নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

একজন সৎ পুলিশ অফিসারের গল্প বলি.... শোনো।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫

সেই পুলিশ অফিসারটির কথা মনে আছে???



ঐ যে যে কিনা বাংলা ছবির সৎ পুলিশ অফিসারের মত বদলে দিতে চেয়েছিলো দেশকে।



আগের দিনের বাংলা ছবিতে প্রায়ই দেখা যেতো,"অপরাধে ঘেরা একটি শহরে আসে সৎ একজন পুলিশ অফিসার। যিনি পুরো শহরকে সৎ রাখতে চায়,মানুষকে নিরাপত্তা দিতে চায়,জনগনের সাথে বন্ধুর মত আচরন করে।"

আদতে কি এইরকম হয়?



হ্যা বন্ধুরা এইরকম বাস্তবেই হয়েছিলো।

অনেকেই জানে অনেকেই জানে না।

সত্যিই এরকম একজন পুলিশ অফিসার আছে এবং আমাদের বাংলাদেশেই।



নাম তার "মাসরুফ হোসেন"।

২০১২ সালে পুলিশে জয়েন করে। উত্তরাতে তার কাজের ক্ষেত্র। শুরু থেকেই উনি আধুনিকতা এবং দক্ষতার সাথে তার মেধার মিশেল ঘটিয়ে অপরাধ কমাতে থাকে।

উনিই প্রথম কোন পুলিশ অফিসার যিনি কিনা বাংলাদেশে এতো আধুনিকতা , টেকনোলজি,সততা এবং আবেগ দিয়ে অপরাধ দমাতে পেরেছে।

ওনার এলাকার যে কোন মানুষ ওনাকে বন্ধু ভাবতো।

কোন সাধারন মানুষ থানায় গিয়ে পুলিশের সাথে গল্প করতে করতে চা খাচ্ছে এটা কি কল্পনা করতে পেরেছেন কখনো????

কিন্তু উত্তরার কিছু কিছু সাধারন জনগন প্রায়ই "মাসরুফ হোসেন" এর সাথে থানায় বসে চা খেতেন।

ওনাকে সবাই বন্ধু ভাবতেন।



বাংলা ছবির পরের দৃশ্যগুলোর কথা মনে আছে?

সেই সৎ পুলিশ অফিসারটি যখন অপরাধ কমিয়ে আনে ঠিক তখনই ক্ষমতাবান কিছু উচু শ্রেণীর মানুষ সেই সৎ পুলিশ অফিসারটিকে বদলি করে দেয় বন্য কোন জায়গায়।



বাস্তবে এমনই হয়েছে।



এই মাসে মাসরুফ হোসেন ভাইয়াকে বদলি করে দেয়া হয়েছে খাগড়াছরির মহালছড়িতে।

সৎ পুলিশ অফিসারের পুরস্কার।

যদিও উনি বলছেন না কিছু। তবে বাংলাদেশে এরকম সৎ পুলিশ অফিসারের এরকম জায়গায় কেনো বদলি করা হয় তা একজন সাধারন মানুষ ও জানেন।



সৎ থাকার পুরস্কার পেলেন উনি।

দেশকে বদলে দেবার পুরস্কার পেলেন উনি।

জনগনের বন্ধু হবার পুরস্কার পেলেন উনি।



ধিক্কার তাদের যারা Mashroof Hossain-মাসরুফ হোসেন ভাইয়াকে বদলি করে দিয়েছে।



পরিশেষে একটি কথাই বলবো,"খাগড়াছড়ি দেশের বাইরে না। দেশপ্রেম সেখানেও দেখানো যাবে"।



শুভ কামনা মাসরুফ ভাইয়া।







মাসরুফ ভাইয়ার ফেসবুক পেইজ

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: পরিশেষের কথাটুকুই এখনো আমাদের আশা ও সাহসের শেষ ভরসা :/ ওনার জন্য শুভকামনা রইলো । ++++

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ। :)

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: এদেশে সৎ লোকের ভাত নাই! সো সৎ হবার চেষ্টাই করবেন না! সবাই যা করে আপনিও ...।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: তবুও ভাইয়া ব্যাতিক্রম হওয়া উচিত।

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অবশ্যই খাগড়াছড়ি বাংলাদেশের বাইরে না। যার নীতি আছে, তা তিনি আরো বিপদে বা লোভের বশে হারিয়ে ফেলেন না। এই অফিসারের জন্য থাকলো অনেক শুভ কামনা। মডেল হিসেবে যেন তাকে অনুসরণ করতে পারে অন্যান্য সৎ পুলিশ অফিসাররা।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: তার জন্য মন থেকে দোয়া করবেন। :)

তাকে আমি চিনি না জানি না কিন্তু অনেক টান অনুভব করি

৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:১২

ল্যাটিচুড বলেছেন: খাগড়াছড়ি দেশের বাইরে না। দেশপ্রেম সেখানেও দেখানো যাবে"

শুভ কামনা মাসরুফ

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :)

৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৩:০০

খেয়া ঘাট বলেছেন: ল্যাটিচুড বলেছেন: খাগড়াছড়ি দেশের বাইরে না। দেশপ্রেম সেখানেও দেখানো যাবে"

শুভ কামনা মাসরুফ

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :)

৬| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

হেডস্যার বলেছেন: শুভ কামনা মাসরুফ

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দোয়া করবেন তার জন্য ।

৭| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: স্যালুট স্যার!

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :)

৮| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভকামনা উনার জন্য।

৯| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: শুভকামনা রইলো ওনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.