নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

সব মন্ত্রীরা চোর !!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়া খাবেন,
সব মন্ত্রীরা চোর। আমিও চোর..............


শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহনীয় মাত্রায় ঘুষ নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শুধু কর্মকর্তা কর্মচারীরাই নয়, মন্ত্রীরাও দুর্নীতি করে, তাই ঘুষ না নিতে বলার সাহস আমার নাই।

রোববার শিক্ষা ভবনের পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার উপর এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়া খাবেন, সহনশীল হইয়া মানে এই নয় যে আপনারা ঘুষ খাইয়েন না, এটা অর্থহীন কথা হবে।’

শুধু তাই নয় উনি আরও বলেন: সব জায়গাতেই এমন হইছে..
শুধু অফিসাররা চোর তা না, মন্ত্রীরাও চোর - আমিও চোর!!!

সাবাস ভাইয়া!! আপনার মুখে ফুল চন্দন পড়ুক! বেশি করে ফ্রুটিকা খান



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘুষ ইজ নট গুড ফর হেলথ, ইট ইজ ডেন্জারাস এ্যালিমেন্টস ফর হেলথ!!

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: অনেকে মনে মনে বলে আর উনি মুখ ফুটে সত্য কথাটাই বলেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

বেঙ্গল রিপন বলেছেন: সত্য বলার জন্য উনাকে সাধুবাদ জানাই ভাই

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আমরা কি তাহলে ডিজিটাল সরকারের বদলে ঘুষ সহায়ক সরকার পেলুম!!!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: তার মানে পরিস্থিতি আর অস্বীকারের পর্যায়ে নেই :-/

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৩

এম এ কাশেম বলেছেন: আহা, কি আনন্দ আকাশে বাতাসে।

ঘুষ খাও
চুরি করো
ডাকতি করো
ধর্ষন করো
দূর্নীতি করো
চান্দাবাজি করো
ধান্ধাবাজি করো,
তৈলবাজি করো
গলাবাজি করো
যে যা পারো করো
তবে --------
"স হ নী য় মাত্রায় করো"

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চোর হলেও সত্যি কথা বলতে ভয় পান না। এরকম চোর মন্ত্রীর মতো অন্যান্য মন্ত্রীরাও যদি বলতেন, আমি চোর, আমি ঘুষ খাই। তবে সহনীয় মাত্রায়। তাহলে কত ভালো হতো।


শুনেছি এ দেশে দুদক নামে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। স্বঘোষিত এসব চোর ডাকাতদের ব্যাপারে তারা কী শুধু গালে হাত দিয়ে ভাবছেন? আর বিবৃতিবাজ টিআইবি? তারা কী লজ্জায় লুকিয়ে পড়েছেন?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আমাদের শিক্ষামন্ত্রী লোকটা সৎ কিন্তু নির্বোধ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

বেঙ্গল রিপন বলেছেন: কি জানি!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.