নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

পয়সা কিভাবে মানুষের চেহারা পরিবর্তন করে!

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৬



বামের ছবি বছর বিশেক আগের। যখন তার পকেটে ছিলো হাজার খানেক ডলার। ডানের ছবিটা সাম্প্রতিক কালের। বিশ্বের ১ নং ধনী এই লোক। সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার। ফিউচার টেকনোলজির কাল্ট মানা হয় একে। এর হাত দিয়ে বের হয়েছে টেসলা, স্পেস এক্স, হাইপারলুপের মত সব যুগান্তকারী কোম্পানী।

টাকা থাকলেই সবই সম্ভব। ইলন (এলন) মাস্ক সেটা আবারও প্রমাণ করেছেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩২

সোহানী বলেছেন: তেমনতো কোন পরিবর্তন দেখছি না। বরং একটু বুড়ো হয়েছে এই যা।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৫

বিডি আইডল বলেছেন:

২| ০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: বয়সের সাথে মানুষর চেহারায় পরিবর্তন আসবে েটাই নিয়ম । তবে সৎ উপয়ে প্রতিষ্ঠা মানুষের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয় ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৭

সোহানী বলেছেন: বিডি ভাই, এই টাকে চুল গজানোর যে ট্রিটমেন্ট আম্রিকা কানাডায় আছে তা খুবই সস্তা। আমার ৭০ বছরের বয়স্ক কলিগও তা করিয়েছে। এটাকে কোন এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ধরা হয় না। আর এ ভদ্রলোকে যে পরিমান টাকা আছে তা দিয়ে পৃথিবীর সব টাকওয়ালাদের ট্রিটমেন্ট করতে পারবে B:-/

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:১৪

বিডি আইডল বলেছেন: শুধু মাথার চুল না...পয়সা মানুষকে কালো থেকে সাদাও করে ফেলে!

৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: হ্যা। পয়সা।
আমাদের ওবায়দুল কাদের পয়সার জোরেই বেঁচে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.