নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতার পান্ডুলিপি থেকে

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

স্বপ্ন (অপ্রকাশিত)
(রচনা কাল: ৩ রা জুন ১৯৯০)

আজও আমি অপেক্ষায় আছি সেই সুবর্ন সময়ের
যেদিন আকাশের সমস্ত তারা সম্মিলিত কোরস গাইবে
গ্রহ গুলো ড্রাম বাজাবে আপন লয়ে

মেঘের রানী ধারন করবে শুভ্র বসন
আমার কবিতার অক্ষরগুলো হয়ে যাবে
কৃষকের গোলার রাশি রাশি ধান ।
রাষ্ট্রিয় পুষ্পদ্যানের রজনীগন্ধার ডাটায়
জন্ম নেবে থোকা থোকা বাদামি রুটি ,

যা দিয়ে পরবর্তীতে সম্বর্ধিত হবে
মহামান্য রাজন ও রাষ্ট্রিয় অতিথি বর্গ ।

(৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে লিখা)


আমার কবিতার পান্ডুলিপি থেকে আরও একটি কবিতা....

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর স্বাপ্নের কবিতা।

প্রথম প্লাস! আমি ফার্স্ট!

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

বেঙ্গল রিপন বলেছেন: আপনিই ফাষ্ট... আপনিই লাষ্ট। এসব কবিতা এখন আর কারো ভালো লাগে না। কিন্তু ২৫বছর আগের স্বপ্ন এখনও হারিয়ে যায়নি আমার চেতনার ঝুলি থেকে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নতুন কবিতা পড়তে চাই, অথবা পুরোনগুলোই।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

বেঙ্গল রিপন বলেছেন: এইখানে ক্লিক করলেই কবর থেকে উঠে দাড়াবে ২৭বছর আগের আমার এক কবিতার শব

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পড়লাম। মন্তব্যও করেছি।
কিন্তু কোন প্রতিউত্তর দেখলাম না।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

বেঙ্গল রিপন বলেছেন: সব সময় আমি আসতে পারি না ... এখন এসেছি- প্রতিউত্তর করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.