সবাই গ্রেফতার হয়েছে ইতিমধ্যে। বড় বড় ফেডারেল ক্রাইমে জেল খাটবে এখন

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফিরে দেখা, ভালো লাগল,
...................................................
সামুর পুরাতন ইতিহাস দেখলাম ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখানে সর্বোচ্চ হিট দেখি ৬৮৩২৬,আমার জানা মতে সামুতে লক্ষাধিকবার হিট হওয়া পোস্টের সংখ্যাও নেহায়েত কম নয়।

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৫

বিডি আইডল বলেছেন: আপনার জানা লিংক শেয়ার করুন আমাদের সাথে। আমার ভুলও হত পারে।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: সোহানী বলেছেন: ফেসবুক আর সেখানের বিভিন্ন গ্রুপের ধাক্কায় বড় অংশ ব্লগ বিমুখ।

সহমত।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখানে সর্বোচ্চ হিট দেখি ৬৮৩২৬,আমার জানা মতে সামুতে লক্ষাধিকবার হিট হওয়া পোস্টের সংখ্যাও নেহায়েত কম নয়।

১১| ১৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪২

চোরা শিকারি বলেছেন: আমিও ২০১৪ সালের পর আজকেই প্রথম লগইন করলাম।

১২| ১৬ ই মে, ২০২২ রাত ১২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পোষ্টটা সেই সময়ে হলে এটাতেও কমেন্ট হিট লাইকের বন্যা বয়ে যেত।
আমার মনে হয় সময়টাই অন্য রকম ছিল।

১৩| ১৬ ই মে, ২০২২ রাত ১২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুর্যোধনের পোষ্ট মিস করতাম না। ২০১৩ এর আর বোধহয় দেখা যায়নি।ফেসবুকে দুর্যোধন দুর্যোধন নামে একটা আইডি/পেজ পেয়েছিলাম। ঐটা ব্লগার দুর্যোধন ছিলেন কিনা জানি না। সেটাও আর দেখি না।

১৪| ২০ শে মে, ২০২২ রাত ৯:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বিডি আইডল কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.