নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

দুরত্ব

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫০

""" অতটা কাছাকাছি থাকার প্রয়োজন নেই,
ঠিক যতটা দুরত্ব থাকলে সম্পর্ক ভালো রাখা যায়,,,,
ঠিক ততোখানি দুরত্ব বজায় রাখো,
ভালো থাকো, ভালো রেখো সারাদিন সারাক্ষণ।
যদিও এখানে ভালবাসারা অতৃপ্ত, ভালবাসারা বঞ্চিত
গৃহহীন কাকের বর্ষা বরনের মত,
নিষ্প্রাণ জবুথবু একাকার ভালবাসা
অথবা আমার বেখিয়ালি নিস্বঙ্গতা
চেয়ে এনেছি কষ্টের অবিরাম বরিষন।
তাকিয়ে রয়েছি সব কলি শেষে ফুল হয়ে ঝরে পড়েছে
হাসনাহেনা জবা টগর চন্দ্রমল্লিকারা,
অমরত্বের স্বাদ আর পাওয়া হলো না তাদের
নিবিড় অসাড় অনুভূতিতে তৃপ্ত ছিলাম।
বড় অসময়ে আসলে তুমি,
অস্থির বেসামাল পাথরের শহরে
যেখানে মূহুর্ত কাটে নিশাচর বন্ধুর প্রণিপাতে,
মৃত্যুর মত কালো কতটা কাল।
তবে এখন পরমামৃত, চরণামৃত কিছু চায় না,
হয় একটুকরো সৃষ্টিশীল জমি দাও।
নতুবা নতুন কষ্ট আনো,
ধার করা কষ্টের জলসাতে চুপিচুপি ভেসে যায়।।"""''

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৪

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর কবিতা, পড়লাম। ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,, শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.