নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রাপ্তি গুলো প্রত্যাশার চেয়ে বেশী হোক

আমি সাব্বির

দেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষ করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠদান করছি। চেষ্টা করছি আরো জানতে............।

আমি সাব্বির › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্ট রিনিউ, হেল্প পোষ্ট

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

আমার পাসপোর্ট রিনিউ করাতে চাচ্ছি। কোন তথ্য পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস সাথে নিতে হবে?
০১. এক পাতার রি ইস্যু ফরম।
০২. ব্যাংক ফি এর রশিদ
আর কি কি লাগবে? ছবি কি নিয়ে যেতে হবে? কোন তথ্য পরিবর্তন করবো না, তাও কি বর্তমান ঠিকানার যে কোন বিল এর কপি নিয়ে যেতে হবে? নাকি হবে না?

হেল্প চাচ্ছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: নতুন পাসপোর্ট করতে যা যা লাগে, রিনিউ করতেও একই জিনিসপত্র লাগে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই যা বলেছে সেটাই। সব কিছু নিয়ে যাবেন।
যদি নিজে করেন তাহলে সব ধরনের প্রিপারেশন নিয়ে যাবেন।
সুযোগ পেলেই ঝামেলা করবে। ফর্মের ছবি এবং এট্যাস্টেশন অবশ্যই করে নিয়ে যাবেন।
আগের পাসপোর্টের ফটোকপি মনে হয় লাগে।
ঠিকানা একই থাকলে আর কোন কিছু চেঞ্জ না হলে তাড়াতাড়ি নতুন পেয়ে যাবেন।
পাসপোর্টের ছবির মাপ আছে জেনে নিবেন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

বাকি বিল্লাহ বলেছেন: যদি কোন কিছু চেঞ্জ না করেন তাহলে কোন ঝামেলা নাই।
রিনিউ ফরম ফিলাপ করবেন।
সাথে পাসপোর্ট এর ফটোকপি।
ব্যাংক জমার রিসিট।
পুরাতন পাসপোর্ট আর এনআইডির মেইন কপি নিয়ে যাবেন... আর কিছুই লাগবেনা।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: Click This Link
এই লিঙ্কটা দেখেন। ও হ্যা, আপনি চাইলে অনলাইনেও ফরম পূরণ করে প্রিন্ট করে সেটা পাসপোর্ট অফিসে জমা দিতে পারেন, তাহলে ঝামেলা কিছুটা কম হবে। এ জন্য এই লিঙ্ক দেখেন http://www.passport.gov.bd/default.aspxClick This Link
এই লিঙ্কটা দেখেন। ও হ্যা, আপনি চাইলে অনলাইনেও ফরম পূরণ করে প্রিন্ট করে সেটা পাসপোর্ট অফিসে জমা দিতে পারেন, তাহলে ঝামেলা কিছুটা কম হবে। এ জন্য এই লিঙ্ক দেখেন http://www.passport.gov.bd/default.aspx
লিঙ্কে যাওয়ার পর এই ছবিটা দেখুন তারপরই বুজতে পারবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.