নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

মিরাজকে বাড়ি করে দেওয়া নিয়ে এক প্রবাসির মন্তব্য

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২


যখন কোন একজন খেলোয়াড়কে রাষ্ট্রীয় খরচে ঘর-বাড়ি তৈরী করে দেয়া হয়;
তখন বুঝতে হবে ঐ সমাজ রাইট ট্র্যাকে নেই।
একজন খেলোয়াড় একদিন ভাল খেললেই তাকে রাষ্ট্রীয় খরচে ঘরবাড়ি তৈরী করে দিতে হবে কেন?
ক্রিকেট খেলা কোন পূনর্বাসন কেন্দ্র নয়।
যেই কাজ বড়জোর একটা প্রাইভেট কোম্পানি করে দিতে পারে,
ভোটের আশায় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ খরচে করে দিলেও তা মেনে নেয়া যায়।
সেই কাজেও প্রধানমন্ত্রী - ব্যাপারটা কেমন না?
নিজ অর্থায়নে হলে ভিন্ন কথা ।
শ্রমিকের ঘাম ঝরানো রেমিটেন্স বা জনগণের ট্যাক্স দিয়ে কেন একজন খেলোয়াড়ের ঘরবাড়ি তৈরী হবে?
খেলোয়াড়ের কাজ খেলা, এটাই তার জব। এজন্য সে বেতন পায়।
যে শ্রমিক খেয়ে না খেয়ে দেশে রেমিটেন্স পাঠায়,
তার জন্য কয়টা ঘর-বাড়ি করে দিয়েছে বাংলাদেশ সরকার,
উল্টো একবার প্রবাসীদের আবাসনের জন্য টাকা জমা নিয়ে তা পরে ফেরত দেওয়া হয়েছে?
অর্থের অভাবে যে ছেলেটি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারেনা, লেখাপড়া বন্ধ হয়ে যায়,
তখন কেন রাষ্ট্রীয় ভান্ডার খোলে না ?
মেডিকেল কলেজে চান্স পেয়েও যে মেয়েটির দিনমজুর বাবা টাকার অভাবে ভর্তি
করে দিতে সাহস পায়না তার জন্য রাষ্ট্রের অনুরূপ দায়দায়িত্ব কই?

(বি:দ্রঃ আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ, তবে উচ্চপদস্থদের আবেগ নিয়ন্ত্রণ অতীব জরুরি.
দয়াকরে এর ভিতরে কেউ রাজনীতির গন্ধ খুজবেন না বা রাজনৈতিক দলকে টেনে আনবেন না)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

মানবী বলেছেন: "যখন কোন একজন খেলোয়াড়কে রাষ্ট্রীয় খরচে ঘর-বাড়ি তৈরী করে দেয়া হয়;
তখন বুঝতে হবে ঐ সমাজ রাইট ট্র্যাকে নেই।"
- সহমত

প্রধানমন্ত্রী খেলোয়াড়কে বাড়ি করে দিতে চেয়েছে, তার সাথেও সহমত।
শুরুতেই বলেছেন জাতি রাইটট্র্যাকে নেই, সেই ভুল ট্র্যাকে ছুটে চলা জাতির আরেকটি স্বভাব হলো সেরা খেলোয়াড়টিও একদিন খারাপ খেললে তার বাড়িতে ঢিল মারা, ভাঙ্গচুর করা! খারাপ খেললে যদি বাড়ি ভাঙ্গচুর হয় তাহলে ভালো খেললে বাড়ি বানিয়ে দেয়াই যায় :-)

প্রবাসীর রেমিটেন্স আর জনগণের ঘাম ঝরানো ট্যাক্স দিয়ে একপাল অখাল কুষ্মান্ড আত্মীয় পরিজন, দলীয় ক্রীতদাস সহ বিদেশভ্রমন ছাড়া আর কোন কাজ হয়না; তারচেয়ে জাতীয় দলের ভালো খেলোয়াড়কে বাড়ী বানিয়ে দেয়া উত্তম মনে হয়!!

পোস্টের জন্য ধন্যবাদ বেঙ্গল রিপন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কথাগুলো ঠিক বলেছেন ভাই, আর কেউ করুক আর না করুক আমি আপনার সাথে সহমত পোষণ করলাম। অসংখ্য ভাললাগা রইল।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

শরতের ছবি বলেছেন: আমরা ভালকে ভাল বলতে শিখি নাই । এই মানসিকতা আগে বদলাতে হবে । প্রধানমন্ত্রী তো কারো কিছু কেড়ে নেন নাই ।খুশি হয়ে কাউকে কিছু দিয়েছেন --এটাকে ও বাঁকা করে দেখতে হবে কেন ? প্রধান মন্ত্রী বলে কি তার আবেগ থাকতে নেই ?
অতীতে অনেক খেলোয়াড় এমন উপহার পেয়েছে উনার কাছ থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.