নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

ওবায়দুল কাদের ভাই উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর যাচ্ছেন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:১৮

ওবায়দুল কাদের ভাইযের হার্টে তিনটি ব্লক নিয়ে উদ্বিগ্ন।
তার চিকিৎসায় প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ
ডাঃ দেবী শেঠী ঢাকায় এসেছেন।


কাদের ভাইকে গতকাল থেকে আজ পর্যন্ত যে চিকিৎসা দেয়া হয়েছে
তা পৃথিবীর যে কোন উন্নত সেবার চেয়ে কোন কম নয়
বলে মন্তব্য করেছেন ডা. দেবী শেঠী। তিনি এও বলেছেন
কাদের ভাইয়ের মতো হাই প্রোফাইল রুগীদের চিকিৎসা দিতে
গিয়ে স্থানীয় ডাক্তাররা অনেক সময় মানসিক চাপে পড়তে পারেন
যা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমকে ব্যহত করতে পারে।
ডা. দেবী শেঠীর পরামর্শে কাদের ভাইকে সিংগাপুরে নেবার সিদ্ধান্ত হয়েছে।
কাদের ভাই গতকালের চেয়ে আজকে আরও ভালো আছেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাই,
উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর যাচ্ছেন। সকলের নিকট দোয়া প্রার্থী।
গতকাল এক পর্যায়ে যখন তার চেতনা ফিরে আসে তখন তিনি
দেশের বাইরে যেতে চান না বলে জানিয়েছিলেন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানূষদের এই অসুখ হলে তারা কিভাবে বিদেশে গিয়ে এই চিকিৎসা নিবেন?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

বেঙ্গল রিপন বলেছেন: পোষ্টটি ভালো করে না পড়েই মন্তব্য করলেন? পোষ্টে কিন্তু বলেছি ডা. দেবী শেঠী
কাদের সাহেবের মতো হাই প্রোফাইল রুগীদের চিকিৎসা দিতে
গিয়ে স্থানীয় ডাক্তাররা অনেক সময় মানসিক চাপে পড়তে পারেন
যা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমকে ব্যহত করতে পারে।
ডা. দেবী শেঠীর পরামর্শে কাদের ভাইকে সিংগাপুরে নেবার সিদ্ধান্ত হয়েছে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:০১

আবদুল মমিন বলেছেন: বাংলাদেশেই ত সাত টা ব্লক অফারেশন করা হাস্পাতাল আছে , সে খানে অবায়দুল কাদের এর মত গন বন্ধু দেশের সূর্য সন্তান এর তিনটা ব্লক নিয়া আজ দুই দিন অনলাইন গরম হইয়া গেছে , কেনরে নেতা দেশের প্রতি কি তোদের কন আস্থা নেই ?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩২

বেঙ্গল রিপন বলেছেন: পোষ্টটি ভালো করে না পড়েই মন্তব্য করলেন? পোষ্টে কিন্তু বলেছি ডা. দেবী শেঠী
কাদের সাহেবের মতো হাই প্রোফাইল রুগীদের চিকিৎসা দিতে
গিয়ে স্থানীয় ডাক্তাররা অনেক সময় মানসিক চাপে পড়তে পারেন
যা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমকে ব্যহত করতে পারে।
ডা. দেবী শেঠীর পরামর্শে কাদের ভাইকে সিংগাপুরে নেবার সিদ্ধান্ত হয়েছে।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:১২

আখ্যাত বলেছেন: :
গোলাম আযম মরেছে, বঙ্গবন্ধু জীবন দিয়েছেন
কোকো পটল তুলেছে, জিল্লুর রহমান ইন্তিকাল করেছেন
সালাউদ্দীন কাদের মরেছে, ওবায়দুল কাদেরও শেষ নিশ্বাস ত্যাগ করবেন

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩৫

বেঙ্গল রিপন বলেছেন: হে.. হে.. ভাইজান পটলতো আপনিও তুলবেন আমিও তুলবো। তাই বলে কি অসুস্থ হলে চিকিৎসা করাতে ডাক্তারের কাছে যান না?
নাকি পটল ক্ষেতে গিয়ে বেগুন তুলেন?

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৩৬

হাবিব বলেছেন: এমন অসুখ যেন আর কারো না হয়।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৫০

আবদুল মমিন বলেছেন: বাংলাদেশি ডাক্তার রা মানসিক চাপে কেন পড়তেন ? এটা কি পরীক্ষার টেনশনে পড়া লিখায় মন বসেনা , এমন নয় ? যাই হোক আজরাইল কে ও যদি এ রকম একটা মাইঙ্কার চিপায় পালানো যায় ।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:০৫

নাহিদ০৯ বলেছেন: উন্নত চিকিৎসা যতটা না ফ্যাক্ট, মানসিক চাপটাই বেশি সমস্যা করে। সিঙ্গাপুর এ চিকিৎসা নেওয়া টা তো কোন ডাক্তার এর উপদেশ বা সিদ্ধান্ত নয়। বাংলাদেশের কোন ডাক্তারকেই বলতে শুনলাম না যে আমাদের হাত শেষ, এখন আপনারা সিঙ্গাপুর নিয়ে যান।

গতকাল থেকে নিউজ খেয়াল করছিলাম। নিজ দলের লোকজন একবার নাম ওঠাতে বা মুখ দেখাতে মরিয়া। প্রশাসন পর্যন্ত বাদ যায় না। হাসপাতালের ভীড় সামলাতে নাকি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা (ফুল নেইম টা ছিলো, এখন মনে পড়ছে না) হাজির। হাঁসবো নাকি মজা দেখবো বুঝলাম না।

এই বিষয় টা নিয়ে রাজনীতি করার চেষ্টায় উনার চিকিৎসা ব্যবহত হচ্ছে এটা হয়তো কেউ ই খেয়াল করে না। তাই বলবো এমন একটা দেশে যাওয়া ভালো যেখানে অন্ততঃ কেউ ফুলের তোড়া নিয়ে মুখ দেখাতে হাজির হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.