নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সৌন্দর্য এবং গর্বের মিশেল

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

বর্তমান বিশ্বে এয়ারপোর্ট এর থেকে গুরুত্বপুর্ন কোন স্থাপনা সম্ভবত আর নেই। যোগাযোগের ব্যাবস্থা ছাড়াও এয়ারপোর্ট হয়ে উঠেছে ব্যাবসায় এবং যেকোন দেশের গর্বের প্রতীক।
আজ আমি আপনাদের বলবো বর্তমান বিশ্বের সব থেকে গুরুত্বপুর্ন,সৌন্দর্য,ব্যাস্ততা এবং অর্থের দিক দিয়ে অন্যতম হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে।


Hamad International Airport

কাতারের রাজধানী দোহা থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের একদম পাশেই অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর তৈরি করবার পরিকল্পনা এবং জায়গা বাছাই করা হয় ২০০৩ সালে। এবং এর কাজ শুরু হয় ২০০৫ সালে
এয়ারপোর্টটি ২২০০ হেক্টর কিংবা ৫৫০০ একর জায়গা নিয়ে বিস্তৃত। এয়ারপোর্টের কাজ শেষ হবার শিডিউল হয়ে চালু করবার কথা ছিলো ২০০৯ সালে। কিন্তু বেশ কিছু কারণে তা পিছিয়ে অবশেষে ৩০শে এপ্রিল ২০১৪ তে চালু হয় বর্তমান কাতারিদের অন্যতম গর্বের জিনিষ হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
পুরো এয়ারপোর্টের সকল কার্যক্রম পরিচালনা করে স্বয়ং কাতার এয়ারওয়েজ। এয়ারপোর্টটি বানাতে খরচ হয়েছিলো ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

বছরে প্রায় ৩০ মিলিয়ন পেসেঞ্জার যাতায়ত করে থাকে এই এয়ারপোর্ট দিয়ে। যদিও বছরে প্রায় ৫০ মিলিয়ন পেসেঞ্জার হ্যান্ডেল করবার সক্ষমতা আছে এয়ারপোর্টটির। যদিও প্রাথমিক হিসাব অনুযায়ী এই হিসেবটা ছিলো ৯৩ মিলিয়ন পেসেঞ্জারের।
বছরে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৩লক্ষ ২০ হাজার এয়ারক্রাফটের যাতায়ত নিয়ন্ত্রন করে এবং ২ মিলিয়ন টন কার্গো আনা নেওয়া করে থাকে।
২০১৬ সালের হিসাব অনুযায়ী পেসেঞ্জার হয়েছিলো ৩৭ মিলিয়ন+


Hamad International Airport 3d View

২০১৭ সালের ৫ই জানুয়ারী হামাদ ইন্টারন্যাশনালকে দেয়া হয় ফাইভ স্টার এয়ারপোর্টের মর্যাদা। বিশ্বে এখন পর্যন্ত মাত্র ৮টি এয়ারপোর্ট এই মর্যাদা পেয়েছে। এবং হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৬নম্বর এয়ারপোর্ট হিসেবে এই মর্যাদা লাভ করেন। যা কিনা প্রথম কোন মিডল ইষ্টের এয়ারপোর্ট।



কনকোর্স সি এর লেভেল টু তে থাকা রেল।

সর্বমোট পাচটি কনকোর্স আছে এয়ারপোর্টে। Concourse A,B,C,D,E

হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাউঞ্জ আছে সর্বমোট ৯টি।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেস্টুরেন্ট আছে ২৩ টি।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিটেইল শপ আছে ৪৯ টি।



VIP Terminal.

২০১৭ সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তালিকায় হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ৪ নম্বরে।
সবচেয়ে সুন্দর কিংবা দৃষ্টিনন্দন বিমানবন্দরের তালিকায় এয়ারপোর্টটি আছে ১ নম্বরে।

এবার বলবো এয়ারপোর্টের আরেকটি গুরুত্বপুর্ন শিল্প নিয়ে আর তা হচ্ছে টেডি বিয়ার। পাচটি কনকোর্স এর মিলনস্থল হচ্ছে সবচেয়ে ব্যাস্ত জায়গা এবং এই ব্যাস্ত জায়গার সবচেয়ে আকর্ষিত জিনিষ হচ্ছে "জায়ান্ট টেডি বিয়ার"।


এয়ারপোর্টের একদম কেন্দ্রে অবস্থিত জায়ান্ট টেডি বিয়ার।

জায়ান্ট টেডি বিয়ারটি তৈরি করেছে বিখ্যাত সুইস শিল্পী Urs Fischer যিনি কিনা নিউইয়র্ক এ বসবাস করেন।
টেডি বিয়ারটিকে দেখলে মনে হবে তা ফোম কিংবা তুলো দিয়ে তৈরি । কিন্তু এটা নিরেট ব্রোঞ্জের।
টেডি বিয়ারটির ওজন প্রায় ২০টন। এবং উচ্চতা ২৩ ফিট বা ৭ মিটার।
Urs Fischerসর্বমোট তিনটি জায়ান্ট টেডি বিয়ার তৈরি করেছিলেন যার একটি আছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বাকি দুইটি ব্যাক্তিগত ভাবে অজানা দুই ব্যাক্তি কিনে নিয়েছিলেন।
শুরু থেকেই টেডি বিয়ারটি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলো না। শুরুতে তা ছিলো নিউইয়র্কের পার্ক এভিনিউ এর সিগ্রাম বিল্ডিং এর সামনে।


নিউইয়র্কের পার্ক এভিনিউ এর সিগ্রাম বিল্ডিং এর সামনে জায়ান্ট টেডি বিয়ার।

কাতার এই টেডি বিয়ারটি কিনে ৬.৮ মিলিয়ন ডলার কিংবা কাতারি রিয়ালে ২.৫ কোটি রিয়াল। যা কিনা বাংলাদেশের কারেন্সীতে বর্তমানে দাঁড়ায় প্রায় ৫৭ কোটি টাকা।

দিনে দিনে আরো উন্নত করুক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাল লেগেছে।শুভ কামনা।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।
এক বছরের ও বেশী সময় পর পোস্ট দিলাম।

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

শাহিন-৯৯ বলেছেন: আমরা শুধু নাম পাল্টিয়েছি, এতেই কত্ত কি!!!

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এটাই বাংলাদেশ।
এটাই আমাদের রাজনীতিবিদদের পরিচয়

৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: কি সুন্দর। বাংলাদেশে কবে এরকম একটি এয়ার পোর্ট হবে?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: সম্ভব কিন্তু সমস্যা সদিচ্ছার।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: ইউজ করেছি বেশ কয়েকবার (কাতার এয়ারওয়েজ ইউজ করার জন্য), কিন্তু এটা যে এত নতুন এয়ারপোর্ট সেটা জানতাম না। ভেতরের সার্ভিসের কোয়ালিটি আসলেই অনেক ভাল এবং গোছানো।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এটা নতুন।
পুরনোটা একদম দোহাতেই অবস্থিত।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা থাকলে কত কি করতে পারে। ছোট একটা দেশ। আগের এয়ারপোর্টটাও এত খারাপ ছিল না। অথচ আবার এটা বানানো হল। আগেরটা এখন বন্ধ...

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: না আগেরটাও চালু আছে। সেখানে শুধু কার্গো বিমানের পণ্য এরাইভাল হয়।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার প্রিয় এয়ারপোর্টগুলোর মধ্যে একটি | বেশ কয়েকবার ট্রানজিটের অভিজ্ঞতা হয়েছিল | আসলে কাতার সরকার সঠিক জায়গাটিতেই বিনিয়োগ করেছে | এই এয়ারপোর্ট এবং আল জাজিরার কারণে বিশ্বে কাতারের ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে |

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এটাই সত্যি।
শুধু এয়ারপোর্ট দিয়েই কাতার অনেক ভালো ইমেজ পেয়েছে বিশ্বে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল, যাই হোক বেশি না একবার যাওয়ার অভিজ্ঞতা আছে।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

হাঙ্গামা বলেছেন: দারুন দেখতে।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.