নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

একজন আনিসুল হক চাই মাননীয় প্রধানমন্ত্রী!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১



আনিসুল হক কিন্তু আপনারই আবিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাই আরেকজন আনিসুল হক আপনাকেই আবিষ্কার করতে হবে!!
আমরা আপনার দিকেই চেয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমরা আর একজন আনিসুল হক চাই।
ডুপ্লিকেট, রেপ্লিকা, কার্বন কপি আনিসুল হক। যিনি সবার ফোন ধরবেন এবং তাঁকে ফোনে রেখেই কাজ
শুরু করে দেবেন, যিনি সামান্য একটা টেক্সট মেসেজের উত্তর দেবেন এবং কাজ শেষ করে আবার
সেটা জানিয়ে দেবেন। যিনি স্বপ্ন দেখাবেন এবং তা বাস্তবায়ন করে সবার মুখে হাসি ফোঁটাবেন।
মোটকথা আমরা আর একজন আনিসুল হক চাই।
কিভাবে সম্ভব, তা আপনার সদয় ইচ্ছা ও আন্তরিকতা মাননীয় প্রধানমন্ত্রী।
কিন্তু আমরা চাই- বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ পূরণে আনিসুল হকের অনেক অনেক রেপ্লিকা।
এটা শুধু আমার নয়। এটা সময়ের দাবী, এটা স্বাধীন বাংলার আমজনতার দাবী মাননীয় প্রধানমন্ত্রী।


মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


আনিসুল হক কি কি করেছেন ঢাকার জন্য? নিম্নক্তোগুলোর কোন সমাধান করেছিলেন?

রাজুকের ডাকাতী, ভুমিদস্যুদের ডাকাতি, যানজট, বাড়ী ভাড়া, পানি নিস্কাসন, খাল মুক্তকরণ, বাস ভাড়া স্হিতিশীল, ময়লা পরিস্কার, বস্তির পুর্ণবাসন, বেকারত্ব কমানো, অপরাধ কমানো, ফুটপাত দখল, বুড়িগংগার পানিতে সুয়েরেজ বন্ধ

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মরুসিংহ বলেছেন: পার্থিব জীবনে তিনি যেখানেই গেছেন সফলতার চিহ্ন রেখে এসেছেন। হয়তো মেয়র হিসেবেও সফল হতেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন এই দোয়া করি।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


উনি নিজে সফল লোক, ঢাকা মাকার জন্য কিছু করেছেন বলে মনে হয় না।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

নিরাপদ দেশ চাই বলেছেন: উনি কিছু চমকপ্রদ বক্তৃতা দিয়েছেন এটুটুকুই জানি। মেয়র নির্বাচনে উনার আয়ের যে হলফনামা জনা দিয়েছেন তা থেকে জানা যায় উনার চাইতে উনার স্ত্রীর আয় বেশী!!এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে ১৬০ কোটি টাকার ঋন নিয়েছেন ।

উনি আমাদের পচে গলে যাওয়া রাজনীতিবিদদেরই একজন ছিলেন। আমাদের প্রধান দুই রাজনৈতিক দলে ভাল লোকের কোন স্থান নেই।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

চানাচুর বলেছেন: আনিসুল হকের মত মানুষ আর জন্ম হবেনা আগামী ৫০ বছরেও :(

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো মানুষ কে ছিল মৃত্যুর পরেই বুঝা যায় । আনিসুল হকের ব‍্যপক জনপ্রিয়তা তা প্রমান করছে ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

চানাচুর বলেছেন: যারা উনাকে নিয়ে এত নেগেটিভ মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে লিখলামঃ

উনি যেরকম আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছিলেন, তাতে করে ৫ বছর পূর্ণ হলে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনাধীন এলাকাসমূহের অনেক উন্নতি সাধন হত। গুলশান-বনানী-বারিধারা-উত্তরা এয়ারপোর্ট রোড উনার জন্যেই ঝকঝকে তকতকে এবং সেখানে মানুষ খুব নিরাপদ বোধ করে। অন্যদিকে, মিরপুর-মোহাম্মদপুর-বাড্ডা-রামপুরা-গাজিপুর এর অবস্থা করুণ। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে উনি সেখানকার জ্যাম অনেক কমিয়ে এনেছিলেন।
অন্যদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কি করেছেন তার অন্তর্ভুক্ত এলাকাসমূহের জন্য সেটা দেখবেন। উল্লেখযোগ্য কিছুই পাবেন না।
আর সবসময় কি করেনি, এটা না দেখে কি করেছেন সেটাও দেখেন, সেটাও বলেন। মেয়রদের দায়িত্বের মধ্যে বেকারত্ব দূরীকরণ পড়ে না। মানুষকে ছোট করার জন্য তর্কের খাতিরে উল্টাপাল্টা বিষয় আনা অনর্থক।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: সোহেল তাজ অথবা আনিসুল হকের ছেলে কে মেয়র করা যায় বাকী মেয়াদের জন্য

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

চানাচুর বলেছেন: উনার চেয়ে উনার স্ত্রীর আয় বেশি। উনি ১৬০ কোটি টাকা ঋণ নিয়েছেন এজন্য উনি পচে গলে যাওয়া রাজনীতিবিদদের দলে! কি হাস্যকর কথাবার্তা :D ব্যবসা করতে গেলে ঋণ লাগে না? ব্যবসায়ীরা কি আলমারি থেকে টাকা বের করে বিজনেস করেন? B-)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

চানাচুর বলেছেন: কলাবাগান১ এর সাথে সহমত। উনার স্ত্রী রুবিনা হক আসলে সবচেয়ে ভাল হবে। উনিও অসম্ভব মেধাবী।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: আনিসুল হক একজনই,আর একজন খুজে পাওয়া অসম্ভব।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: উনি ঢাকা শহর উন্নয়নের অনেক কাজ হাতে নিয়ে ছিলেন-
সত্যি কথা বলতে কি ঢাকা শহর বদলাতে শুরুও করছি্ল---

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরিবার তন্ত্র চাইনা। এমন কাউকে আসতে হবে যে উনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে...

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১২

নিরাপদ দেশ চাই বলেছেন: আনিসুল হক একজন ১০০শতভাগ রাজণীতিবিদ ছিলেন। ২০১৫ সালে বিতর্কিত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন। দেশের আর দশটা রাজনীতিবিদের মতই অঢেল টাকা পয়সার মালিক ছিলেন। লন্ডনের মত হাস্পাতালে লাখ লাখ পাউন্ডের চিকিৎসা আমাদের দেশে একমাত্র রাজনীতিবিদেরাই করতে সক্ষম। যাই হোক একজন ঋনখেলাপি রাজনীতিবিদদের পক্ষে যারা কলম ধরেছেন তারা তারই অনুসারী। গুলশান, বনানীর সেই ঢাকাবাসীরা দরিদ্র বাংলাদেশের ১৫ কোটি জনগনের কেউ নয়।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



@চানাচুর ,

সবাই লিলিপুটে থাকেন না, বাংলাদেশেও মানুষজন আছেন।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এদেশে গুণীর কদর নেই। তাই মৃত্যুর পর আহাজারি। মৃত্যুর আগেই এসব আনিসুল হককে চেনা উচিত। তাতে যে মৃত্যু ঠেকানো যাবে তা নয়। অতি দ্রুত একটি সাবস্টিটিউট বা রেপ্লিকা বের করা যায়, যেমন আপনি বললেন।

আনিসুল হক অনেক কিছু করে ফেলেছেন তা নয়, কিন্তু সকাল দিনের সূচনা। তিনি অনেক কিছু করতে চেয়েছিলেন, পরিকল্পনাও করেছিলেন এবং সেই আন্তরিকতাও তার মধ্যে ছিল। একজন মৃত মানুষকে অন্তত তার যোগ্য সম্মানটুকু দেওয়া উচিত।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

নিরাপদ দেশ চাই বলেছেন: একজন মৃত মানুষকে তার যোগ্য সম্মান দেবার অর্থ এই নয় মিথ্যাচারের মাধ্যমে তাকে হিরো বানাতে হবে। এই জাতীয় ট্রেন্ড তৈরীর অর্থ হচ্ছে আমাদের দেশের চলমান রাস্ট্রীয় লুটপাঠকে সমর্থন জানানো। আপনি যদি জেনে বুঝে সমর্থন করেন তাহলে বলার কিছু নাই। আপনি হয়ত এদেরই একজন। কিন্তু যারা না বুঝে সমর্থন করছেন তাদের দুবার চিন্তা করা উচিৎ।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

চানাচুর বলেছেন: @নিরাপদ দেশ চাই, কেউ ধনী হলেই সে ঋণখেলাপি, ঘুষখোর অথবা দুর্নীতিগ্রস্থ এরকম চিন্তাভাবনাও প্রচণ্ড হতাশাগ্রস্থ না হলে মানুষের মধ্যে আসতে পারেনা। এরকম হতাশাগ্রস্থ মানুষই বেশি দুর্নীতি করে থাকে। :)



১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

চানাচুর বলেছেন: @চাঁদগাজী আংকেল, ওগুলো উনার শুরু ছিল, ৫বছর সময় পেলে উনি আরো অন্যান্য এলাকার মানুষদেরও কম্ফোর্ট দিতে পারতেন। অন্ততপক্ষে উনি চেষ্টা করছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.