নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

একজন বিশেষজ্ঞের কান্ড

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২২


একজন বিশেষজ্ঞের কান্ড দেখুন।
খাওয়ার সিরাপ মালিশ করতে বলতেছেন!!!??

চেম্বার :

নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
এস.এস.কে রোড
ফেনী
তাং : ০৩ - ০৮ -২০১৭.

এই কিছুক্ষ আগে এই প্রেসক্রিপশন লিখা হয়েছে।
আমার ইমেইলে ফেনী থেকে একজন পাঠিয়ে দিলো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক!!!!!

বিশেষ অজ্ঞ তো ;) তারই প্রমাণ রেখেচেন...

মামলা করা উচিত এইরকম অসচেতনদের বিরুদ্ধে!

২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

রাফিন জয় বলেছেন: হা হা হা

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

নাগরিক কবি বলেছেন: লাগিয়ে দেখবো নাকি :D

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

বেঙ্গল রিপন বলেছেন: লাগাইবেন কোনহানে ? বিশেষ অজ্ঞ ডাক্তার সাপরে আগে জিগাইয়া লন :D

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রোলার্ড বলেছেন: এটা নিশ্চিতভাবেই ডাঃ সাহেব লিখেননি । লিখেছে তার এটেনডেন্ট ।
মহিলার বাম কিডনিতে পাথর হয়েছে , সিরাপটা দেওয়া হয়েছে সম্ভবত ইউরিনের এসিডিটি কমানোর জন্য । যাতে পাথর আর না বাড়তে পারে এবং পানি খাবার ফলে যেন বের হয়ে যায় (পাথর ছোট ছিল মনে হয়, বেশী বেশী পানি খেতে বলা হয়েছিল )।

সিরাপ তো খাবার জন্য , লাগানোর কথা তো এফ.সি.পি.এস ও এম.এস করা একজন সার্জন লিখবেন এটা কি বিশ্বাসযোগ্য ?

http://www.webmd.com/drugs/2/drug-15786/cytra-k-oral/details

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

বেঙ্গল রিপন বলেছেন:
এইযে দেখুন, আমার ফেসবুক ইনবক্সে ডাক্তার সাহেবে স্বিকারুক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.