নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদের খ্যাতা পুড়ি... গুলি কইরা মাটিত ফালায় না ক্যারে!?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯


মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে।
এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার।
প্রতিবার প্রতিবাদ স্বরুপ শুধুমাত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে প্রতিবাদপত্র পাঠানো হয়।
ঘটনাটা কি!? বাংলাদেশের সামরিক বাহিনী, বিমান বাহিনী কি সুচি মাতারির লগে পরকিয়ায় মত্ত!!?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

এম আর তালুকদার বলেছেন: জাতি জানতে চায় বাংলাদেশের ক৿তারা কোন কোন দেশের কোন কোন নেতার সাথে পরকিয়ায় লিপ্ত আছেন !!?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিবাদের খ্যাতা পুড়ি... গুলি কইরা মাটিত ফালায় না ক্যারে!?

শতভাগ সহমত!!!

ঘটনা কিতা?? নাকি জ্বি হুজুরী করতে করতে পোতায় গ্যাছে?????

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: মায়ানমার ইচ্ছা করেই উস্কানি দিচ্ছে যেন বাংলাদেশ পালটা কিছু করলে হামলা করার অজুহাত পেয়ে যায়। ২০১৫ সাল থেকে মায়ানমার আর্মি নিজেদেরকে আপগ্রেড করছে। ইস্রায়েলের কাছ থেকে প্রশিক্ষণ অস্ত্র নিয়েছে, আর্মি তিনগুণ বড় করেছে, চিনের মতো সুপারপাওয়ার পাশে আছে। সংঘর্ষে জড়ালে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ধৈর্য ধরা ছাড়া এখন আর কোন উপায় নেই।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: ভারতের দালালী করতে করতে এরা এখন নিজেরা কথা বলতেও ভুলে গেছে। দাদারা যদি কথা বলতে বললে বলবে মনে হ্য়!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাবতাছি এলাকার পোলাপাইন নিয়া তীরন্দাজ এবং গুলতি বাহিনী গঠন করব কিনা।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: প্রতিবাদের খ্যাতা পুড়ি... গুলি কইরা মাটিত ফালায় না ক্যারে!?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.