নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার দলিল নেই বাংলাদেশে

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৬

স্বাধীনতার ৪৮ বছর পার হলেও ১৯৭১সালে
পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলটি
নেই বাংলাদেশ সরকারের কাছে।
দলিলটি রয়েছে ভারত সরকারের কাছে।
তবে সেটা মুল দলিল নয়, শুধু দলিলটির একটি প্রতিরূপ!!
ভারত থেকে নাকি মূল দলিলটি হারিয়ে গেছে
বা বিনষ্ট করে ফেলা হয়েছে।

হে আমার জন্মভুমি তুমি কার !!!!!!??????

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৫

মা.হাসান বলেছেন: বেঙ্গল রিপন ভাই, তথ্য সূত্র দিলে ভালো হতো।
নিয়াজি কেন জেনারেল অরোরার কাছে আত্মসমর্পন করলেন, কর্নেল ওসমানির কাছে না, সে ব্যাপারে অনেক গুজব আছে। এ কে খন্দকার সাহেব ওনার বইয়ে যা লিখেছেন তা সম্ভবত সত্য।
শিমলা চুক্তি আমাদের জন্য বড় কষ্টের। দেশের রাজাকারদের শাস্তি দেয়া হয়তো আংশিক ভাবে সম্ভব হবে, কিন্তু মাস্টারমাইন্ডদের শাস্তি হলো না।
স্বাধীনতাই যদি না থাকে তবে চুক্তিপত্র দিয়ে কি হবে।

২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: আহারে----

৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে তো দেশ স্বাধীন হয়নি তা'হলে? আপনি একটা নতুন দলিল তৈরি করেন, নতুন স্বাধীনতা দিবসও ঘোষণা করে দিয়েন; আপনি যেদিন প্রথমবার প্রশ্নফাঁস করেছিলেন, সেটাকে স্বাধীনতা দিবস হিসেবে রাইখেন!

৪| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৯

মাহমুদুর রহমান বলেছেন: আমারও একই প্রশ্ন।

৩ নম্বর মন্তব্য পড়ে হাসলাম।শিক্ষিতনামী মূর্খও আছে ব্লগে।এনিয়ে আপনি মন খারাপ করবেন না।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৫

বেঙ্গল রিপন বলেছেন: আরে নারে ভাই, আমার মন এতো জলদি খারাপ হয় না।
চাঁদগাজীরা অতিতেও ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ।
এদেরকে আমি ভালোবাসি যেমন ভালোবাসি মিস্টার বিনের ভাড়ামি দেখতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.