নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

হ্যাক করা হলো ইত্তেফাক, বাংলালিংক, রবি ও গুগলএর ডট বাংলা ডোমেইন

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭


ডট বাংলা ডোমেইন হ্যাক করা খুবই সহজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬র শেষ দিন সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলা ওয়েব সাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পযার্য়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)।
প্রথানমন্ত্রী যখন দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন কতিপয় লোকের অবহেলার কারণে দেশের সাইবার নিরাপত্তার দেওয়াল খসে পরছে। এই বিষয়ে BTCL কতৃপক্ষকে বাবার ফোন দিয়ে বলার পরেও তারা পাত্তা দায়নি।
তাই বাধ্য হয়ে আমার এক ছোটভাই Sayzar Rahman Akash ২০১৬র শেষ প্রহরে হ্যাক করে ফেললো।
www.google.com.bd
www.robi.com.bd
www.banglalink.com.bd
www.ittefaq.com.bd
এটা কোন অসৎ উদ্দেশ্যে করা হয়নি। শুধু মাত্র BTCL কতৃপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবার জন্য এটা করা হলো।
ছোটা ভাই Sayzar Rahman Akash তার ফেসবুক পোষ্টে বলেছে:
দুঃখিত, সাময়িক অসুবিধার জন্য। আশা করি দায়িত্বে থাকা ডেভলোপার দ্রুতই রিকভার করে নিবেন।
বিটিসিএলকে ধরুন, তাদের শিক্ষা হওয়া উচিত।
আমি চাই না দেশের সাইবার নিরাপত্তা অবস্থা দুর্বল হোক আর যে কেউ এসে দেশের ক্ষতি করে চলে যাক।
আবারো বলি, এটি কোন হ্যাক নয়, আমিও কোন হ্যাকার নই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী তারানা হালিম ও জুনাইদ আহমেদ পলক ভাইকে অনুরোধ করবো
আগে নিরাপত্তা নিশ্চিত করুন, তবেই আমরা ডিজিটাল বাংলাদেশে গড়তে পারবো। জয় বাংলা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনব প্রতিবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.