নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

শব্দভূক

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৩

'"" শব্দের হাতছানিতে বেঁচে থাকা,
নাকি নিশ্চিত মৃত্যু উপত্যকা।
আমার শরীর, আনন্দ বেদনা নিয়ে, রক্ত, কোষ, জননইন্দ্রিয়
শিরা উপশিরা, প্রতিটা গ্রহ উপগ্রহে বায়ুকণার মত ছড়িয়ে আছে, উল্কার মতো ছুটে চলছে ক্লান্তাহীন লক্ষ কৌটি শব্দের সমাহর,
ঝড়ো আবেগের শব্দ, মিথ্যে অশ্লীল,
গোপন প্রেমের মত শব্দ, জমে থাকা হরেক রংএর শব্দ, হাহাকার ভালবাসার শব্দ, নিরবতার প্রশান্তির মত শব্দগুলো....
এমনকি মস্তিষ্কের অক্সিজেনের জায়গাটুকু এমন কিছু বিশিষ্ট শব্দের দখলে যাচ্ছে,
কখনোবা বারবারই ঠেলে বেড়িয়ে আসতে চাইছে, পরাস্ত করবে,
শরীরের মেলবন্ধনে উগড়ে দিতে চাইছে সেইসব বিপন্ন শব্দরা,
যাদের আমি রোজকার মতো কিনি, শব্দ বেচি আপনধারায়...,""

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: ঝড়ো আবেগের শব্দ, মিথ্যে অশ্লীল,
গোপন প্রেমের মত শব্দ, জমে থাকা হরেক রংএর শব্দ, হাহাকার ভালবাসার শব্দ, নিরবতার প্রশান্তির মত শব্দগুলো....

--- শব্দ আসলেই রহস্যময়।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০০

অনিন্দ্য অবনী বলেছেন: যথার্থই বলেছেন,,,,, রহসময়,,,,,শুভ কামনা জানবেন।

২| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দ যন্ত্রণা। দ্বন্দ্বময় ভালো লাগা।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,,,,

৩| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০

অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: কবিতার স্টাইলটা নতুন এবং বিষয়টার মধ্যে যে বাঁধভাঙ্গা স্রোতের উদ্দীপনা রয়েছে তাঁর সঙ্গে এই ছন্দহীনতা দারুন মিলে গেছে। সুন্দর লাগলো।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫১

অনিন্দ্য অবনী বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ,,,,শুভ কামনা জানবেন

৪| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৫| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১১

অনিন্দ্য অবনী বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ,,, দোয়া করবেন আরো ভালো হওয়ার প্রত্যাশী....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.