নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

নাইট রিডার

পরিচয়? কি দরকার?

নাইট রিডার › বিস্তারিত পোস্টঃ

মা বাবার প্রতি সন্তানের ঋণ!!!!!!!হয়ত ভাবনাগুলো ভুল। তারপরেও সবাইকে জানিয়ে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

সত্যি ছেলে হয়ে জন্মানোটা উপরওয়ালার বিশেষ কৃপা।বাবা হয়েছি প্রায় সাড়ে দশ মাস হয়ে গেল। তেমন কোন কষ্ট করা ছাড়াই জীবনের সবচেয়ে আনন্দের মুহুর্তটি অর্জন ও তৎপরবর্তী সময়টা উপভোগ করছি। কষ্ট বলতে যেটা করেছি সেটা বলতে গেলে পোষ্টের শিরোণামে ১৮+ ব্যবহার করতে হব। তাই আর ডিটেইলসে গেলাম না। চাকরির কারণে ওর গর্ভাবস্থায় বা ছেলেটি হওয়ার পর পর ওর পাশে থাকার পরিমাণ অতি সামান্য। যদিও দূরালপনীতে বারংবার, “এই তুমি সকালে নাস্তা করেছ তো? বাথরুমে কিন্তু সাবধান। বাসে বা ট্রেনে কিন্তু সাবধানে উঠানামা করবে, ঔষধগুলো খেয়েছিলে তো, বমি বমি লাগছেনা তো” বলে আত্মস্লাঘায় ভুগেছি, আমি কি অসাধারণ! কি কেয়ারিং! আমি পৃথিবীর শ্রেষ্ঠ হাজবেন্ডB-)B-)B-)B-)!



আর আমার হোম মিনিষ্টার চাকুরীজীবি আর চাকরির জায়গাতে যেতে হত ট্রেন, সি এন জি, ভ্যান এবং সর্বশেষ হন্টন এর সাহায্যে। খেতে হয়েছে রাস্তার পাশের হোটেলের খাবার। এত কষ্টের পর আবার অপারেশন টেবিল আর তার পরবর্তী হাসপাতালে অবস্থান। তারপরে হতে পেরেছে মা। নাহ! আসলেই আমি ভাগ্যবান, পুরুষ হয়ে জন্মেছি বলে। কত সহজে অল্প পরিশ্রমে বাবা হয়ে গেলাম।



এত কিছুর পরেও আজ সকালবেলায় যখন ও ছেলেটিকে খাওয়াতে খাওয়াতে বলছিল, “হুমম মায়ের এই ঋণ কিভাবে শোধ করবি?” তখন ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলতো ও তোমার কাছে ঋণী কেন বা কি কারণে? তারপর দু’জনে আলোচনা করে দেখলাম এবং একমত হলাম (কি আশ্চর্য্য দুজনে একমত;););)) আসলে আমাদের ছেলে কোনভাবেই আমাদের কাছে ঋণী নয়।

- কেননা এই বাচ্চাটি পৃথিবীতে আসার জন্য আমাদের কাছে কোন অনুরোধ জানায়নি, আমাদের দু’জনেরই দরকার ছিল ওকে। তাই ঋণী যদি কেউ হয় আমরা দুজন।

- ও মায়ের গর্ভে থাকার সময় ওর মাকে যেই শারিরীক ও মানসিক কষ্ট আর বাবাকে মানসিক দুশ্চিন্তার (বিশাল কাজ কইরা ফালাইছি:D:D:D) মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা অপারেশন থিয়েটারেই ও দূর করে দিয়েছে যখন ওকে আমরা স্পর্শ করেছি।

- রাতের বেলা বারবার ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো আর কাপড় পালটে দেয়ার কষ্টের ঋণ এক নিমিষেই শোধ হয়ে যায় ওর একটি হাসিতে।

- কিছুদিন আগে ইউরোপ ভ্রমনের একটি সুবর্ণ সুযোগ এসেছিল, যাইনি, কারণ ছেলে আর তার মায়ের যাওয়ার সুযোগ ছিলনা। আমি কি এ কাজ করে ওকে ঋনী করে ফেললাম। না, ও এই বয়সে ইউরোপের কি ই বা বুঝবে। আমি যাইনি আমার ভাল লাগবেনা বলে। নিজের স্বার্থটাই বড় ছিল এক্ষেত্রে।

- ভবিষ্যতে ওকে একটু ভাল রাখার জন্যে কত কিছুই না করব, কিন্তু তাতেও কি নিজের স্বার্থ টাই বড় ভূমিকা রাখবেনা? “দেখ দেখ এই তুখোড় ছেলেটির বাবা মা এরা” এই কথাটি শোনার জন্যই কি আমরা খেয়ে বা না খেয়ে ওর পড়ার ব্যবস্থা করব না?



তাই যদি হয় এই ঋণ কথাটি কেন আসছে? তাই দু’জনে মিলে ঠিক করলাম ‘মা বাবার প্রতি সন্তানের ঋন’ এই মনোভাবটি কখনই নিজেদের মনে স্থান দেবনা। কারণ পাওনাদার প্রায়ই ঋন পরিশোধের জন্য দেনাদারের উপর অন্যায় চাপিয়ে দেয়।



সবাই দোয়া করবেন আমাদের ছেলেটি যেন ঋণী হয়ে বড় না হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

কলম.বিডি বলেছেন: আপনার চিন্তাগুল সুন্দর। কিন্তু ঋণের চেয়ে বড় আমার কাছে মনে হয় দেওয়া নেওয়া। বাচ্চা কাঁদে দেখেই আমরা খাওয়াই, অসুস্থ হয়ে যায় দেখেই পরিষ্কার করে দিই... আর ওরা আম্মু আব্বু ডেকে সেসব ভুলায়। কিন্তু আমি যখন আমার মা-বাবার সাথে আচরন করি সেসময় কোন কথা খারাপভাবে বলার আগে ভাবি, এই সে-ই মা,বাবা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, বাধহ্য হয়েই ভালো কথা বলি।

আপনাকে প্লাস। সকালে উঠেই আপনার লেখাটা পড়ে মন ভালো হয়ে গেলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

নাইট রিডার বলেছেন: আসলেই ব্যাপারটা দেয়া নেয়া, তারপরেও বাবা মা সন্তান কে আবার কোন ক্ষেত্রে সন্তান বাবা মাকে ঋণী ভাবে। এই ভাবতে গিয়েই স্বাভাবিক আর সুন্দর ভাবনা গুলো হারিয়ে যায়।

আপনাকে ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

আতিকুল০৭৮৪ বলেছেন: nice..afsos ekhono biya korte parlam na

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

নাইট রিডার বলেছেন: সময় ও সুযোগ থাকলে এখনই বিয়ে করে ফেলুন, আর বাবা হয়ে যান তাড়াতাড়ি, জগতের সবচেয়ে অতুলনীয় অনুভুতি।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভালো লাগলো পড়ে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

হাসানুর বলেছেন: ভাল লাগল ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

নাইট রিডার বলেছেন: ভাল লাগায় আমারও ভাল লাগল

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ফারজানা শিরিন বলেছেন: :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

নাইট রিডার বলেছেন: :)

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩০

না পারভীন বলেছেন: খুব প্রাঞ্জল লেখা । পড়ে খুব ভাল লাগল । দোয়া করি সন্তান যেন মানুষের মত মানুষ হয় ।

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নাইট রিডার বলেছেন: আমার সন্তানের জন্য দোয়া করবেন।

৯| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

শীলা শিপা বলেছেন: খুব ভাল লাগল পড়ে। দোয়া রইল।

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.