নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

আসেন আপনাদের একটু জ্ঞান দেই (প্রথম পর্ব )

১৩ ই জুন, ২০১৫ রাত ৮:০৬

যদিও আমি জ্ঞানী মানুষ না তবুও চেস্টা করি সবাইকে জ্ঞান দিতে। জানেনই তো খালি কলসি বাজে বেশী। হে হে

যাই হোক নতুন একটা সিরিজ শুরু করলাম। আমি টুকটাক যা জানি তা আপনাদের ও জানাইতে। সিরিজের নাম “আসেন আপনাদের একটু জ্ঞান দেই”। এর থেইকা ভালো নাম আর মাথায় আইলো না।
যাই হোক আজ হচ্ছে সিরিজের প্রথম পর্ব।

আজ আমি আলোচনা করবো “ফোনোটিক এলফ্যাবেট ” নিয়ে।
আমরা প্রায়ই থ্রীলার গল্প পড়ে থাকি বা থ্রীলার/একশান মুভি দেখে থাকি। সেখানে দেখা যায় তারা কোন মিশনে গেলে ওয়াকটকির মাধ্যমে যোগাযোগ করে থাকে। তখন তারা কাওকে তাদের নাম ধরে ডাকে না। ডাকে বিচিত্র কিছু শব্দে। যেমন,আলফা,চার্লি ইত্যাদি ইত্যাদি।
ঠিক এই শব্দগুলিই হচ্ছে আসলে ফোনোটিক এলফ্যাবেট।
আরো বিস্তৃত ভাবে বা থিউরিটিক্যাল আকারে বলতে গেলে বলবো,”যে বিশেষ শব্দের মাধ্যমে একদল লোক পরস্পরের সাথে কথা বলার জন্য নিজেদের আসল নাম গোপন করে যে শব্দগুলোর মাধ্যমে একে অন্যকে চিহ্নিত করে তাকেই বলা হয় ফোনোটিক এলফ্যাবেট”। [ব্যাখ্যাটা নিজেই বানালাম]
যোগাযোগ ব্যাবস্থায় ভিন্নতা আনবার জন্য ICAO ১৯৫০ সালে সর্বপ্রথম এই সিস্টেম আবিস্কার করে বা চালু করে।
এবার আসি মুল প্রসংগে ।
ফোনোটিক এলফ্যাবেট এ ইংরেজী ২৬ টি অক্ষর দিয়ে আলাদা আলাদা নামে ডাকা হয়। এবং পরে যোগ হয় ইংরেজী 1 থেকে 10 ।
এই অক্ষর এবং সংখ্যাগুলো দেশ ভেদে কোম্পানি ভেদে এবং উচ্চারন ভেদে ভিন্ন।
আমি প্রথমে ব্যাসিক ভাবে বুঝাচ্ছি।

আসুন দেখে নেই ওয়াকটকিতে কথা বলার সময় ফোনোটিক এলফ্যাবেটের ব্যাসিক শব্দঃ

A-Alfa
B-Bravo
C-Charlie
D-Delta
E-Echo
F-Foxtrot
G-Golf
H-Hotel
I-India
J-Juliett
K-Kilo
L-Lima
M-Mike
N-November
O-Oscar
P-Papa
Q-Qubec
R-Romeo
S-Sierra
T-Tango
U-Uniform
V-Victor
W-Whiskey
X- Xray
Y-Yankee
Z-Zulu

এই গেলো ব্যাসিক শব্দ



এবার আসুন দেখে নেই এই একই এলফ্যাবেট আমেরিকান আর্মি কিভাবে ইউজ করেঃ

A-Al fah
B- BRAH voh
C- CHAR lee
D- DEL tah
E- EKK oh
F- FOKS trot
G- Golf
H- HO tell
I- IN dee ah
J- JEW lee ett
K- KEY loh
L- LEE mah
M- Mike
N- NOH vem ber
O-Oss car
P-Pah pah
Q-Keh Beck
R- ROW me oh
S- see AIR ah
T- TANG go
U-You Nee form
V-Vik ter
W-Wiss key
X- Eks ray
Y-Yang kee
Z-Zoo Loo

এই একই এলফ্যাবেট ICAO রা ইউজ করে একভাবে,রোমান শব্দে হবে অন্যভাবে,ফ্রান্সের শব্দে হবে অন্যভাবে।
এবং উচ্চারনে অবশ্যই ভিন্নতা থাকবে।
আপনারা মোর্স কোডের নাম শুনেছেন। এই মোর্স কোড ও ব্যাবহার করা হয় এই এলফ্যাবেটের মাধ্যমে। ওটা আরো জটিল কোড।
এবার আসুন বুঝিয়ে দেই এই এলফ্যাবেট কিভাবে মিশনে ব্যাবহার করা হয়।

ধরুন আপনি একটি দল নিয়ে একটি মিশনে গেলেন।
আপনার মিশন পুরো ঢাকা শহর জুড়ে, এবং আপনার ওয়াকটকির রেঞ্জ পুরো ঢাকা জুড়ে বিস্তৃত।
আপনি টার্গেটের সম্ভ্যাব্য জায়গা নির্নন্য করেছেন যাত্রাবাড়ী,মিরপুর এবং ফার্মগেটে। এই তিন জায়গায় আপনি সর্বমোট ১৩ জন এজেন্ট পাঠিয়েছেন। এদের সবার সাথেই আছে ওয়াকটকি যোগাযোগ করবার জন্য। তো আপনি এদের নাম ধরে ডাকতে পারবেন না। যেমন,”কীরে রহিম কাজ কদ্দুর হইলো?”।
আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে এই ফোনোটিক এলফ্যাবেট দিয়ে।

১৩ জন লোকের ৪ জন যাত্রাবাড়ীতে,ছয়জন ফার্মগেটে এবং বাকি তিনজন মিরপুরে। তো আপনাকে তাদের আলাদা আলাদা নাম দিতে হবে। যেমন, যাত্রাবাড়িতে যারা তাদের দিলেন আলফা,ফার্মগেটে যারা তাদের দিলেন ব্রাভো এবং যারা মিরপুরে তাদের দিলেন চার্লি।

আপনার মনে প্রশ্ন আসতে পারে যে লোক ১৩ জন এই ১৩ জনকে আমি এক এক ওয়ার্ড এর নাম দিলাম না কেনো?
এইখানে উত্তর হবে ফোনোটিক এলফ্যাবেটের নাম দেয়া হয় স্থান ভেদে। মানুষ ভেদে নয়।
এখন আপনি যাত্রাবাড়ীতে থাকা চারজনের মধ্যে তৃতীয় জনের সাথে কথা বলবেন তখন আপনি তাকে সম্বোধন করবেন Alfa 3 বলে।
নাম ধরে ডাকা হয় না এই কারনে আপনাদের কথা যদি শত্রুপক্ষ শুনে ফেলে তাহলে অবশ্যই আপনাদের পরিচয় তারা বের করে ফেলতে পারবে।
আবার একই ভাবে ফার্মগেটে থাকা ছয় জনের মধ্যে পঞ্চম জনের সাথে আপনি কথা বলবেন তখন আপনি তাকে সম্বোধন করবেন Bravo 5 বলে।

যাই হোক এইবার পোস্ট শেষ করে। আশা করি আপনাদের একটু জ্ঞান দিতে পেরেছি। প্রথম পোস্ট সেহেতু প্রচুর ভুল ত্রুটি হবার সম্ভাবনা আছে। কোন ভুল ত্রুটি পেলেই আপনারা আমাকে জানাবেন। কেননা আমি জানতে আগ্রহী।
ধন্যবাদ।


কিছু কথাঃ আমার জানতে ভালো লাগে। শিখতে ভালো লাগে। আমি বাংলাদেশ ছেড়ে কাতার এসেছি বেশ কয়েক মাস হয়ে গেলো। আমি জব করি এয়ারপোর্টে। এখানে নানা বিষয় নানা ধরনের কত কিছু যে আমি জানছি, শিখছি বলার বাহিরে। বিলিভ ইট অর নট এই বিষয় গুলো শিখে আমি এত্ত তৃপ্তি পেয়েছি বলার বাহিরে। অনেক বিষয় আমি চাইলেও বলতে পারবো না নিরাপত্তার জন্য। তবুও টুকটাক যতদুর সম্ভব তা আমি আপনাদের জানানোর চেস্টা করছি।
ফোনোটিক এলফ্যাবেটের ব্যাসিকটা দেখুন পিকচার আকারে

মন্তব্য ২৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লাগল। বহুদিন পর সামুতে এত চমৎকার একটা সিরিজ পেলাম। দারুন।

১৪ ই জুন, ২০১৫ রাত ১:৩১

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: চলুক.........

১৪ ই জুন, ২০১৫ রাত ১:৩২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: চেস্টা করবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ১:৪২

(একজন নিশাদ) বলেছেন: আরেকটু শিখান যায় না ভাই?

১৪ ই জুন, ২০১৫ রাত ১:৫৩

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: রেকটু তো আমিই জানি নারে :p

৪| ১৪ ই জুন, ২০১৫ সকাল ৮:৪৮

আলী আকবার লিটন বলেছেন: কত কিছু অজানা রে...

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হরে ভাই। আফসোস আমি মারা যাবার পর কত কিছু আবিস্কার হবে। অথচ আমি জানতে পারবো না।

৫| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: নিজেরে জ্ঞানী জ্ঞানী লাগতেছে :-B

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হে হে । ব্যাপার না। জানেনই তো জানতে জানতে "আনোয়ার"।

৬| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:০০

আরণ্যক রাখাল বলেছেন: আপনার কৃপায় অনেক জানলাম| কাতারে গিয়ে কি কি শিখলেন তাড়াতাড়ি আমাদের বলে দেন

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: চেস্টা করবো।

৭| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০১

বিজন শররমা বলেছেন:

৮| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০২

বিজন শররমা বলেছেন:

৯| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০২

বিজন শররমা বলেছেন:

১০| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০৩

বিজন শররমা বলেছেন:

১১| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:০৪

বিজন শররমা বলেছেন:

১২| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৯

সাঈদ শিহাব বলেছেন: চমৎকার লিখেছেন।

১৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

১৩| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৬

স্পাউট রক বলেছেন: অনেক কিছু জানতে পারলাম । আপনার জ্ঞানদানের উদ্দেশ্য সফল হয়েছে । :D

১৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: অনেকের বিরুপ মন্তব্য দেখে পরবর্তী পোস্ট করবার ইচ্ছা উবে যাচ্ছে। :(

১৪| ১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:২৭

মুহাম্মদ আবু রায়আন বলেছেন: পুরো পোষ্টই ভালো লাগলো, তবে সব চেয়ে ভালো লেগেছে, সিরিজের নাম “আসেন আপনাদের একটু জ্ঞান দেই”।
অনেক ভালো হয়েছে।

১৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৫

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :p

১৫| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:২১

পুলক ঢালী বলেছেন: মাইক্রোফোনিক কন্ঠ সবসময় বোধগম্য হয় না।এমনিই একই দেশে একই ভাষার কত রকম উচ্চারন আছে বাংলার কথাই ধরুন চট্টগ্রাম, নোয়াখালি,সিলেট, রংপুর, বগুড়া,খুলনার মানুষের ভাষায় কত পার্থক্য। মাইক্রোফোনে কথাবার্তা আরও উল্টা পাল্টা হয়ে যায় । তাহলে বিদেশি ভাষায় আরও অন্য বিদেশিদের সাথে কথাবলা আরও কত কঠিন বুঝে দেখুন । সেজন্যই ক্যাপিটাল লেটারের কমন শব্দ দিয়ে না বোঝা শব্দটি বানান করতে ঐ কোডগুলি ব্যবহার করা হয় । যেমন GO BACK এটা হবে golf october=go
bravo alpha charlie kilo=back। চীনা, জাপদের উচ্চারন শুনলে হাসি বা কান্না দুটোই পেতে পারে যেমন বলছে Six শোনা যায় Sex.(হাহাহা) সে ক্ষেত্রে কোড ছাড়া বাঁচার উপায় নেই।

১৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৫

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কত কিছুই না জানবার বাকি আছে ভাই।

১৬| ১৯ শে জুন, ২০১৫ রাত ১:০৩

আপেক্ষিকতাবাদী বলেছেন: চালিয়ে যান দাদা, শুভ কামনা রইল!

১৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ দাদা। :)

১৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং জিনিস :-B

১৮| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার জ্ঞান আহরণ করলাম। :)

ধন্যবাদ ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.