নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

১৯৭১এর একটি ডাইরি আজ পেলাম (DIARY 1971)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২


না এই ডাইরিতে তেমন কিছু লেখা নেই।
আজ কিছুক্ষন আগে আমার বাবার ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে পেয়েছি একটি পুরানো ডাইরি।
ডাইরিটির উপরে ছাপা অক্ষরে লিখা ছিলো Diary 1971.
ডাইরিটি হাতে তুলে নিতেই আমার সমস্ত দেহে একটা শিহরন অনুভব করলাম।
মনে হলো টাইম-মেশিনে চরে আমি চলে এসেছি ৪৫বছর পেছনে, যখন আমার বয়স মাত্র ৪বছর।

শুনত পেলাম অসহায় মানুষের আর্তনাদ!
শুনতে পেলাম বর্বর হায়নাদের কন্ঠ আর অট্টহাসি!
"কাপড়া উতারো, মিট্টিমে লেট যাও"
শুনতে পেলাম ষ্টেন-গানের ব্রাস ফায়ারের শব্দ!

ডাইরির পাতা ব্যাকুল হয়ে উল্টাতে লাগলাম, নাহ্ কিছুই লেখা নেই।
আর কিইবা লেখা থাকবে? সবইতো লিখা আছে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে।

আসলে এই ডাইরিটি আমার বাবার
১৯৭১এ আমার বাবা তার অবুঝ ৩সন্তান আর স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়িয়েছেন,
পালিয়ে বেড়ানো ছাড়া আর কোন উপায় ছিলো না আমার বাবার-
কারন তার বড় সন্তান ঘর থেকে পালিয়ে মুক্তি-সেনাদের দলে যোগ দিয়েছে।
আর এই খবর জেনে গিয়েছিলো আমাদের মহল্লার পাক-বাহিনীর ক্যাম্প কমান্ডার।

সে যা হোক... ডাইরিটির ১৯৭১এর ১৬ই ডিসেম্বরের পাতায় লিখা ছিলো
"আজ দেশ স্বাধীন হলো"!
আজ আমি প্রান ভরে ঘ্রান নিলাম ডাইরিটির...
স্বযত্নে রেখে দিলাম ডাইরিটি আমার ড্রয়ারে..
আমার সন্তানদের বললাম- এটা জেনো তারাও যত্ন করে রেখে দেয়।




মন্তব্য ৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ এই ব্যাপারটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই ডাইরিতে কিছু লেখা থাকার দরকার নেই। সবি লেখা আছে হৃদয় ডাইরিতে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

এডওয়ার্ড মায়া বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনার বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের আরো কিছু জানার ব্যাপারে আগ্রহ আছে।
ইচ্ছে হলে জানাতে পারেন।
ধন্যবাদ

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'আজ দেশ স্বাধীন হলো' - এপিক পিস। যত্ন করে রাখবেন...

৪| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ফারিহা নোভা বলেছেন: অমুল্য জিনিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.