নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

এটা আমার ভ্রমনের ছবি ব্লগ ..... পর্ব-৫ (জার্মান মিউজিয়াম ভ্রমণ)

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮

সময় হয়ে উঠে না লিখার তারপরও ব্লগের চমৎকার ছবি পোস্টগুলো দেখে নিজের দেখা বা তোলা ছবি শেয়ারের লোভ সামলাতে পারি না। তাই অনেক ব্যস্ততার মাঝে ও আপনাদের কাছে ফিরে আসা........ যাহোক, এবার ছবি দেখার পালা.... B:-/ B:-/ B:-/ B:-/





এটি জার্মানের স্যাটার্ন মার্কেটে বাচ্চাদের জোনের সামনে তোলা জীবন্ত কথা বলা গাছের (টকিং ট্রি) ছবি। বাচ্চারা কেন বাচ্চার মা ই এ গাছ দেখে যারপরনাই মুগ্ধ :-B :-B :-B :-B :-B





এ ছবিগুলো দেখিয়ে আপনাদের আমি অনেকটা বিভ্রান্ত করছি কারন এটি মিউজিয়ামের বাইরের অংশের ছবি। ভীতরে ছবি তোলা নিষেধ তাই কি অদ্ভুত সব জিনিস দেখে এসেছি তা আপনাদরে সাথে শেয়ার করতে পারলাম না। তারপরও দিলাম ছবিগুলা.......







এখানে মূলত আর্ট, পটারি, ফিজিক্স মিউজিয়াম। ২০ইউরো দিয়ে টিকেট কাটলে সব দেখা যায়। প্রথমে ফিজিক্স মিউজিয়াম এ আগ্রহ না থাকলে ও তা দেখার পর মনে হয়েছিল এটা না দেখলে জীবনটাই বোধ হয় বৃথা হতো। নিউটনের সূত্রের ডেমোনেস্ট্রেশান থেকে হাল আমালের নাসার রকেটের বাস্তব ডেমো...... অসাধারন।





তবে আর্ট মিউজিয়াম দেখার পর মনে হয়েছে কেন মানুষ মিলিয়ন/বিলিয়ন ডলার খরচ করে আর্ট কালেকশান করে বা আর্ট মিউজিয়াম দেখতে যায়। অসাধারন বললে ও ভুল হবে... এক কথায় আমি ভাষা হারানো মুগ্ধ। কি যে দেখে এলাম তার বর্ননা করতে গেলে কয়েক'শ পাতা লিখে ও শেষ হবে না। পাবলো থেকে এন্জেলা বা আগের স্ট্রাকচারাল আর্ট থেকে হাল আমলের বিমূর্ত আর্ট। বা ইতিহাস ভিত্তিক বিভিন্ন ঘটনার সিরিজ ছবি। গ্যালিলিও বা অন্যান্য মৃত্যু তখনকার সমসাময়িক শিল্পীরা মেনে নিতে পারিনি ... তাদের সে ক্ষোভ ফুটিয়ে তুলেছে ছবিতে। এক কথায় অসাধরন। তবে আদমের স্বর্গ থেকে বিতাড়নের সিরিজ ছবিগুলা অসাম্ .... (শুধু যদি একটু জামা কাপড় পড়াতো !!!) ;););););););)



ও পটারি মিউজিয়ামের কথা বলতে ভুলে গেছি..... ওটা ভালো তবে আমরা বানিজ্যমেলায় চাইনিজ স্টলের এতো কারুকাজময় পটারি দেখি যে সেটা কিছুটা সাদামাটা মনে হতেই পারে। তারপরও অসাধারন। নিচে একটা ছবি শেয়ার করলাম...









এখানে একটা অপেরা হাউজ আছে। সময়ের অভাবে লোভ সামলাতে হলো... দেখা হলো না তবে রাতের শোয়ের পিকচার এডটা দিলাম....।







আজ এটুকুই থাক..... নেক্সট্ নুতন কিছু নিয়ে আসবো... আশা করি।



ব্লগার খাটাশের আগ্রহে কিছু ছবির লিংক শেয়ার করলাম।

আর্ট গ্যালারি



সবশেষে টিকেটের ছবিটা দেয়ার লোভ সামলাতে পারলাম না...





আগের পর্বের ছবিগুলো যদি দেখতে চান

ছবি ব্লগ- সুইজারল্যান্ড

মন্তব্য ৮২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিকে চলছে আপনার জার্মান বিষয়ক ভ্রমণ সিরিজ যার শুরু থেকেই আছি তার উপর গতকাল থেকে আবার শরৎ ভাই তার জার্মান সিরিজ শুরু করছেন।

মোটামুটি মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমিতো ধীরে ধীরে জার্মানের পাগল হয়ে যাচ্ছি। জায়গা জমি বেঁচে হলেও এখন দেখছি জার্মান যাওয়াই লাগবে।

মিউজিয়ামের ছবিগুলো অদ্ভুত সুন্দর। +++++++++

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

সোহানী বলেছেন: হাহাহাহা ... জায়গা জমি বেঁচে হলেও এখন দেখছি জার্মান যাওয়াই লাগবে.......

আরে জায়গা জমি বেচঁতে হবে না.... জায়গার যে দাম ..ভবিষ্যতের জন্য রেখে দিয়ে ক্যাপ্রিসিয়াস এর বুদ্ধি পরামর্শ নেন। কারন উনি নিয়মিত সেখানের যাওয়ার পথ বাতলে দিচ্ছেন।

হাহাহাহা... আমি আরেকজনকে ধরিয়ে দিলাম। অনেক ধন্যবাদ কান্ডারি, সাথে থাকার জন্য।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু আপু ক্যাপ্রিসিয়াস ভাইতো উচ্চ শিক্ষার পথ দেখাচ্ছেন কিন্তু আমার কেসটা ভিন্ন। আমাকে গেলে সপরিবারে যেতে হবে তাও কাজ টাজ জোগাড় করে।

:( :( :(

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

সোহানী বলেছেন: তাতে কি... আগে উচ্চ শিক্ষায় ভর্তি.. তারপর কাজ... তারপর পরিবার সহ।.... সহজ পথ বাতলে দিলাম B:-/ B:-/ B:-/ B:-/

তবে এটা সত্য জার্মান দেশটা অনেক ভালো উইরোপের অন্যান্য শহর থেকে ও।..... আপনার ও জার্মান ডায়রীর অপেক্ষায়।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে আপনার ভ্রমন লেখনী। ++

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনন্য দায়িত্বশীল আমি .....

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

সোহানী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ সুমন কর .......

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩

অগ্নি সারথি বলেছেন: চমৎকার।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭

সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ অগ্নি সারথি ..........

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর

++++

টকিং ট্রী এর রহস্যটা কি?

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

সোহানী বলেছেন: একটা আর্টিফিসিয়াল গাছ যা সারাক্ষন ই কথা বলে, রাইম বলে, বাচ্চাদের হ্যালো বলে। দারুন আইডিয়া... বাচ্চাদের মুগ্ধ করার অসাধারন জিনিস।

অনেক ধন্যবাদ মাহবু১৫৪ .......

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সব ছবি আর চমৎকার লেখা। যেতে হবে । ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

সোহানী বলেছেন: অবশ্যই ঢাকাবাসী... বিশেষ করে ড্রেসডান, জার্মান। বার্লিন আপনি পাবেন ঐতিহাসিক শহর হিসেবে বাট ড্রেসডান এ পাবেন অসাধারন ভিউ।

মেনি থ্যাংকস্ ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার লাগলো আপনার ছবি ব্লগ। জার্মানির ব্রিমারহ্যাভেন আর উইলহ্যামস্‌হাভেন দুটি শহরে গেছি আমি। মনোমুগ্ধকর সব দেখার জিনিস আছে। সময়ের অভাবে এখনো ব্লগের ডায়েরিতে তুলতে পারিনি।

আপনার ছবিগুলো দেখে কিছু মনে করার চেষ্টা করছি।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

সোহানী বলেছেন: ব্রিমারহ্যাভেন আর উইলহ্যামস্‌হাভেন কোন দিকের শহর? সাধারনত আমরা ট্যুরিস্টরা বার্লিন বা আসে পাশের শহর দেখার চেস্টা করি....

আপনার ডায়রীর অপেক্ষায় মৃদুল শ্রাবন ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর ছবি ব্লগ।


টকিং ট্রি ছবিটা বেশি ভালো লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আমি স্বর্নলতা । আমারো খুবই ভালো লেগেছে... আমার জানটুস থেকে আমি ই বেশি মুগ্ধ ছিলাম।

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ছবি বর্ণনা ভাল হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র । কিন্তু আপনার এ নিকের রহস্য কি ???? এতো কঠিন নিক ????

১১| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

তূর্য হাসান বলেছেন: ছবিগুলো ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার অবস্থা তো কান্ডারি অথর্ব ভাইয়ের চেয়েও খারাপ ওনার তো বিক্রি করার মতো জায়গা জমি আছে আমার তো কিছুই নাই। =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: হাহাহাহা তূর্য হাসান.... আপনার অবস্থা কান্ডারি অথর্ব ভাইয়ের চেয়ে অবশ্যই খারাপ নয় কারন কান্ডারির জমি আছে তাই রক্ষা করার দায়িত্ব ও আছে... সে দিক থেকে আপনি মুক্ত। তাই যেখানে খুশি চলে যেতে পারেন তবে অবশ্যই দালাল হতে সাবধান...........

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

আপেক্ষিক বলেছেন: জার্মানি যাব। পোস্টে পিলাস। ওয়াও!!!

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: আরে সবাই দেখি জার্মানের প্রেমে পড়ে গেছে !!!!!!

তবে আসলেই সুন্দর.... আমার ও কিন্তু সুইস থেকে জার্মান বেশী ভালো লেগেছে।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৪৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: কি বলব আপু, আপনার ছবি আর লেখা পড়ার পর আবার ঘূরাতে রেরুতে ইচ্ছা করতাছে । কিন্তু পড়াশোনা আর কাজ নিয়ে এতটাই ব্যাস্ত থাকতে হয় যে সময়ই করা হয় না। মক্কার মানুষ হজ্ব পায় না এমন অবস্তা। যাক আপনাদের লেখা আর ছবি দেখেই আপাতত জার্মানিকে দেখি। জার্মানির সবচেয়ে বড় আর ইউরোপের ২য় থীম পার্কে গিয়েছিলাম গত জুলাইয়ে প্রায় ৫০০+ ছবি উঠিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু একদমই টাইম পাচ্ছি না। প্রাগের সব ছবিগুলোই এখনও শেয়ার করতে পারলাম না। জার্মানিতে ৬২৫০ টার মত মিউজিয়াম আছে, ৩০ টা ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট আছে। কবে যে দেখব আল্লাহ জানে।। তবে আপনার ছবি দেখে আপাতত ঘুরার স্বাদ মেটাচ্ছি। অনেক ধন্যবাদ। সামনের ছবির অপেক্ষায় রইলাম।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

সোহানী বলেছেন: হাহাহা ক্যপ্রিসিয়াস ... কি যে বলেন !!!! আপনার ঘোরাঘুরির কাছে আমি তো নস্যি। আরে আমি তো ভাই রথ দেখা কলা বেঁচা অবস্থায় আছি.... অফিস ট্যুরে যাই আর সাথে ঘোরাঘুরি........

৬২৫০ মিউজিয়াম !!!!!!! ও মাই গড !!!! একটা দেখেই আমি কাইত.... দিনের পুরাটাই শেষ......... আপনার প্রাগের লিখা দিচ্ছেন না কেন?? অপেক্ষায় আছি।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

শুঁটকি মাছ বলেছেন: দুনিয়ার কোণা কোণা গুলা ঘুরে দেখতে ইচ্ছা করে। সাধ্য নাই , তাই আপনার ছবিগুলা দেখে সাধ মিটাই আরকি! :|

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: অবশ্যই যেতে পারবেন ইনশাল্লাহ্ । তবে আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর ও ঘুরার মতো অনেক জায়গা আছে।

আপনি বিস্বাস করবেন কিনা... আমাদের দেশের মত ওয়েদার কোথাও নেই। পুরো ইউরোপের ওয়েদার একদম ফালতু, এই প্রচন্ড ঠান্ডা, এই বরফ, এই ঝড়, এই বৃস্টি....... খুবই বিরক্তিকর। ওয়েদার না দেখে ঘর থেকে বের হওয়া মানে যন্ত্রনায় পড়া। আর সে তুলনায় আমাদের দেশতো স্বর্গ। কি চমৎকার রোদ, বৃস্টি, পাহাড় বা নদী। সরকার যদি আরেকটু উদ্যোগ নিতো তাহলে আমাদের দেশ পর্যটন ভূমি হতো..............

সাথে থাকার জন্য ধন্যবাদ শুঁটকি মাছ ।

১৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ব্লগার ইমিনার ব্লগারদের নামকরন ইতিহাস পোস্টটি দেখলেই পেয়ে জাবেন আমি সহ আরো অনেকের নামের পিছনের কাহিনী

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: আরে তাইতো... পোস্টটা তো পড়েছিলাম............ মনে পড়লো। অনেক ধন্যবাদ।

১৬| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

নাইমুল ইসলাম বলেছেন: বরাবরের মতই ভালো লাগলো পড়ে। আর ভ্রমণশীল আবেগসঞ্চার তো বৃদ্ধি পেলই :(

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম ।

ভ্রমণশীল আবেগসঞ্চার না... বেড়িয়ে পড়েন। দেখবেন পৃথিবী কতটা সুন্দর।

১৭| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক মজার পোস্টগুলো
খুবি চমৎকার
নয়ন ভরে দেখলাম
এখন আপনাকে দেখার ইচছা

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

সোহানী বলেছেন: অামাকে দেখার ইচ্ছা !!!!! কেন রে ভাই আমি আবার কি অপরাধ করলাম???????

অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য।

১৮| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০

রোদের গল্প বলেছেন: ছবিগুলো সুন্দর!

ভ্রমন ব্লগ আর ঘুরাঘুরি, দুইটাই আমার প্রিয়!

অনেক শুভেচ্ছা, সোহানী! :)

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ রোদের গল্প ।

অামারো ঘুরতে খুব ভালো লাগে .... আর তাই সুযোগ পেলেই .... দৈাড়।

১৯| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

রোদের গল্প বলেছেন: টকিং ট্রির ব্যাপারটা আসলে কি? B:-)

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

সোহানী বলেছেন: টকিং ট্রির আসলে একটি আর্টিফিসিয়াল ট্রি, যা কথা বলে। যেমন আমাদের ব্যাটারি চালিত খেলনা। পার্থক্য এটা অনেক বড় আর খেলনাগুলো ছোট।

২০| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

বৃশ্চিক রাজ বলেছেন: আরে ম্যাম আপনিও দেখি আমার মতই ঘুরে বেড়ান। ভাল হল আপনাকে পেয়ে। আড্ডা জমবে ভাল।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

সোহানী বলেছেন: :-B :-B :-B ... হেহেহেহে সে আর বলতে...... কিন্তু তাই বলে এ্যার্ন্টাকটিকা !!!!!!....

পরবর্তী আড্ডার অপেক্ষায় ..........

২১| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

বোকামানুষ বলেছেন: দারুন :D

যাইতে মুন চায় :(

উচ্চ শিক্ষার একটা লুকানো ইচ্ছা আমার মনের ভিতর আছে আর সেক্ষেত্রে ইউরোপ আমার লিস্টে প্রথমে আছে শুধু ঘুরাঘুরির জন্য :#> B-)

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: আরে যাইতে মন চায় মানে দ্রুতই চলে যান। দেরি করা মানে জীবন থেকে আনন্দ কয়দিন কমে যাওয়া।

আর উচ্চ শিক্ষার জন্য ইউরোপ বেস্ট.....

অনেক অনেক ধন্যবাদ বোকামানুষ...

২২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

খাটাস বলেছেন: পোস্টে ভাল লাগা। টকিং ট্রি এর একটা ভিডিও ফুটেজ থাকলে আমরা ও টকিং দেখতে পারতাম। আর মিউজিয়াম নিয়ে কিছু তথ্য দিলে ভাল হত, যেমন কত বছর আগে বানান।
সব মিলিয়া +++++

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

সোহানী বলেছেন: এই তো বিপদে ছেলেছেন। ভাই আমি ইতিহাস খুব ভয় পাই বা এড়িয়ে চলি বলতে পারেন.... কারন আমার কাছে অতীত বা ভবিষ্যত নয় বর্তমানই প্রিয়। তারপর ও ব্যাকগ্রাউন্ড দেয়া উচিত ছিল....

কিছুটা স্যাটিসফাই মনে হয় করতে পারবো আপনাকে..... নিচের লিংকটা দেখতে পারেন.........

মিউজিয়ামের ইতিহাস

২৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌! দারুন সব ছবি! ব্লগে দেখার সুযোগ হলো আপনার কারনে, সত্যি সত্যি হয়ত দেখা হবে না!

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫

সোহানী বলেছেন: হতে ও পারে ঈপ্সিতা ... আপনি জানেন না ভবিষ্যত। সেই প্রত্যাশায়।

অনেক অনেক ধন্যবাদ.......

২৪| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

যাযাবর বেদুঈন বলেছেন: অনেক ভাল লাগল আপনার ভ্রমণ কাহিনী। সাথে ছবিগুলো খুব সুন্দর লেগেছে। এভাবেই আনন্দময় হয়ে উঠুক আপনার ভ্রমণ। আপনার ব্লগের বয়স ৬ বছরের উপরে। তার মানে আপনি অনেক সিনিয়র এই ব্লগের। আমাকে তাহলে আপনিই সাহায্য করতে পারবেন। আচ্ছা এখানে পুরনো পোস্ট কিভাবে খুঁজে পাওয়া যাবে ? দয়া করে যদি সাহায্য করেন খুব ভাল হত আমার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ যাযাবর বেদুঈন আমাকে সিনিয়ার ব্লগার হিসেবে গন্য করার জন্য। আমি অনার ফিল করছি।

পুরো পোস্ট আপনি কয়েকভাবেই খুঁজতে পারেন যেমন সার্চ অপশান ইউজ করে পোস্ট বা লেখকের নাম দিয়ে যদি লেখকের নাম বা লেখার হেডিং জানা থাকে অথবা পেইজ অনুসারে যেতে থাকেন। তাহলে হয়তো কাঙ্খিত ব্লগ পেয়ে যাবেন।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

উদদিন বলেছেন: তুমি জার্মান যে ভাবে ঘুরেছ এবং সুন্দর-সুন্দর ছবি তুলেছ তা দেখে আমি আনন্দিত হয়েছি , কারন আমরা জার্মানের পাশে থেকে-ও এতো-কিছু দেখা এবং এতো সুন্দর ছবি তুলতে সময় বা ইচ্ছা হয়-না , অথচ আছি ২৫ বছর যাবৎ , ব্রাভো !

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: ওরে বাপস্ ২৫ বছর !!!!

সেটাই সত্য... কাছে থাকেন বলেই আপনারা সময় করতে পারেন না। আর আমরা এতো কম সময়ের জন্য যাই যে যতটুকু পারি দেখার চেস্টা করি। সাথে প্রমান হিসেবে ছবি তুলে আনি যাতে সবাইকে দেখিয়ে গল্প করতে পারি... হাহাহাহাহাহা

এটা কি আইফেল টাওয়ার এর পিক ????

২৬| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৯

এহসান সাবির বলেছেন: শুভ সকাল।

চমৎকার পোস্টে এক গুচ্ছ +

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান সাবির । অাপনাকে ও শুভ সকাল। অনেকদিন পর পেলাম আপনাকে আমার ব্লগে.......

২৭| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২

মূহুর্ত বলেছেন: মচৎকার । আরো আরো আরো চাই :#) :#) :#) :#)

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

সোহানী বলেছেন: ধন্যবাদ মূহুর্ত। এতো ছবি তোলা যে দিতে গেলে সামুর সার্বারই ডাউন হয়ে যাবে। তারপর ও আবারো আসবে..........

২৮| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

উদদিন বলেছেন: ঠিক বলেছেন ! তা-ও নেট থেকে নিয়েছি , এমন সুন্দর ফটো তোলার অভিগ্যতা আমার নাই , আপনার ছবি তোলার ব্যাপারে আপনি বলছিলেন ঃ এটা"ই তো হতে হবে এবং ছবি তোলার এমন সব ইচ্ছা আমাদের পূর্ব-পুরুষদের মনে আরো আগে থেকে হওয়া বা থাকা উচিৎ ছিলো , তাঁদের মনে এই ইচ্ছা ছিলোনা বলে তাঁদের মনে রাখার মত তেমন কোন চিহ্ন আমরা খুজে পাই-না , তার কারন "তাঁরা এই-সব ইচ্ছা-গুলো নিজ মনে পোষন করতেন-না ফলে তাঁদের কোন চিহ্ন আমাদের হাতে তেমন নাই বা নাই ! সুতরাং আপনি যে ছবি তুলেছেন রখ্যা বরং তা না করলে আপনাকে "নি-রস" মানুষ বলে আখ্যায়িত করতাম এবং লেখতাম ! আমার প্রথম মন্তব্যের কারনে মন খারাপ করলে খমা চাইছি , আপনাকে দুঃখ দেয়ার ইচ্ছাতে মন্তব্য আমি করি-নাই ! আশা করছি ভাল থাকবেন ! বিঃ দ্রঃ - পরবর্তীতে ইউরোপে বেড়াতে আসলে স্থানীয় বাংগালী যারা আছে তাদের বাসায় উঠার চেষ্টা করবেন ভালো লাগবে ।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ উদদিন ।

আসলে আমি ঠিক বেড়াতে যাই না ...... কোন সেমিনার বা মিটিং থাকলে যাওয়া হয়। তাই হোটেল বা ট্রান্সপোর্ট সবই পূর্ব নির্ধারিত থাকে। তারপর ও এবার অফিস সিডিউলের বাইরে একা একা বেড়িয়ে পড়েছিলাম... জার্মান, চেক ঘুরে বেড়িয়েছি........ তাই খুব একটা বাঙ্গালি কমিউনিটির সাথে যোগাযোগ হয় না।

আপনার মতের সাথে সম্পূর্ন সহমত সাথে চমৎকার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।

২৯| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

অন্ধবিন্দু বলেছেন:

ভালো লাগলো আপনার ভ্রমণ পোস্টটি। ফিজিক্স মিউজিয়াম সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ! ভালো থাকুন ভ্রমনে থাকুন ...

শুভ কামনা।

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু ....আসি সায়েন্সের স্টুডেন্ট না তারপর ও ফিজিক্স মিউজিয়াম অসাধারন লেগেছে...। সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো, আমি এতোই বিভোর ছিলাম যে দেখতে দেখতে কতবার যে বর্ডার লাইন ক্রস করেছি আর এলার্ম বাজার পর আঁতকে উঠেছি। দর্শনার্থী খুব কম ছিল বলে ৬ দফা এলার্ম বাজার পর ওরা আর আমাকে সাবধান করাই ছেড়ে দিল... হাহাহা

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

এ্যামালগাম বলেছেন: ছবিগুল দেখলাম

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ এ্যামালগাম

৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

আবু শাকিল বলেছেন: বিলম্ব পাঠে ভাল লাগা জানিয়ে গেলাম।ছবি গুলাও সুন্দর :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আবু শাকিল.........

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি তো ধারুন ফটো গ্রাফার...............

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

সোহানী বলেছেন: ওওওওওওও থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। এ প্রথম আপনি আমাকে ফটোগ্রাফার হিসেবে স্বীকৃতি দিলেন।

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

বাকি বিল্লাহ বলেছেন: ভ্রমন পোস্ট বরাবরই খুব ভাল লাগে।
জার্মানের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়? ভিসা প্রসেস নিয়ে যদি কিছু লিখতেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বািক িবল্ল্াহ।

ভিসা প্রসেস নিয়ে নিয়ে লিখা আমার জন্য কস্টকর কারন আমি এ বিষয়ে বেশী কিছু জানি না। তবে যদি আপনার কোন ইনভাইটেশান না থাকে তাহলে জার্মান ভিসা একটু কস্টকর বটে। এতে আপনার প্রয়োজনীয় ব্যাংক গ্যারেন্টি, হোটেল বুকিং, রিটার্ন ফ্লাইট কনফার্মেশান দেখাতে হবে।

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০

সোহানী বলেছেন: আপনাদের এ ধরনের উদ্যোগ নিজেকে ঋনী করে বা বলবো দায়বদ্ধতা বাড়িয়ে দেয় ব্লগের প্রতি। অসংখ্য ধন্যবাদ অনেক নামকরা ব্লগারের পাশে নিজের পোস্ট দেখে...........

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

যমুনার চোরাবালি বলেছেন: খুবই ভালো লাগলো ছবিগুলো। সুন্দর জায়গা। সুন্দর কাজ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ যমুনার চোরাবালি । আসলেই সুন্দর দেশগুলো তবে আমাদের দেশ কিন্তু অনেক বেশী সুন্দর........

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শের শায়রী বলেছেন: আপু অপেরা ব্যাপারটা একটু ডিটেইলস লিখবেন কি? আমাদের নাটক আর অপেরা র মাঝে পার্থক্য টা আমি ঠিক বুজে উঠতে পারি না

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: আমি খুব ভালো জানি না তবে যতটুকু জানি .... অপেরা মিউজিকেল ড্রামা... সুরের মূর্ছনায় কাহিনী ফুটিয়ে তোলা হয়।..........

এখন মনে হচ্ছে খুব মিস করেছি..... একটা স্পট ট্রিপ অফ করে অপেরা দেখা উচিত ছিল।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০২

আবাব বলেছেন: উদাহরন দেখতে পারেন। Brecht এর Herr Puntila und sein Knecht Matti & Die Dreigroschenoper. একটা নাটক আর একটা অপেরা।

ইউটিউব এ খুজলেই আংশিক বা পুরোটাই পাওয়া যাবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আবাব.....

তবে ইউটিউব এ দেখা আর বাস্তবে দেখার তো যোজন যোজন পার্থক্য... সত্যিই মিস্ করেছি!!!!

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

থিওরি বলেছেন: দুদিনে আপনার অনেকগুলো পোস্ট পড়লাম। কিছু কথা শেয়ারও করলাম। ভালো থাকবেন! আর মীনাগিরি করবেন।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............ অনেক পুরোনো পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। তবে মীনাগিরি এখন একটু বন্ধ আছে। এখন আমি মিঠু। ভাবছি লিখাটা এবার চেইন্জ করতে হবে............

৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৬

রিফাত হোসেন বলেছেন: Prima! :)

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৫

সোহানী বলেছেন: মানে কি ভাইজান????

৪০| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৭

রিফাত হোসেন বলেছেন: জার্মান নিয়ে যখন লিখেছেন, উত্তরটা তাদের ভাষাতেই দিলাম । +

০১ লা মে, ২০১৭ রাত ৯:৫১

সোহানী বলেছেন: আমি শুধু একটাই শব্দ জানি ডাংকিশু মানে অনেক ধন্যবাদ। প্রিমা মানে জানি না।

৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: 'টকিং ট্রী' আর 'ফিজিক্স মিউজিয়াম' এর কথা জেনে চমৎকৃত হ'লাম। কোনদিন ইউরোপ ভ্রমণে গেলে আপনার এ পোস্টগুলো আবার পড়ে যাব।
ছবিগুলো সুন্দর।
পোস্টে ভাল লাগা + +।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৪

সোহানী বলেছেন: যদি জার্মান ভ্রমণে যান তাহলে বলবো ড্রেসডান শহরটা দেখে যাবেন। বার্লিন থেকে ট্রেনে মনে হয় ২ ঘন্টার জার্নি। কিন্তু অসম্ভব সুন্দর। প্রতিটি মোড়ে মোড়ে ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানেই বেশী ক্ষতিগ্রস্থ হয়েছিল। আরো কিছু লেখায় আমি তা উল্লেখ করেছি। বার্লিন আমার ভালোলাগেনি সেরকমভা্বে। এতো বেশী টুরিস্ট যে শান্তিতে একটু ছবিও তোলা যাচ্ছিল না।

এই করোনা আমার ঝামেলা বাড়িয়েছে। গত সামারে কোথাও যেতে পরিনি। এবারও মনে হয় কোথাও যেতে পারবো না। এখনো আমরা লকডাউনে আছি। জীবনটা পুরোপুরি থেমে আছে।

অনেক পুরোনো পোস্টে আবারো এসে পড়ার কারনে নিজের স্মৃতিগুলো ঝালাই করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন ও সুস্থ্য থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.