নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

সারে জহাঁ সে অচ্ছা....

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

সারে জহাঁ সে অচ্ছা হিন্দোসিতাঁ হমারা
হম বুলবুলেঁ হ্যাঁয় ইসকী ইয়ে গুলসিতাঁ হমারা

গুর্বত মেঁ হোঁ অগর হম, রহতা হ্যাঁয় দিল বতন মেঁ
সমঝো ওয়াহীঁ হমেঁ ভী দিল হো জহাঁ হমারা

পর্বত ওয়াহ সবসে উঁচা, হম্সায়া আসমাঁ কা
ওয়াহ সঁতরী হমারা, ওয়াহ পাসঁওয়া হমারা

গোদী মেঁ খেলতী হ্যাঁয় ইসকী হজারোঁ নদিয়াঁ
গুলশন হ্যাঁয় জিনকে দম সে রশ্ক-এ-জনা হমারা

অ্যায় আব-এ-রুদ-এ-গঙ্গা! ওয়াহ দিন হ্যাঁয় য়াদ তুঝকো?
উতরা তিরে কিনারে জব কারওয়াঁ হমারা

মজহব নহীঁ সিখাতা আপস মেঁ বৈর রখনা
হিন্দী হ্যায়ঁ হম, বতন হ্যাঁয় হিন্দোসিতাঁ হমারা

য়ুনান-ওয়া-মিস্র-ওয়া-রুমা সব মিট গয়ে জহাঁ সে
অব তক মগর হ্যাঁয় বাকী নাম-ওয়া-নিশাঁ হমারা

ইকবাল! কোই মহরম অপনা নহীঁ জহাঁ মেঁ
মালুম ক্যা কিসী কো দর্দ-এ-নিহাঁ হমারা!

আপনি জানেন কি এই কবিতাটি মুসলিম কবি "আল্লামা ইকবাল" লিখেছিলেন!?


১৯০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট সাপ্তাহিক পত্রিকা ইত্তেহাদে মুসলিম কবি আল্লামা ইকবাল দ্বারা শিশুদের জন্য রচিত এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। পরের বছর লাহোরের গভর্ণমেন্ট কলেজের ছাত্র লালা হর দয়াল ঐ কলেজের শিক্ষক ইকবালকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে সভাপতিত্বের ভাষণের পরিবর্তে তিনি এই কবিতা গেয়ে শোনান। ১৯২৪ খ্রিস্টাব্দে বাং-এ-দরা (উর্দু: بان٘گِ دَرا‎‎) নামক গ্রন্থে তরাণা-এ-হিন্দী নামে এই কবিতাটি প্রকাশিত হয়।

দেবনাগরী ফন্টে কবিতাটি নিম্মরুপ


सारे जहाँ से अच्छा हिन्दोसिताँ हमारा
हम बुलबुलें हैं इसकी यह गुलसिताँ हमारा

ग़ुर्बत में हों अगर हम, रहता है दिल वतन में
समझो वहीं हमें भी दिल हो जहाँ हमारा

परबत वह सबसे ऊँचा, हम्साया आसमाँ का
वह संतरी हमारा, वह पासबाँ हमारा

गोदी में खेलती हैं इसकी हज़ारों नदियाँ
गुल्शन है जिनके दम से रश्क-ए-जनाँ हमारा

ऐ आब-ए-रूद-ए-गंगा! वह दिन हैं याद तुझको?
उतरा तिरे किनारे जब कारवाँ हमारा

मज़्हब नहीं सिखाता आपस में बैर रखना
हिन्दी हैं हम, वतन है हिन्दोसिताँ हमारा

यूनान-व-मिस्र-व-रूमा सब मिट गए जहाँ से
अब तक मगर है बाक़ी नाम-व-निशाँ हमारा

कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी
सदियों रहा है दुश्मन दौर-ए-ज़माँ हमारा

इक़्बाल! कोई महरम अपना नहीं जहाँ में
मालूम क्या किसी को दर्द-ए-निहाँ हमारा!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

আনু মোল্লাহ বলেছেন: হ্যাঁ জানতাম এটা কবি ইকবালের লেখা।
ধন্যবাদ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি। হাঃ হাঃ হাঃ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বেঙ্গল রিপন বলেছেন: আল্লামা মুহাম্মদ ইকবাল (জন্ম নভেম্বর ৯, ১৮৭৭; শিয়ালকোট, পাঞ্জাব - মৃত্যু: এপ্রিল ২১, ১৯৩৮) বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ ছিলেন। তাইলে কেমনে কি হইলো!!??

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

আবু তালেব শেখ বলেছেন: আগে জানতাম। ভারতে যখন সব মুসলমান শাষক , বা ব্যক্তিবর্গের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে তাহলে কবি ইকবালের লেখা এই কবিতা মুছে ফেলা সময়ের ব্যপার মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.