নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

সৃস্টি

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

""" সৃষ্টি সবসময় আনন্দের, কারন একজন মানুষ তার নিজস্ব আঙ্গিকে নিজ বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টিশীলতাকে ধারন করছে, তা যে কোন রকম হতে পারে, অভিরুচি অনুযায়ী মানুষ তার কর্মপরিধি বিস্তৃত করে, নতুন কিছু সৃষ্টি করে যেমন কৃষক মাঠে ফসল ফলিয়ে, পেয়াদা তার রুটিন কর্ম করে কিংবা একজন বিজ্ঞ তার জ্ঞান বিতরন করে শিল্পী হয়ে উঠে,! একেকজন স্বপ্নদ্রষ্টা হয়ে বাঁচে তার সৃষ্টির মাঝে, একজন লেখক তার লেখায় প্রাণ দেয়, অনুভূতি বেচে তার নিজস্ব ভঙ্গিতে একজন আমলা দেশ বেচে খায়, নিশীথিনিরা সুখ বেচে জীবন নামে, একজন সিপাহি তার সর্বস্ব দিয়ে কিনে নতুন ভোর, এসবতো নতুন নয়, যুগের পর যুগ, অনন্ত সময় ধরে চলে আসছে, এসবতো নিত্ত নৈমত্তিক ব্যাপার, মানুষ হরহামেশাই এরকম বা এর থেকেও বেশিকিছু সৃস্টি করছে, এটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতার ব্যাপার তবে কখনো কখনো কিছু সৃষ্টি দুস্বপ্নের কারন হয়, অনাগত ভবিষ্যত কিনি শোকের বিনিময়ে, প্রতিদিন একটু একটু করে মৃত্যু হয় এমন সব কি আমি ধরে রাখব, আপন করবো? কখনোই না, অন্তত আমার জন্য তা যুক্তিগত হবে না। এই মুহূর্তে আমি উর্ব্বর ফসলি জমি চায় তবে অতিবৃষ্টি নয়, অনাবৃষ্টির দেশে থাকতে থাকতে আমি এখন অতিবৃষ্টির মর্মটা বুঝে গেছি। পাহড় নদী দেখতে দেখতে ক্লান্ত হয়েছি, তবে এমন নয় যে আকাশ দেখি না, নীল আকাশ আমার, তোমায় দুহাত ভরে দান করেছি ভালবাসবে বলে, তাই বলে কি আমি বসন্তরাত ভুলে গেছি, কাকডাকা ভোর ভুলে যাবো অনায়সেই, এমনতো হতে পারে না, এর নাম সৃস্টি নয়, যত নচ্ছার অনাসৃষ্টি।। ""

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.