নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষক্ষয়

Bengal_gypsi

বিষক্ষয় › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সময় কেউ না খেয়ে থাকে না (পররাষ্ট্রমন্ত্রী): আর ফিরে দেখা ১৯৭৪এর দূর্ভিক্ষ।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬


নিকট ইতিহাসে একমাত্র আওয়ামীলীগ আমলেই বাংলাদেশে দূর্ভিক্ষে না খেয়ে মানুষ মারা গেছে। তাই এতো উচা গলায় কথা বলে ঠিক না। আর তা ছাড়া খাবার থেকেও বিশুদ্ব পানির অভাবে ডাইরিয়া আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা যায়................

৭৪এর দূর্ভিক্ষের একটা ভিডিও রিপোর্ট দিলাম।

৭৪এর সাথে এখনকার সময়ের অনেক দিক দিয়ে মিলে আছে, যেমন:
১) সকল সংবাদ মাধ্যম সরকারের নিয়ন্ত্রনাধীন
২) সংসদ বিরোধীদলহীন
৩) বিরোধীদলের শত শত নেতা কর্মীকে হত্যা, গুম বা কারাবন্দি করা হয়েছে
৪) প্রশাসন বিশেষ দলের যোগ্য/অযোগ্য লোক দিয়ে ভরে ফেলা হয়েছে
৫) পৃথীবির বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পশ্চিমাদেশগুলির সমর্থনে বিশেষ মতবাদে বিশ্বাসীদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছিলো। বিচার বহির্ভূতভাবে হত্যার সম্মুক্ষিন হওয়ারা ৭৪ এ ছিলো কমিউনিস্ট আর এখন হলো জংগি ইসলামিস্ট।
বিরোধিদল ও মুক্ত সংবাদ মাধ্যম না থাকলে সরকার সমস্যার গভীরতা বুঝতে পারে না। কারন চাটুকাররা বলে কোন সমস্যা নাই জাহাপনা। আর ভুগে হলো গরীব সাধারন মানুষ। তাই সবাইকে এগিয়ে আসতে হবে আবার যেন ১৯৭৪এর মতো অবস্তার সৃস্টি না হয়।
তবে আশার কথা এখন বাংলাদেশ কৃষির উপর তেমন নির্ভরশীল নয়। গার্মেন্টস আর মিডিল ইস্ট হতে প্রবাসীদের পাঠানো টাকা বাংলাদেশের গ্রামের মানুষের আয়ের বিশাল অংশ।
খবর: শেখ হাসিনার সময় কেউ না খেয়ে থাকে না: পররাষ্ট্রমন্ত্রী Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

তপোবণ বলেছেন: সত্য বলার কারণে আপনি অপরাধি হলেন। গুম হলে দুঃখবোধ আপনার জন্য। আর রাজাকার উপাধিটা অবশ্যই আপনাকে নিতে হবে।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:

"৩) বিরোধীদলের শত শত নেতা কর্মীকে হত্যা, গুম বা কারাবন্দি করা হয়েছে "

-বাংলাদেশে বিরোধীদল বলতে কিছু থাকে না, ওরা জাতিকে জিম্মি করার দল হয়ে যায়; আওয়ামী লীগ বা বিএনপি পার্লামেন্টে বিরোধী দল হিসেবে থাকলে, ওরা ভয়াবহ হরতাল করে মানুষ মারে। আবার, সেই আও্য়ামী লীগই শেষে বিএনপি'কে খাঁচায় ঢুকায়েছে, বিএনপি বিরোধীদল হিসেবে রাজনীতি করে না; ওদের বিলুপ্তি জাতির জন্য দরকার আছে।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


মিডলইস্ট গিয়েও কিছু বাংগালী না খেয়ে থাকে।

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

আহা রুবন বলেছেন: নয় মাস কাজ-কর্ম বাদ দিয়ে যুদ্ধ করতে হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, তার প্রভাব কয়েক বছর পরে পড়বে এটাই স্বাভাবিক।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

দয়িতা সরকার বলেছেন: লিগের সময় শুধু বিনপি গুম হয় না, সাধারণ মানুষও গুম , নিখোজ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.