নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি আমার হতে

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৭

একদিন তুমি আমার ঠিকানা খুজে বের করবে।

আজ,কাল কিংবা ১০ বছর পরেই হয়তোবা।



তুমি নীল শাড়ী পড়বে,হাতে থাকবে চুড়ি,বেণীতে থাকবে আমার প্রিয় ফুল গোজা।



এই জাদুর শহরের খুব নিম্নস্তরের একটি স্থানে আমার বসবাস।

তুমি একদিন আমার এই ঠিকানাতেই আসবে।

এই এলাকার মানুষদের তুমি জিজ্ঞেস করবে,"আচ্ছা ওমুক ছেলেটার বাসা কোথায়"???

কেউ কেউ চিনবেনা। তারপর যখন তুমি আমার বিস্তারিত বলবে তখন কেউ হয়তো চিনতে পারবে। তারা দেখিয়ে দিবে,"ঐ যে ঐ বিল্ডিং এর চার তলায় সে থাকতো"।

"থাকতো" শব্দটা তুমি খেয়ালই করবে না। :)

চার তলায় এসে নির্দিষ্ট দরজা নক করবে।

তখন হয়তোবা ৬০ বছর বয়স্ক এক অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা দরজা খুলবে।

তুমি তাদের সালাম দিয়ে বলবে," রাজন বাসায় আছে?"

সেই অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা বলবে,"তুমি কে মা"?

তুমি বলবে,"আমি রাজনের বন্ধু ।"। তারপর আস্তে করে বলবে,"বন্ধুর থেকেও বেশী কিছু"।



তখন সেই অশিতিপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা চোখে শুন্যতা নিয়ে বলবে,"মা রাজন তো দু বছর আগে মারা গেছে"।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৪

অর্বাচীন পথিক বলেছেন: একটা অভিমানি প্রমের আভাস পাচ্ছিলাম, খুব মজা পাচ্ছিল.।

কিন্তু শেষ লাইন টা কষ্ট দিল। মনে দাগ কাঁটলো "রাজন তো দু বছর আগে মারা গেছে" ।
এই লাইন টা না থাকলে বেশি কোন ক্ষতি হতো ??

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আসলে এসব আমি খুব একটা লিখতে পারি না।
মনে কস্ট হচ্ছিলো সেই আবেগে একটু লিখলাম।
তাই শেষ করে দিয়েছি। ব্লগে এই টাইপের পোস্ট দেয়া ঠিক না। তবুও দিলাম। কারন এটা আমার কাছে ডায়েরীর মত। :)

২| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৩

অনন্য ঐশিক বলেছেন: ভাল্লাগসে

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :(

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কীচ্চে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.