নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি, জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন

পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!

বেঙ্গল রিপন › বিস্তারিত পোস্টঃ

মেহেরবানি করে ওগো প্রভূ, করোনা থেকে মুক্তি দাও

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৯



ইলাহি! তোমার দরবারে ভিখারি হয়ে এসেছি
গুনাহগার বান্দা মোরা আজ অসহায় হয়ে এসেছি।

এমনই ভিখারি যে, ভিক্ষা নেবার থালাটাও হারিয়েছি।

ইলাহি! তোমার দরবারে ভিখারি হয়ে এসেছি
এমনই অভাগা মোরা যে,
দুনিয়ার লোভ-লালসায় আজ নিঃস্ব হয়েছি।

ইয়া মালিক-মাউলা মোদের
এবার পানাহ্ দাও নফসের হাত থেকে।

তোমারই দ্বীনের পথে চালাও তোমার রহমতে
দুনিয়ার মোহমুক্ত করে প্রশান্তি ঢেলে দাও হৃদয়েতে ।

তোমার রহমতের ছাঁয়ায় আজ আশ্রয় নিতে এসেছি
নিজের কর্ম-দোষে আজ বড় অসহায় হয়ে পরেছি ।
আমাদের পাপের কারনে দুনিয়ায় আজাব নেমে এসেছে..
জীবনের রং-তামাশায় হায়! আমাদের সময়ও ফুরিয়েছে।

আমাদের কোনো দ্বীনি আমল নেই..
তোমার দরবারে আসার যোগ্যতাও নেই
শুধু জানিগো মাউলা
তোমার এ শাহী দরবার- ক্ষমা আর ভালবাসার।

তোমার ঘরের নিয়ম-নীতি মোদের জানা নেই।
চোখে আজ অনুতাপেরও অশ্রুটুকুও নেই।

হৃদয়ের যন্ত্রণা কথা মোরা প্রভূ! কার কাছে কইবো?
জীবনের এতো পাপের বোঝা মোরা কেমন করে বইবো?

মেহেরবানি করে ওগো প্রভূ, করোনা থেকে মুক্তি দাও।
দয়া করে এই দ্বীন-হীন ভিখারিদেরকে তোমার
রহমতের পথে কবুল করে নাও।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: পৃথিবী নিশ্চয় মেধাশূন্য নয়।কিছুদিন অপেক্ষা করলেই এর সমাধান হবে। আমি আশাবাদী।

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

বেঙ্গল রিপন বলেছেন: এখন কি মনে করছেন রাজিব দা , মেধা দিয়ে কিছু হচ্ছে কি ?

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: Ameen

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.