নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

কবিতাটা শেয়ার না করে পারলাম না...(মা-বাবাদের অবশ্য পাঠ্য)..... অসাধারন

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮



শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহন করে



সমালোচনার মাঝে শিশু বেড়ে উঠলে

সে নিন্দা করতে শেখে।

শত্রুতার মাঝে শিশু বেড়ে উঠলে

সে হানাহানি করতে শেখে।

বিদ্রুপের মাঝে শিশু বেড়ে উঠলে

সে লাজুক হতে শেখে।

অসন্মানের মাঝে শিশু বেড়ে উঠলে

সে অপরাধ করতে শেখে।







ধৈর্য্যের মাঝে শিশু বেড়ে উঠলে

সে সহিষ্নুতা শেখে।

উদ্দীপনার মাঝে শিশু বেড়ে উঠলে

সে আত্মবিশ্বাসী হতে শেখে।

প্রশংসার মাঝে শিশু বেড়ে উঠলে

সে তার মূল্য দিতে শেখে।







সমতার মাঝে শিশু বেড়ে উঠলে

সে ন্যায়পরায়নতা করতে শেখে।

নিরাপত্তার মাঝে শিশু বেড়ে উঠলে

সে বিশ্বাসী হতে শেখে।

গ্রহণযোগ্যতার মাঝে শিশু বেড়ে উঠলে

সে নিজেকে পছন্দ করতে শেখে।

স্বীকৃতি আর বন্ধুতের মাঝে মাঝে শিশু বেড়ে উঠলে

সে শিশু পৃথিবীতে

ভালবাসা খুজেঁ পেতে শেখে।





......................সংগ্রহ....................................

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

মাথা ঠান্ডা বলেছেন: সুন্দর।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

সোহানী বলেছেন: সত্যিই তাই কিন্তু শিশুর পরিবার কি তা বোঝে !!!!!!

অনেক ধন্যবাদ মাথা ঠান্ডা । (যা দিন কাল মাথা ঠান্ডা না রেখে উপায় কি !!!!!)

২| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

শামছুল ইসলাম বলেছেন: স্বীকৃতি আর বন্ধুতের মাঝে মাঝে শিশু বেড়ে উঠলে
সে শিশু পৃথিবীতে
ভালবাসা খুজেঁ পেতে শেখে।
----
সকল শিশুর পৃথিবী এমনই হোক ।

৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫

সোহানী বলেছেন: হাঁ, সকল শিশুর পৃথিবী এমনই হোক ।


কিন্তু হচ্ছে কি??? আমরা কি শিশুদের নিয়ে ভাবছি....???

৩| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০

বনসাই বলেছেন: ছোটোবেলায় শিশু একাডেমী থেকে প্রকাশিত মাসিক শিশু ম্যাগাজিনে পড়েছিলাম, কিছুদিন আগে ঠিক এই কবিতাটি খুঁজেছিলাম, পাই নি। আজ পেলাম, ধন্যবাদ আপনাকে।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: হাঁ ঠিক ধরেছেন। আমি শিশু একাডেমী থেকেই কালেক্ট করেছি....

৪| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৬

নুরএমডিচৌধূরী বলেছেন: স্বীকৃতি আর বন্ধুতের মাঝে মাঝে শিশু বেড়ে উঠলে
সে শিশু পৃথিবীতে
ভালবাসা খুজেঁ পেতে শেখে।----
সকল শিশুর পৃথিবী এমনই হোক ।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

সোহানী বলেছেন: সত্যিই তাই........

৫| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমারদের ভবিষত, ফুটফুটে শিশুগুলো বড় হোক সুন্দন এক পরিবেশে।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: এ সুন্দর পরিবেশ যে বড়ই দরকার ওদের জন্য। এত হানাহানি/রক্তারক্তি দেখে ওরা বড় হচ্ছে... কি হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের ???

৬| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭

আবদুর রব শরীফ বলেছেন: স্কুলের ডায়রীতে সব সময় কবতাটা প্রিন্ট করা থাকত, দশ বছরে কতবার চোখে পড়েছে তার হিসেব মিলানো দায় ৷ হাহা ভালো লাকলো ৷

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: যারা পড়েনি তাদরে জন্য...... কবিতটির মর্মাথ্য যদি বুঝতো সবাই .....

৭| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিশুদের সুস্থ স্বাভাবিক উজ্জ্বল ভবিষ্যৎ এর কামনায়...

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: শিশুদের সুস্থ স্বাভাবিক উজ্জ্বল ভবিষ্যৎ এর কামনায়........

৮| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শিক্ষণীয় বটে!!!! বাচ্চুগুলোর ছবি খুব ভাল লেগেছে!! এই ছোট্ট ছোট্ট বাচ্চুগুলো ভাল পরিবেশে বেড়ে উঠুক... আর এমন পরিবেশ তৈরি করে দেয়া আমাদের-ই দায়িত্ব কিন্তু...!!

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: মন পরিবেশ তৈরি করে দেয়া আমাদের-ই দায়িত্ব কিন্তু সেদিকে কি নজর দিচ্ছে কেউ.........!!

৯| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: শিশুগুলো বড় হোক সুন্দন এক পরিবেশে।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: হাঁ ঠিক তাই শিশুগুলো বড় হোক সুন্দর এক পরিবেশে............

১০| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: আমাদের দেশে এমন পরিবেশ কবে হবে!

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: সত্যিকারের পরিবেশতো অনেক দূরে ... তাদের দরকার নূন্যতম বেচেঁ থাকার অনুকূল পরিবেশ............ জানি না কবে পাবে.....

১১| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫

এম এম করিম বলেছেন: ছোটবেলায় কার বাসায় যেন দেখেছিলাম এটা, বাঁধানো।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

সোহানী বলেছেন: হাঁ করিম ভাই.... এটি আমি পেয়েছি শিশু একাডেমি থেকে....

১২| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১

দা লর্ড বলেছেন: অনেকবার পড়েছি। আবারও পড়লাম। ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২১

সোহানী বলেছেন: ধন্যবাদ লর্ড সাহাব.........

১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর, শিক্ষণীয়।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২১

সোহানী বলেছেন: সত্যিই তাই... অনেক ধন্যবাদ

১৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর, শিক্ষণীয় কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

সব শিশু যেন সর্বোপরি বেড়ে ওঠে মা-বাবা'র ভালবাসায় আর সঠিক পরিচর্যায়। আজকের অটিজম দিবসে এই দোয়া করি সকল শিশুদের জন্য।

অনেক অনেক ভালো থাকুন দোস্ত ব্লগার, শুভকামনা জানবেন।

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দোস্ত ব্লগার।

মা-বাবা'র ভালবাসা আর সঠিক পরিচর্যা ছাড়া শিশু কখনই বেড়ে উঠতে পারে না........ কারন আগামী দিনের পৃথিবীতো তাদেরই.....

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ আপনার সংগ্রহ!!!
শুভকামনা অনন্ত!!!

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৫

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বীথি আপু...... কয়েক বছর ধরে শিশু একাডেমীতে লিখাটা দেখতাম এবং খুব ভালো লাগতো। শেয়ার করে ছড়িয়ে দেয়ার ইচ্ছাতেই ব্লগে লিখলাম.....

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১

মুমাইন বলেছেন: কবিতাটি জীবনে অনেকবার চোখে পড়েছে। যতবারই পড়েছি, ততবারই এমন কিছু মানুষের কথা মনে পড়ে যায় যারা আদৌ বোঝেই না শিশুদের জন্য কোনো পরিবেশ কিংবা আচার-ব্যবহারের কোনো প্রয়োজন আছে কিনা?

০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০

সোহানী বলেছেন: হাঁ মুমাইন, আপনার এ কথাটি শতভাগ সত্য। আজ যখন মাসের উপর বাচ্চাদের স্কুল বন্ধ, তখনই মনে পড়ে কিছু মানুষ না কেউই আমরা বুঝি না শিশুদের গুরুত্ব।

তাই এ কবিতাটা শেয়ার দিলাম এর গুরু্ত্ব বোঝানোর জন্য্।

অনেক অনেক ধন্যবাদ।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

শায়মা বলেছেন: দারুন!!!!!!!! সোহানীমনি!!!!!!!!!!!:)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

সোহানী বলেছেন: ধন্যবাদ শায়মা, কমেন্টস্ টা বাদ পড়েগেছিল...

১৮| ০২ রা মে, ২০১৫ সকাল ৮:০১

যোগী বলেছেন:
কেমন আছেন?

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪১

সোহানী বলেছেন: ভালোরে ভাই.........

১৯| ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: বেশ বেশ .... ভবিষ্যতে কাজে লাগবে :)

২০| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো লম্বা ছুটি নীলে হবে? দোস্ত-ভাই-ব্রাদার-আপু'র দল সবাই মিস করে না বুঝি আপনাকে? ব্যস্ততা কমিয়ে দ্রুত ফিরে আসুন... প্লিজ, প্লিজ, প্লিজ... সামু ইজ ওয়েটিং ফর ইউ :)

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০

সোহানী বলেছেন: সরি ফর লেইট রেসপন্স........ ভাইরে জীবনের ধান্ধায় এতোটাই ব্যস্ত যে বুদ্ধি চর্চায় সময় দিতে পারছি না.......... আরেকটু সময় নিচ্ছি.... আসবো সম্পূর্ন নতুন কিছু নিয়ে............. ভালো থাকেন ততদিন....

২১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো লম্বা ছুটি নীলে হবে? দোস্ত-ভাই-ব্রাদার-আপু'র দল সবাই মিস করে না বুঝি আপনাকে? ব্যস্ততা কমিয়ে দ্রুত ফিরে আসুন... প্লিজ, প্লিজ, প্লিজ... সামু ইজ ওয়েটিং ফর ইউ :)

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: ওরে ভাইরে এভাবে বইলেন না কষ্ট পাই..... এমনিতে সামুতে আসতে না পেরে খারাপ লাগে তারউপর আপনারা এরকম ইমোশানাল ব্লাকমেইল করলে কই যাই বলেন !!!!!!!!!!!!!!!

২২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫০

সোহানী বলেছেন: বাসি ঈদের শুভেচ্ছা...................সরি অনেক দেরি হয়ে গেল....

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ





ঈদের আগাম শুভেচ্ছা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই......

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই......

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: কবিতাটি দারুণ!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: সত্যিই তাই, বাচ্চাদের কথা মাথায় আমাদের রাখা উচিত....

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল পোস্ট , প্রিয়তে নিলাম সন্তানদেরকে জানাতে হবে । ব্যাপারটা জীবনের প্রথমেই শিখা দরকার ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

সোহানী বলেছেন: সত্যিই তাই। কবিতাটির গুড়ত্ব অনেক বেশী শিশুদের শৈশব চিন্তা করলে। অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা ......

২৭| ২১ শে মে, ২০২১ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: শিশুদের সুন্দর ছবিসহ চমৎকার এ কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। এখন সমাজের যে অবস্থা চলছে, শিশুদের ভবিষ্যত ভেবে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পারি না!

আমার ঘরে দুটো শিশু রয়েছে। এদেরকে নিয়ে সত্যিই আমি দুশ্চিন্তায় ভুগি।

২৪ শে মে, ২০২১ রাত ১:০৩

সোহানী বলেছেন: আমি বরাবরেই ওদের জন্য খুব দুশ্চিন্তায় ভুগি। দেশের যা অবস্থা তাতে একটি বাচ্চাকে সঠিক পথে পরিচালিত করা খুব কঠিন। যে যাই বলুক, দেশে সবকিছু কেমন যেন লাগামছাড়া হয়ে যাচ্ছে দিন দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.