নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮



প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ
ঢাকা মেট্রোরেল - ১ লক্ষ ৮ শত পার ডে।
লাহোর মেট্রোরেল - ২ লক্ষ ৫০ হাজার পার ডে।

রুটের দৈর্ঘ্যঃ
ঢাকা মেট্রোরেল - ২০.১ কিলোমিটার।
লাহোর মেট্রোরেল - ২৭.১ কিলোমিটার।

ট্রেনের সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল - ৫৬ টি প্ল্যানড
লাহোর মেট্রোরেল - ৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)

স্টেশন সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল - ১৬ টি এলিভেটেড স্টেশন।
লাহোর মেট্রোরেল - ২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন।

প্রকল্পের কাজ শুরুঃ
ঢাকা মেট্রোরেল - জুন ২০১৬
লাহোর মেট্রোরেল - অক্টোবর ২০১৫

প্রকল্পের কাজ শেষঃ
ঢাকা মেট্রোরেল - পরীক্ষামূলক চালানো হলেও,যাত্রী কবে থেকে উঠানো হবে তা এখনো শিওর না।
লাহোর মেট্রোরেল - মার্চ ২০১৮

প্রকল্প বাজেটঃ
ঢাকা মেট্রোরেল - ২.৮ বিলিয়ন মার্কিন ডলার
লাহোর মেট্রোরেল - ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার

লাহোর মেট্রোর তুলনায় দৈর্ঘ্যে ২৫% ছোট ও যাত্রীবহন ক্ষমতা ৬০% কম হলেও ঢাকা মেট্রো রেল বানানোর খরচ প্রায় ৭৫% বেশী লাহোর মেট্রো থেকে।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সব ক্ষেত্রেই হিসাবটা সবসময়ই বাংলাদেশে এমন হয়।

২| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের মেট্রো রেল ভালো মানের জিনিস দিয়ে তৈরি তাই খরচ পাকিস্তানের চেয়ে অপেক্ষাকৃত বেশী। :) আমাদের টাকা যেহেতু বেশী লাগছে তাই সময়ও বেশী লাগছে। কারণ টাকা খরচের সাথে সময়ের মনে কোন সম্পর্ক আছে। :)

৩| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:




আপনি লাহোরেরটাতে ছড়ে যান।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১২

বিডি আইডল বলেছেন: জ্বী এইজন্যই মাননীয় প্রধানমন্ত্রী লাহোরে আম পাঠিয়েছেন গতমাসে

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৪

বিডি আইডল বলেছেন: এখানে আম-দুধ খাওয়ার প্রস্তুতি চলছে

৪| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

শেরজা তপন বলেছেন: হ্যা খরচ বেশি হচ্ছে সেটা স্বীকার করছি- যে পুকুরচুরি হরহামেশাই আমাদের দেশে হচ্ছে।
কিছু জিনিস এখানে উল্লেখ করতে ভুলে গেছেন;
মেট্রোরেলের কাজ কারা করছে ঠিকাদার কারা , ইঞ্জিন কোচ সহ বিভিন্ন কন্সট্রাকশনের যন্ত্রপাতি ও কাচামাল কোত্থেকে আসছে। কারা এর তদারকিতে থাকবে এইসব।
আমরা চুরি করি সেটা ঠিক -আপনি তুলনা দিলেন পাকিস্থানের সাথে, আরেক মহা দুর্নীতিবাজ দেশের সাথে।

চাইনিজ একটা ইঞ্জিন আর কোচ আর জাপানিজ মিতসুবিসির ইঞ্জিন আর কোচের মুল্যের পার্থক্য হিসেব করে দেখেন।
আমাদের দুর্ভাগ্য -সবকিছুই আমারা শুধু নেতিবাচক দৃষ্টিতে দেখি।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৩

বিডি আইডল বলেছেন: এটাই হচ্ছে সরকারের ট্রিক্সস। উন্নয়নের ম্যাজিকের খরগোস দেখবেন আপনারা সবাই। পিছনে যে ফোকর করে দিচ্ছে সেটা নিয়ে কথা বললেই বলবেন নেতিবাচক। দুর্নীতি সরকারের উপরের মহলের সায়তেই হচ্ছে এবং এসব দুর্নীতি বন্ধ করতে পারলে অনেক সাশ্রয়ে এসব প্রকল্প করা যেত, সেটা নিয়ে কারো মাথাব্যাথা নেই।
ব্যয় বৃদ্ধির প্রধান কারণ দুর্নীতি

৫| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

পদ্মপুকুর বলেছেন:

খালি দোষ ধরেন, খরচ বেশি করে গিনেজ বুক অব রেকর্ডস-এ নাম উঠানোর চেষ্টাটা আপনি দেখলেন না!

৬| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

ভুয়া মফিজ বলেছেন: আমাদের দেশের খরচের মধ্যে কানাডার বেগমপাড়ার বাড়ির খরচ ইনক্লুডেড। যারা এতো কষ্ট করছে তাদেরকে চা-পানির টাকা দিবেন না, এইটা কোন দেশী কথা? আপনি ফলোআপ জারি রাখেন। কোনটার হালুয়া আগে টাইট হয়, সেইটাও জানা জরুরী। =p~

৭| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৮

কালো যাদুকর বলেছেন: আপনার তুলনাটা মানতে পারছি না। আমার ব্যাখাটা অরাজনৈতিক। মন দিয়ে পড়ুন দয়া করে।
ধরেন একটা বিল্ডিং বানাবেন। আপনার দরকার পাঁচতলা । এখন আপনি গেলেন মুন্সিগন্জে। ওখানকার মাটি একটু বেলে আর এটেল মিশানো। ওখানে যদি আপনি বানান একরকম খরচ পড়বে।
আপনি এবার চিন্তা করেন একই বিল্ডিং যদি ময়মনসিংহে বানান, ওখানে মাটি অপেক্ষাকৃত শক্ত, খরচ একটু কম পড়বে।
আবার এগুলো খরচ অনেক সময় নির্ভর করে সাপ্লাইয়ের উপরও।

আবার অভিগ্ঞতার ব্যাপারও আছে। লারনিং কার্ভ খরচ ও সময় দুটাই বারিয়ে দেয়।
বাংলাদেশে এই প্রথম মেট্রেো রেল হল, এটাতে অবশ্যই ক্রেডিট হিসেবেই দেখছি।

৮| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০১

শেরজা তপন বলেছেন: লাহোরের জনসঙ্খ্যার ঘনত্ব- ৬৩০০/ প্রতি কিমিঃ
ঢাকায়- ৪৫০০০/ প্রতি কি মিঃ
এত সব চিপা চাপা রাস্তা / মাটির সামান্য হাজারো ঘিঞ্জি পাইপ- কোন রক্কম বড় দুর্ঘটনা ছাড়া এগুলো ঠেলে এগিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়।
মাটির ব্যাপারটা @ কালো যাদুকর বলেছেন।
ফোঁকর দিয়ে কি বের হয় এইটা না বোঝার মত অবুঝ অন্তত নই। আর সরকার মুলা ঝুলাইলে সেই মুলার পেছনে দৌড়াব না সেটা নিশ্চিত। আমার বাসার একদাম সামনে দিয়ে মেট্রো লাইন যাচ্ছে- প্রতিদিন চাক্ষুস দেখি এর অগ্রগতি। নব্বুইভাগ হেভী কন্সট্রাকশনের কাজ হয়েছে রাতে। অন্যদেশের সাথে তুলনা করলে খরচ অবশ্যি বেশি হচ্ছে- কয়েক হাজার কোটি তাকে যে ইধার উধার হয়নি সেটা হলফ করে বলা মুশকিল। কিন্তু জাইকা আছে তদারকিতে- জাপানিজরা বাংলাদেশীদের বেশ ভাল চেনে।
শেষ হলে পরে বোঝা যাবে কেমন হল

৯| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: এসব পুকুরচুরির পক্ষে যারা কথা বলে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সুতরাং আপনি যেহেতু বিরুদ্ধে কথা বলছেন তার মানে আপনি মুক্তিযুদ্ধ বিরোধি। আপনার জায়গা পাকিস্তান/ আফগানিস্তান

১০| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: চুরী হোক, দূর্নীতি হোক- তবু মেট্রোরেলটা চালু হোক।

১১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৩

নিমো বলেছেন: ঢাবিয়ান বলেছেন: এসব পুকুরচুরির পক্ষে যারা কথা বলে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সুতরাং আপনি যেহেতু বিরুদ্ধে কথা বলছেন তার মানে আপনি মুক্তিযুদ্ধ বিরোধি। আপনার জায়গা পাকিস্তান/ আফগানিস্তান
তা ভাইজান, বিএনপি-জামাতের সময় বা জিয়ার সময় চুরিমুক্ত বা সাশ্রয়ীমূল্যে মেট্রোরেলের উদ্যোগ নেয়া হল না কেন ? এমনতো নয় যে, ঐ সময় এই প্রযুক্তি উপলভ্য ছিল না। অবশ্য মধ্যযুগীয় চিন্তা-ভাবনায় মেট্রোরেল আাসার কথা না। উট, ঘোড়ায় চড়ে বেড়াবার কথা।

১২| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪০

কুশন বলেছেন: পাকিস্তান দেশটাকে মনে হয় আমি কোনো দিন ভালোবাসতে পারবো না

১৩| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি এক দুর্নীতিগ্রস্থ দেশের সহিত আরেকটি দুর্নীতিগ্রস্থ দেশের তুলনা করায় পার্থক্য সহনীয় বলিয়া মনে হইতেছে! :-P চুরি বলিয়া আমাদের সম্মানিত আমলা-কামলাদের লজ্জা না দিলেই কি নয় ? ইহাকে সিস্টেম লস বলিবেন। বাংলাদেশের এক সিস্টেম হইতে কানাডা-মালয়েশিয়ার অন্য সিস্টেমে অভিস্রবণ পদ্ধতিতে পুঁজি প্রবাহিত হইতেছে। =p~

১৪| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: এখনো কেউ আপনাকে রাজাকার বলেনি । ভাগ্যটা ভালো ।

১৫| ৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাস্তা কার্পেটিং করতেও বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়; পুকুর চুরি হার গানিতিক ভাবে বেড়েই চলছে।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭

নাহল তরকারি বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৯

ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশ একদিন ইউরোপ আমেরিকা থেকে উন্নত হবে। ইনশাল্লা।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১১

রোবোট বলেছেন: কবি বলেছেন - চুরিচামারি করলে খরচ তো বেশী হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.