নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষক্ষয়

Bengal_gypsi

বিষক্ষয় › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে ক্ষমতার মসনদে ইমরান খান: পাকিস্তানে আর্মি চাইলে সবই সম্ভব

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

পাকিস্তানের নির্বাচনের বেসরকারিভাবে গণনার ফলে দেখা যায় বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
ইসলামাবাদে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন পাকিস্তান চলবে মদিনা আদর্শে। নির্বাচনে নিরাপত্তা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন ইমরান খান। এছাড়া দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন, সেখানে থাকবেন না তিনি, ‘আমাদের সরকার ঠিক করবে প্রধানমন্ত্রীর বাসভবন কি কাজে ব্যবহার করা হবে। এটা জনগণের কাজে ব্যবহার করা উচিত।’
সমালোচকরা বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমে দেশটির সেনাবাহিনীর কাছে থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন ইমরান খান।

কিছুদিন আগে পাকিস্তানের আর্মি সহায়তায় ইমরান খানের দল সরাকার পতনের আন্দোলনে নামে। কিন্তু অন্যসকলদল একসাথে মিলিতভাবে পাকিস্তানের আর্মি ও ইমরান খানের দলের এই সরাকার পতনের আন্দোলন বানচাল করে দেয়। কিন্তু নির্বাচনের ফলাফল দেকে মনেহচ্ছে পাকিস্তানের আর্মি will have the last laugh। কিছুদিন আগে নওয়াজ শরিফ ও তার মেয়েকে কারাদন্ড দেয়া হয়। অভিযোগ আছে পাকিস্তানের আর্মির প্রভাবেই আদালত এই কারাদন্ড দিয়েছে। কারন নওয়াজ শরিফের সাথে পাকিস্তানের আর্মির বিরোধ অনেক পুরোনো। পাকিস্তানের মিলিটারি-সিভিল-জুডিসিয়ারি bureaucracy সবসময়ই জনগন ও গনতন্ত্রের বিরুদ্বে অবস্থান নিয়েছে, এবারও তার ব্যাতিক্রম হয়নি।


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা দেখতে থাকি

২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেটে ভারত আর পেরে উঠবে না

৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশেও কী আর্মি আওয়ামী লীগকে জেতায়নি ২০০৮ সালে?

৪| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: মদ, নারী, ধর্মব্যবসায়ী একটা প্লেবয়রে ঠিক মতন বুইঝাই পাকিস্তানের সেনাবাহিনী বাইছা নিছে।

অখনে না আবার অন্য প্লেবয়রা আশাবাদী হয়া উঠে!

৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

এখওয়ানআখী বলেছেন: রাজনীতিতে ভন্ডামীই শেষ কথা। ইমরান মুখোসটা যথাসময়ে পরতে পেরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.